শোকার্ত ব্যক্তিদের সান্ত্বনা দিন
১ মৃত্যুতে প্রিয়জনকে হারানো হচ্ছে এক মর্মান্তিক বিষয়, বিশেষ করে তাদের জন্য যাদের রাজ্যের আশা নেই। (১ থিষল. ৪:১৩) অনেকে প্রায়ই ভেবে থাকে: ‘মানুষ কেন মারা যায়? তারা কোথায় যায়? আমি কি কখনো আবার আমার প্রিয়জনকে দেখতে পাব?’ ক্ষেত্রের পরিচর্যায় আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় এমন ব্যক্তি যারা কিনা কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যুতে শোক করছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নীচে কিছু পরামর্শ দেওয়া হল।—যিশা. ৬১:২.
২ ঘরে ঘরে: একজন গৃহকর্তা হয়তো আমাদের বলতে পারেন যে, মাত্র কিছুদিন আগে তার পরিবারের কেউ মারা গিয়েছে। তিনি কি মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আছেন? ঘরে কি এখনও শোকার্ত আত্মীয়স্বজন রয়েছে? এইরকম অবস্থায়, অনেক সময় নিয়ে সাক্ষ্য না দেওয়াই সর্বোত্তম হবে। (উপ. ৩:১, ৭) সম্ভবত, আমরা আমাদের সহানুভূতি প্রকাশ করতে পারি আর তিনি যদি নিতে চান, তাহলে তাকে একটা উপযুক্ত ট্র্যাক্ট, পত্রিকা বা ব্রোশার দিয়ে সেখান থেকে চলে আসতে পারি। এরপর আমরা বাইবেল থেকে আরও সান্ত্বনা দেওয়ার জন্য এক উপযুক্ত সময়ে ফিরে যেতে পারি।
৩ অন্যান্য পরিস্থিতিতে আমরা হয়তো নির্ণয় করতে পারি যে, প্রথম সাক্ষাতে আরও বেশি কিছু বলা যেতে পারে। যদিও এই সময়টা ভুল ধারণাগুলোকে খণ্ডন করার সময় নয় কিন্তু গৃহকর্তা যদি রাজি হন, তাহলে আমরা হয়তো পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি। (যোহন ৫:২৮, ২৯) অথবা আমরা মৃতদের অবস্থা সম্বন্ধে বাইবেল যা বলে, তা তাদের জানাতে পারি। (উপ. ৯:৫, ১০) পুনরুত্থান সম্বন্ধীয় বাইবেলের কোনো বিবরণ হয়তো সান্ত্বনা প্রদান করতে পারে। (যোহন ১১:৩৯-৪৪) যিহোবার ওপর নির্ভর করার বিষয়ে বিশ্বস্ত ইয়োবের বলা কথাগুলোকে বিবেচনা করাও আরেকটা উপায় হতে পারে। (ইয়োব ১৪:১৪, ১৫) চলে আসার আগে, আমরা হয়তো আমরা মারা গেলে আমাদের কী হয়? (ইংরেজি), আপনার প্রিয়জন যখন মারা যায় (ইংরেজি) ব্রোশার অথবা অন্য কোনো উপযুক্ত ব্রোশার বা ট্র্যাক্ট ছেড়ে আসতে পারি। অথবা আমরা হয়তো বাইবেল শিক্ষা দেয় বইটি এবং আপনি কি বাইবেল সম্বন্ধে আরও বেশি জানতে চান? ট্র্যাক্টটি দিয়ে আসতে, বইয়ের ৬ অধ্যায়ে দেওয়া বিষয়বস্তুর প্রতি মনোযোগ আকর্ষণ করাতে এবং পরে ফিরে এসে বিষয়টা নিয়ে আরও আলোচনা করার ব্যবস্থা করতে পারি।
৪ অন্যান্য সুযোগ: কিংডম হলে যদি কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা স্মরণার্থ সভা হয়ে থাকে, তাহলে সেখানে কি অবিশ্বাসী ব্যক্তিরা উপস্থিত থাকবে? যে-সাহিত্যাদি সান্ত্বনা প্রদান করে সেগুলো তাদেরকে দেওয়া যেতে পারে। মাঝে মাঝে, খবরের কাগজে শোকসংবাদ শিরোনামে প্রকাশিত ঘোষণাবলি শোকার্ত পরিবারের সদস্যদেরকে সান্ত্বনাদায়ক এক ছোট্ট চিঠি লেখার পথ খুলে দেয়। এইরকম এক ঘটনায়, একজন বিপত্নীক ও তার মেয়ে একটা চিঠির সঙ্গে কিছু ট্র্যাক্ট পাওয়ার পর প্রকাশকের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিল: “আপনিই কি সেই ব্যক্তি, যিনি আমাকে এই চিঠিটা পাঠিয়েছেন? আমি বাইবেল সম্বন্ধে আরও জানতে চাই!” সেই ব্যক্তি ও তার মেয়ে বাইবেল অধ্যয়ন করার জন্য রাজি হয়েছিল এবং মণ্ডলীর সভাগুলোতে যোগ দিতে শুরু করেছিল।
৫ উপদেশক ৭:২ পদ বলে: “ভোজের গৃহে যাওয়া অপেক্ষা বিলাপ-গৃহে যাওয়া ভাল।” আমোদপ্রিয় ব্যক্তিদের চেয়ে সাধারণত শোকার্ত ব্যক্তিরা ঈশ্বরের বাক্য শোনার জন্য ভাল অবস্থানে রয়েছে। কোনো প্রিয়জনকে হারানোর দুঃখে যারা শোকার্ত, তাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রতিটা সুযোগ আমাদের খোঁজা উচিত।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কেন শোকার্ত ব্যক্তিদের সান্ত্বনার প্রয়োজন রয়েছে?
২. একজন গৃহকর্তা যদি আমাদের বলেন যে তিনি শোকার্ত, তাহলে আমাদের কি সর্বদা অনেক সময় নিয়ে সাক্ষ্য দেওয়ার চেষ্টা করা উচিত?
৩. যদি কথা বলার সুযোগ হয়, তাহলে একজন শোকার্ত গৃহকর্তাকে কোন শাস্ত্রপদগুলো আমরা দেখাতে পারি?
৪. সান্ত্বনা দেওয়ার জন্য আর কোন সুযোগগুলো আমাদের রয়েছে?
৫. যারা শোকার্ত তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেন আমাদের সুযোগ খোঁজা উচিত?