ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/০৭ পৃষ্ঠা ১-৭
  • “সুখী সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “সুখী সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে”
  • ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • পরীক্ষাগুলোকে আমাদের কোন্‌ দৃষ্টিতে দেখা উচিত?
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ধৈর্য পুরস্কৃত হয়
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে পরীক্ষার সময়ে আনন্দ বজায় রাখা যায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/০৭ পৃষ্ঠা ১-৭

“সুখী সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে”

১ সমস্ত খ্রিস্টানকেই বিভিন্ন পরীক্ষা সহ্য করতে হবে। (২ তীম. ৩:১২) পরীক্ষাগুলো হয়তো দুর্বল স্বাস্থ্য, আর্থিক কষ্ট, প্রলোভন, তাড়না কিংবা অন্যান্য অনেকভাবে আসতে পারে। শয়তান আমাদেরকে যে-পরীক্ষাগুলো দ্বারা জর্জরিত করে, সেগুলো এইজন্য তৈরি করা হয় যেন আমরা ধীর হয়ে পড়ি, আমাদের খ্রিস্টীয় পরিচর্যাকে উপেক্ষা করি বা এমনকি ঈশ্বরকে সেবা করা বন্ধ করে দিই। (ইয়োব ১:৯-১১) কীভাবে বিভিন্ন পরীক্ষা সহ্য করা সুখের দিকে পরিচালিত করে?​—⁠২ পিতর ২:⁠৯.

২ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হোন: যিহোবা আমাদেরকে তাঁর সত্যের বাক্য জুগিয়েছেন, যেটিতে যিশুর জীবনী ও বিভিন্ন শিক্ষা সম্বন্ধীয় বিবরণ রয়েছে। যিশুর কথাগুলো শোনার ও সেগুলো পালন করার দ্বারা আমরা এক দৃঢ় ভিত্তি গড়ে তুলি আর এভাবে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুত হই। (লূক ৬:৪৭-৪৯) এ ছাড়া, আমরা অন্যান্য ব্যবস্থা​—⁠আমাদের খ্রিস্টান ভাইবোন, মণ্ডলীর সভাগুলো এবং বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর কাছ থেকে পাওয়া বাইবেলভিত্তিক প্রকাশনাদি​—⁠থেকেও শক্তি লাভ করে থাকি। আমরা ঈশ্বরের দান প্রার্থনাকে বার বার কাজে লাগাই।​—⁠মথি ৬:১৩.

৩ এ ছাড়া, যিহোবা আমাদেরকে এক আশাও দিয়েছেন। আমরা যখন যিহোবার প্রতিজ্ঞাগুলোর ওপর দৃঢ় বিশ্বাস গড়ে তুলি, তখন আমাদের আশা “প্রাণের লঙ্গরস্বরূপ, অটল ও দৃঢ়” হয়ে ওঠে। (ইব্রীয় ৬:১৯) বাইবেলের সময়ে, এমনকি ভাল আবহাওয়াতেও জাহাজগুলো লঙ্গর বা নোঙর ছাড়া কখনো বন্দর ছেড়ে যেত না। হঠাৎ করে যদি ঝড় উঠত, তা হলে জলে নোঙর ফেলা সেই জাহাজকে কোনো পাথুরে উপকূলের চড়ায় আঘাত লেগে চূর্ণবিচূর্ণ হওয়া থেকে রক্ষা করতে পারত। একইভাবে, ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোতে এখন বিশ্বাস গড়ে তোলা, যখন সমস্যার ঝড় ওঠে, তখন আমাদেরকে স্থির রাখবে। সমস্যাগুলো একেবারে হঠাৎ করেই আসতে পারে। যদিও লুস্ত্রাতে পৌল ও বার্ণবার প্রচার কাজকে প্রথমদিকে ভালভাবেই গ্রহণ করে নেওয়া হয়েছিল কিন্তু যিহুদি বিরোধীরা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত পালটে গিয়েছিল।​—⁠প্রেরিত ১৪:৮-১৯.

৪ ধৈর্য সুখ নিয়ে আসে: বিরোধিতা সত্ত্বেও, পরিচর্যায় অটল থাকা আমাদের মনের শান্তি প্রদান করে। খ্রিস্টের জন্য অপমানিত হওয়ার যোগ্যপাত্র বলে গণিত হলে আমরা আনন্দ করি। (প্রেরিত ৫:৪০, ৪১) বিভিন্ন পরীক্ষা সহ্য করা আমাদেরকে নম্রতা, বাধ্যতা এবং ধৈর্যের মতো গুণগুলো আরও পূর্ণরূপে বিকশিত করতে সাহায্য করে। (দ্বিতী ৮:১৬; ইব্রীয় ৫:৮; যাকোব ১:২, ৩) এটা আমাদেরকে যিহোবার ওপর ভরসা রাখতে, তাঁর প্রতিজ্ঞাগুলোর ওপর নির্ভর করতে এবং তাঁর কাছে আশ্রয় নিতে শিক্ষা দেয়।​—⁠হিতো. ১৮:১০.

৫ আমরা জানি যে, পরীক্ষাগুলো ক্ষণস্থায়ী। (২ করি. ৪:১৭, ১৮) পরীক্ষাগুলো আমাদেরকে যিহোবার প্রতি আমাদের ভালবাসা কতখানি গভীর, তা দেখানোর সুযোগ করে দেয়। পরীক্ষাগুলো সহ্য করার দ্বারা আমরা শয়তানের অভিযোগগুলোর উত্তর জোগাতে পারি। তাই, আমরা হাল ছেড়ে দিই না! “ধন্য [“সুখী,” NW] সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে।”​—⁠যাকোব ১:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার