ভগ্নহৃদয়ের লোকেদের সান্ত্বনা দিন
১ মানবজাতির ইতিহাসে এর আগে কখনো এইরকম সান্ত্বনা জোগানোর প্রয়োজন হয়নি। আমাদের রাজা খ্রিস্ট যিশুর নেতৃত্ব অনুসরণ করে, আমরাও “ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া” দেওয়ার জন্য কাজ করি।—যিশা. ৬১:১.
২ সান্ত্বনা জোগানোর পদ্ধতি: লোকেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের পরিচর্যা এক ভারসাম্যপূর্ণ, ইতিবাচক উপস্থাপনার দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া উচিত। আমরা যখন জগতের খারাপ কাজকর্ম ও মিথ্যা মতবাদগুলো সম্বন্ধীয় আলোচনাগুলোকে সীমিত রাখি, তখন শাস্ত্রীয় সত্য ও ঈশ্বরের সান্ত্বনাদায়ক প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে উজ্জ্বল আশা আলোচনায় মুখ্য বিষয় হয়ে ওঠে। তবে তার মানে এই নয় যে, আরমাগিদোন সম্বন্ধে আলোচনা করা উচিত নয়। আমাদের দায়িত্ব দুটোই, ‘সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করা’ এবং ‘দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় চেতনা’ দেওয়া। কিন্তু, আরমাগিদোনের বিষয়ে সাবধান করা এবং এর ধ্বংসাত্মক ফলাফলের বিবরণ ঈশ্বরের রাজ্যের সুসমাচারের মূলভাবকে ম্লান করে দেওয়ার জন্য নয়।—যিশা. ৬১:২; যিহি. ৩:১৮; মথি ২৪:১৪.
৩ ঘরে ঘরে: এমন লোকেদের খুঁজে পাওয়া অস্বাভাবিক কিছু নয়, যারা অসুস্থতা, কোনো প্রিয়জনের মৃত্যু, অবিচার অথবা আর্থিক সমস্যার কারণে নিরুৎসাহিত হয়ে পড়ে। খ্রিস্টের অনুকরণকারী হিসেবে, আমরা পরিচর্যায় যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তাদের প্রতি “করুণাবিষ্ট” হই এবং সহানুভূতিশীল মনোভাব দেখাই। (লূক ৭:১৩; রোমীয় ১২:১৫) যদিও আমরা সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত একটা অথবা দুটো শাস্ত্রপদ পড়ি কিন্তু আমাদেরকে অবশ্যই “শ্রবণে সত্বর” হতে হবে আর এভাবে ব্যক্তিকে তার অনুভুতি প্রকাশ করতে দিতে হবে। (যাকোব ১:১৯) প্রথমে শুনে আমরা সান্ত্বনা জোগানোর জন্য আরও ভাল অবস্থানে থাকি।
৪ কথোপকথনের একটা উপযুক্ত সময়ে, আমরা হয়তো বলতে পারি, “আমি আপনাকে বাইবেল থেকে উৎসাহজনক কিছু কথা জানাতে চাই।” সেই ব্যক্তি হয়তো প্রকাশ করতে পারেন এমন প্রত্যেকটা ভুল দৃষ্টিভঙ্গিকে যাতে খণ্ডন করার চেষ্টা না করি, সেই ব্যাপারে আমাদের উত্তম বিচারবুদ্ধি ব্যবহার করা উচিত। বরং, হৃদয়কে শক্তিশালী করার জন্য শাস্ত্র ব্যবহার করার দ্বারা উৎসাহ ও সান্ত্বনা জোগানো আমাদের প্রধান চিন্তার বিষয় হওয়া উচিত। এই ক্ষেত্রে, আপনি হয়তো শাস্ত্র থেকে যুক্তি করা (ইংরেজি) বইয়ের ১১৭-১২১ পৃষ্ঠায় “উৎসাহদান” শিরোনামের নীচে দেওয়া বিষয়বস্তু থেকে পরামর্শ খুঁজে পেতে পারেন। অথবা আপনি হয়তো গৃহকর্তাকে বিষণ্ণদের জন্য সান্ত্বনা ট্র্যাক্টটির একটি কপি দিতে এবং তাতে দেওয়া উৎসাহজনক বিষয়বস্তু পুনরালোচনা করতে পারেন।
৫ অন্যদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ খুঁজুন: আপনি কি এমন কোনো প্রতিবেশী, সহকর্মী, সহপাঠী অথবা পরিবারের সদস্যকে জানেন, যার সান্ত্বনার প্রয়োজন আছে? শাস্ত্র থেকে সান্ত্বনা জানানোর লক্ষ্য নিয়ে এই ধরনের ব্যক্তিদেরকে তাদের বাড়িতে সাক্ষাৎ করার চেষ্টা করুন না কেন? কেন তাদের সান্ত্বনার প্রয়োজন, তা জেনে আপনি সেই নির্দিষ্ট পরিস্থিতির জন্য প্রস্তুত হতে পারেন। সান্ত্বনা জোগানোর জন্য কেউ কেউ চিঠি লিখেছে অথবা টেলিফোন করেছে। প্রতিবেশীদের প্রতি প্রকৃত ভালবাসা আমাদেরকে পরদুঃখে দুঃখিত হতে ও শাস্ত্র থেকে প্রয়োজনীয় সান্ত্বনা জোগাতে পরিচালিত করবে।—লূক ১০:২৫-৩৭.
৬ হ্যাঁ, যারা শোক করে তাদেরকে সান্ত্বনা দেওয়া, দুঃখিত লোকেদেরকে উৎফুল্ল করা এবং তাদের মধ্যে এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশা গেঁথে দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। পৃথিবীব্যাপী লোকেদের এই সান্ত্বনারই প্রয়োজন। ঈশ্বরের প্রতিজ্ঞাত বিভিন্ন উত্তম বিষয়ে আনন্দের সঙ্গে কথা বলা সৎহৃদয়ের লোকেদের জন্য সান্ত্বনা ও আশা নিয়ে আসবে। ভগ্নহৃদয়ের লোকদের ক্ষত বেঁধে দেওয়ার প্রয়োজনীয়তার কথা আমরা যেন সবসময়ে মনে রাখি।