ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৭ পৃষ্ঠা ১
  • আপনার পরিচর্যায় খ্রিস্টকে অনুকরণ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার পরিচর্যায় খ্রিস্টকে অনুকরণ করুন
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • খ্রিস্টীয় পরিচর্যা —আমাদের প্রধান কাজ
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • ঈশ্বরের রাজ্য সম্বন্ধে যিশু যা শিক্ষা দিয়েছিলেন
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৭ পৃষ্ঠা ১

আপনার পরিচর্যায় খ্রিস্টকে অনুকরণ করুন

১ যিশু আমাদের পরিচর্যায় আমাদের জন্য অনুসরণযোগ্য উদাহরণ স্থাপন করেছেন। ঈশ্বর ও লোকেদের জন্য তাঁর গভীর ভালবাসা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন উপায়ে প্রদর্শিত হয়েছে। তিনি মৃদুশীল ব্যক্তিদের সত্য শিখিয়েছিলেন এবং দীনদুঃখী ও নিপীড়িতদের জন্য প্রেমপূর্ণ-দয়ার কাজগুলো করেছিলেন।​—⁠মথি ৯:⁠৩৫.

২ যিশুর উদাহরণ এবং শিক্ষাগুলো: সমাজের মঙ্গলের জন্য যিশু রাজনৈতিক বিষয়গুলোতে বা নিছক জনহিতকর প্রচেষ্টাগুলোতে জড়িত হওয়ার দ্বারা বিক্ষিপ্ত হননি। এ ছাড়া, তিনি অন্য কোনো ধরনের সদুদ্দেশ্যপূর্ণ অনুধাবনের দ্বারাও নিজেকে বিক্ষিপ্ত হতে দেননি বা তাঁর প্রধান কাজের ওপর অগ্রাধিকার নেওয়াকে অনুমোদন করেননি। (লূক ৮:⁠১) তিনি মানবজাতির সমস্যাগুলোর একমাত্র স্থায়ী সমাধান হিসেবে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন। যিশুর করার মতো এক গুরুত্বপূর্ণ কাজ ছিল আর তা করার জন্য তাঁর হাতে সীমিত সময় ছিল। কফরনাহূমের লোকেরা যখন চেয়েছিল যে, তিনি সেখানেই থাকুন, তখন তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন: “চল, আমরা অন্য অন্য স্থানে . . . যাই, আমি সে সকল স্থানেও প্রচার করিব, কেননা সেই জন্যই বাহির হইয়াছি।”​—⁠মার্ক ১:⁠৩৮.

৩ যিশু তাঁর শিষ্যদের প্রশিক্ষণ দেওয়ার পর, তিনি তাদেরকে এই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে প্রেরণ করেছিলেন: “এই কথা প্রচার কর, স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।” (মথি ১০:⁠৭) তিনি তাঁর অনুসারীদের শিক্ষা দিয়েছিলেন যে, তাদের জীবনে রাজ্যের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। (মথি ৬:৩৩) স্বর্গে চলে যাওয়ার আগে তাঁর শিষ্যদের কাছে বলা যিশুর শেষ কথাগুলো স্পষ্ট করেছিল যে, তাদের কী করতে হবে। তিনি বলেছিলেন: “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর।”​—⁠মথি ২৮:⁠১৯.

৪ রাজ্যের গুরুত্ব: যিশুর প্রধান আলোচ্য বিষয় ছিল ঈশ্বরের রাজ্য আর তিনি তাঁর শিষ্যদেরকে তাঁর উদাহরণ অনুসরণ করার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন। মানবজাতির সমস্যাগুলো সমাধান করার জন্য মানব প্রচেষ্টাগুলো সফল হতে পারে না। (যির. ১০:২৩) একমাত্র ঈশ্বরের রাজ্যই ঈশ্বরের নামকে পবিত্র করবে এবং মানবজাতির জন্য স্থায়ী স্বস্তি জোগাবে। (মথি ৬:​৯, ১০) ‘সমস্ত ঘৃণার্হ কার্য্যের বিষয়ে দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করে ও কোঁকায়’ এমন লোকেদের রাজ্যের সত্যগুলো শিক্ষা দেওয়া, তাদেরকে এখনই এক সুখী, সফল জীবনযাপন করতে এবং ভবিষ্যতের জন্য এক নির্ভরযোগ্য আশা ধরে রাখতে সাহায্য করে।​—⁠যিহি. ৯:⁠৪.

৫ ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারে যিশু সর্বদা জড়িত রয়েছেন এবং তিনি তাঁর সমর্থনের বিষয়ে আমাদের আশ্বাস দেন। (মথি ২৮:২০) যিশু আমাদের জন্য যে-আদর্শ স্থাপন করেছেন, সেটার সঙ্গে আমাদের পরিচর্যা কতটুকু মিল রাখে? (১ পিতর ২:২১) এই তাৎপর্যপূর্ণ শেষকালে আমরা যেন পরিচর্যায় যিশুর স্থাপিত উদাহরণ যথাসম্ভব নিখুঁতভাবে অনুসরণ করার জন্য আমাদের যথাসাধ্য করি!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার