মর্যাদা প্রদর্শন করার দ্বারা খ্রিস্টকে অনুসরণ করুন
১ বাইবেল নিখিলবিশ্বের সার্বভৌম, যিহোবাকে মর্যাদা পরিহিত বলে বর্ণনা করে। (গীত. ১০৪:১, NW) যিশু সবসময় এমনভাবে কথা বলতেন ও কাজ করতেন, যা তাঁর পিতার প্রতি ও তাঁর পিতার সমস্ত ব্যবস্থার প্রতি সম্মান নিয়ে আসত। (যোহন ১৭:৪) “খ্রিস্টকে অনুসরণ করুন!” আসন্ন জেলা সম্মেলনগুলোতে আমরা প্রত্যেকে যিশুকে অনুকরণ করার এবং যিহোবার গৌরব আনার বিভিন্ন সুযোগ পাব।
২ মর্যাদাপূর্ণ উপাসনা: যিহোবা আমাদের জন্য যে-আধ্যাত্মিক ভোজ প্রস্তুত করেছেন, তাতে উপস্থিত থাকতে ব্যবস্থা করার দ্বারা আমরা যিহোবার সম্মান আনতে পারি। আপনি কি প্রথম দিনসহ সম্মেলনের প্রতিটা দিনে উপস্থিত থাকার জন্য আপনার নিয়োগকর্তার সঙ্গে কথা বলেছেন এবং আপনার কাজকর্মকে সেইমতো গুছিয়ে নিয়েছেন? আপনি কি আসন খোঁজার এবং শুরুর গান ও প্রার্থনায় অংশ নেওয়ার জন্য যথেষ্ট সময় হাতে রেখে পৌঁছানোর পরিকল্পনা করেছেন? আপনি কি দুপুরের খাবার সম্বন্ধে পরিকল্পনা করেছেন, যাতে আপনি সম্মেলনস্থলেই ভাইবোনদের সঙ্গে খাওয়াদাওয়া করতে পারেন? প্রতিটা অধিবেশনের শুরুতে, যন্ত্রসংগীত শুরু হওয়ার আগে সভাপতি যখন আমাদেরকে নিজ নিজ আসনে বসার জন্য সদয়ভাবে আমন্ত্রণ জানান, তখন আমাদের সঙ্গে সঙ্গে কথাবার্তা শেষ করা এবং কার্যক্রম শুরু হওয়ার আগে আসনে বসে যাওয়া উচিত।
৩ কার্যক্রমের প্রতি গভীর মনোযোগ দেওয়াও আমাদের স্বর্গীয় পিতার সম্মান আনে। স্থানীয় একটা জেলা সম্মেলন পর্যবেক্ষণ করার পর, একজন সাংবাদিক লিখেছিলেন যে, ‘উপস্থিত ব্যক্তিদের উদাহরণযোগ্য আচরণ’ দর্শকদের ওপর খুবই ছাপ ফেলবে, যখন তারা দেখবে যে, ‘যা বলা হচ্ছে শ্রোতারা তা সম্মানপূর্বক নীরব থেকে শোনে এবং স্পষ্টভাবে দেখায় যে, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তাদের আগ্রহ রয়েছে।’ তিনি ‘বিরাট সংখ্যক বাচ্চাদের’ সম্বন্ধেও মন্তব্য করেছিলেন যে, ‘তারা সবাই খুবই ভদ্র, যা সাধারণত দেখা যায় না ও এমনকি তারা পবিত্র শাস্ত্র থেকে পদগুলো খুলে দেখার জন্য ব্যস্ত।’ কার্যক্রম যখন চলছে তখন সেই সময়টা অযথা কথা বলার, সেল ফোনে মেসেজ পাঠানোর, খাওয়াদাওয়া করার অথবা বারান্দায় চলাফেরা করার সময় নয়। ছোটদের তাদের বাবামার সঙ্গে বসা উচিত, যাতে বাবামারা তাদেরকে কার্যক্রম থেকে উপকৃত হতে সাহায্য করতে পারে। (দ্বিতী. ৩১:১২; হিতো. ২৯:১৫) এই ধরনের প্রচেষ্টা অন্যদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং পরিবেশিত অতি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক খাদ্যের প্রতি উপলব্ধি দেখায়।
৪ মর্যাদাপূর্ণ বেশভূষা: অনেকে গত বছরের জেলা সম্মেলনের “সবসময় খ্রিস্টীয় মর্যাদা প্রদর্শন করুন” শিরোনামের এই বক্তৃতায় দেওয়া অনুস্মারকগুলোর প্রতি উপলব্ধি প্রকাশ করেছে, যেটা জোর দিয়েছিল যে, ঈশ্বরের দাসদের পোশাক-আশাকে ও সাজগোজে খ্রিস্টীয় মর্যাদা প্রদর্শন করার প্রচেষ্টা করা উচিত। এবছর আমাদের আবারও এই বিষয়ে গভীর মনোযোগ দেওয়া উচিত। আমাদের বেশভূষা যিহোবা এবং তাঁর সাক্ষি হওয়ার সুযোগের প্রতি আমাদের অনুভূতি প্রকাশ করে। আমাদের সবসময় সেভাবে পোশাক-আশাক পরা উচিত, যারা ‘ঈশ্বর-ভক্তির অঙ্গীকার’ প্রকাশ করে।—১ তীম. ২:৯, ১০.
৫ আমাদের কি শুধুমাত্র কার্যক্রমে উপস্থিত থাকার সময়ই মর্যাদাপূর্ণ বেশভূষা করা উচিত? মনে রাখবেন যে, সম্মেলন শহরে থাকার সময় অনেকে আমাদেরকে সম্মেলন ব্যাজ কার্ডগুলো পরে থাকতে দেখবে। আমাদের বেশভূষা যেন আমাদেরকে সাধারণ জনতা থেকে আলাদা করে। তাই, এমনকি অবসর সময়ে, যেমন কার্যক্রমের পর বাইরে খেতে যাওয়ার সময়ে আমাদের পরিচারকদের উপযুক্ত এমনভাবে পোশাক-আশাক পরা উচিত, যারা কিনা এক খ্রিস্টীয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে এই শহরে রয়েছে আর তাদের জিন্স, শর্ট্স বা টি-শার্ট জাতীয় পোশাক পরা উচিত নয়। এটা সেই এলাকায় কী উত্তম সাক্ষ্যই না প্রদান করবে! যিহোবা খুশি হন, যখন আমাদের বেশভূষা পরিচারক হিসেবে আমাদের ভূমিকাকে প্রতিফলিত করে।
৬ পরিতৃপ্তিজনক ফলাফল: আমাদের সম্মেলনগুলোতে খ্রিস্টীয় মর্যাদা প্রদর্শন করা রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার সুযোগগুলো খুলে দেয় এবং দর্শকদের ওপর এক মনোরম ছাপ ফেলে থাকে। একটা সম্মেলনের শেষে, একজন কর্মকর্তা এই মন্তব্য করেছিলেন: “আমরা কখনোই এই ধরনের ভদ্র স্বভাবের লোকেদের দেখিনি। আপনারা হলেন সেই ধরনের ব্যক্তি, যেমনটা হই বলে ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করেন।” মর্যাদা প্রদর্শন করা দেখায় যে, আমরা একে অপরকে সম্মান করি ও ভালবাসি এবং তা যিহোবার গৌরব নিয়ে আসে। (১ পিতর ২:১২) এটা আমাদের ঈশ্বরীয় ভয় এবং আমাদের পিতার দ্বারা প্রশিক্ষণ পাওয়ার সুযোগের প্রতি আমাদের উপলব্ধি প্রকাশ করে। (ইব্রীয় ১২:২৮) আসুন আমরা এই বছরে “খ্রিস্টকে অনুসরণ করুন!” জেলা সম্মেলনের জন্য অপেক্ষা করার সময় মর্যাদা প্রদর্শন করার প্রাণপণ চেষ্টা করি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কীভাবে এই বছরের সম্মেলনের মূলভাব মর্যাদা প্রদর্শন করার সঙ্গে সম্পর্কযুক্ত?
২. প্রতিটা অধিবেশনে উপস্থিত থাকার জন্য আমাদের প্রস্তুতি কীভাবে যিহোবার সম্মান আনে?
৩. কীভাবে কার্যক্রমের প্রতি গভীর মনোযোগ দেওয়া আমাদের উপাসনাকে মর্যাদা প্রদান করে?
৪. কেন সম্মেলনে আমাদের মর্যাদাপূর্ণ বেশভূষা করা উচিত?
৫. কীভাবে আমরা সম্মেলন শহরে অবসর সময়ে মর্যাদাপূর্ণ বেশভূষা বজায় রাখতে পারি?
৬. খ্রিস্টীয় মর্যাদা প্রদর্শন করার ইতিবাচক ফলাফল কী?
[৫ পৃষ্ঠার বাক্স]
জেলা সম্মেলনের অনুস্মারকগুলো
▪ কার্যক্রমের সময়সূচি: তিন দিনই কার্যক্রম সকাল ৯:২০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮:০০টায় খুলে দেওয়া হবে। রাজ্যের গানের যন্ত্রসংগীত যখন শুরু হয়, তখন আমাদের সকলের আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম ও দ্বিতীয় দিন বিকেল ৫:০৫ মিনিটে এবং তৃতীয় দিন ৪:১০ মিনিটে শেষ হবে।
▪ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিং করার অনুমতি পেয়েছি সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। সম্মেলন ব্যাজ কার্ডগুলো পার্কিংয়ের জন্য শনাক্তিকরণ চিহ্ন হিসেবে কাজ করবে। শুধুমাত্র বিকলাঙ্গ ব্যক্তিদের গাড়িগুলোকে, বিকলাঙ্গদের জন্য সংরক্ষিত জায়গায় পার্ক করার অনুমতি দেওয়া হবে। পার্কিংয়ের জায়গা যেহেতু সীমিত, তাই যতটা সম্ভব বেশ কয়েক জন মিলে একটা গাড়ি ব্যবহার করা উচিত।
▪ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে একই গাড়িতে যাত্রা করে অথবা আপনার সঙ্গে বাস করে, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে।
▪ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং খাবার সঙ্গে নিয়ে আসুন। ঠাণ্ডা করার এক ছোট্ট পাত্র (কুলার) ব্যবহার করা যেতে পারে, যেটাকে আপনার আসনের নীচে রাখা যায়। সম্মেলন হলে পিকনিকের জন্য ব্যবহৃত বড় আকারের কুলার, কাচের পাত্র এবং মদ্যজাতীয় পানীয় নিয়ে আসা অনুমোদনযোগ্য নয়।
▪ দান: একটা জেলা সম্মেলনের ব্যবস্থাদি করার পিছনে যথেষ্ট অর্থ ব্যয় করা হয়। আমরা আমাদের কিংডম হলে বা সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। সম্মেলনে দান হিসেবে দেওয়া যেকোনো চেক “ওয়াচ টাওয়ার” এর নামে হওয়া উচিত।
▪ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: জরুরি অবস্থায় প্রদেয় সেবা বিভাগ অভিযোগ করেছে যে, তারা সামান্য ব্যাপারগুলোর জন্য অনেক সেল ফোনকল পেয়ে থাকে। সম্মেলনস্থলে যদি কোনো চিকিৎসাজনিত জরুরি অবস্থা দেখা দেয়, তা হলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগকে জানাবেন, যাতে সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের যোগ্য ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ন করতে ও সাহায্য করতে পারে। প্রয়োজন হলে, সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের ব্যক্তিরা ১০২ নম্বরে ফোন করবে।
▪ যারা কানে কম শোনে: ব্যাঙ্গালোরে ইংরেজি সম্মেলনেই শুধু এই কার্যক্রমটা আমেরিকান সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হবে।
▪ রেকর্ডিং: যেকোনো ধরনের রেকর্ডার সম্মেলন হলের ইলেকট্রিক অথবা সাউন্ড সিস্টেম ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা উচিত নয় এবং সেগুলো কেবল এমনভাবে ব্যবহার করা যেতে পারে, যাতে অন্যেরা বিঘ্নিত না হয়।
▪ সুগন্ধি দ্রব্য: অধিকাংশ সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আমাদের যন্ত্রের সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা করতে হয়। তাই, কড়া পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য দয়ার কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা অন্যান্য সম্পর্কযুক্ত সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.
▪ পুনর্সাক্ষাৎ করুন ফর্মগুলো: সম্মেলনের সময়ে আমাদের রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। প্রকাশকদের দুএকটা পুনর্সাক্ষাৎ করুন ফর্ম সম্মেলনে নিয়ে আসা উচিত। এ ছাড়া, সম্মেলনের বুক রুম ডিপার্টমেন্ট-এও এই ফর্মগুলো পাওয়া যাবে। পূরণ করা ফর্মগুলো দেখাশোনা করার জন্য বুক রুম-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।—২০০৫ সালের ফেব্রুয়ারি মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৬ পৃষ্ঠা দেখুন।
▪ রেস্টুরেন্টগুলো: অনেক জায়গায়, কাজের ওপর নির্ভর করে ১০ থেকে ১৫ শতাংশ বকশিশ দেওয়ার রীতি রয়েছে।
▪ হোটেলগুলো: (১) দয়া করে প্রয়োজনের চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না। (২) আপনাকে যদি বুক করা রুম বাতিল করতেই হয়, তা হলে সঙ্গে সঙ্গে হোটেলকে জানিয়ে দিন। (৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন এবং সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে দিন যাতে অন্যেরা ব্যবহার করতে পারে। (৪) রুমে রান্নাবান্না করার অনুমতি না থাকলে, তা করবেন না। (৫) যে-ব্যক্তি রুম পরিষ্কার করেন, তার জন্য প্রতিদিন কিছু বকশিশ ছেড়ে যান। (৬) খ্রিস্টান হিসেবে, আমরা নিশ্চয়ই হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করব না। (৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে সবসময়ই আত্মার ফল প্রদর্শন করুন। (৮) সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেখানো রুমের ভাড়াটা হচ্ছে কর বাদ দিয়ে প্রতিদিনকার রুমের পুরো ভাড়া। আপনাকে যদি এমন কিছু জিনিসের জন্য অতিরিক্ত টাকা চেয়ে বিল দেওয়া হয় যেগুলো আপনি আদৌ চাননি বা ব্যবহার করেননি, তা হলে সেই টাকা দিতে অস্বীকার করুন এবং যত শীঘ্রই পারেন সম্মেলনে রুমিং বিভাগকে জানান। (৯) আপনার হোটেল রুম নিয়ে যদি কোনো সমস্যা আসে, তা হলে আপনি সম্মেলনে থাকাকালীনই রুমিং ডিপার্টমেন্টকে অবশ্যই জানাবেন।