পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ এপ্রিল-জুন
“প্রতিদিন আমরা কষ্টভোগ, রোগ ও মৃত্যুর কথা শুনে থাকি। এটা কখনো শেষ হবে বলে কি আপনার মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আপনি কি এমন একটি শাস্ত্রপদ দেখতে আগ্রহী, যেটি লক্ষ লক্ষ লোককে আশা প্রদান করেছে? [যদি ইতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে যোহন ৩:১৬ পদ পড়ুন।] ‘যিশুর মৃত্যু যেভাবে আপনাকে রক্ষা করতে পারে,’ তা হল এই পত্রিকার বিষয়বস্তু।”
প্রহরীদুর্গ জুলাই-সেপ্টেম্বর
“অনেক লোকই বলে থাকে যে, তারা যা দেখতে পায়, কেবল তাতেই তারা বিশ্বাস করে। আপনি কি তাদের সঙ্গে একমত? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে পবিত্র শাস্ত্র থেকে একটি পদ দেখাতে পারি? [গৃহকর্তা যদি ইতিবাচকভাবে সাড়া দেন, তাহলে রোমীয় ১:২০ পদ পড়ুন।] এই পত্রিকা ঈশ্বরের তিনটে গুণের ওপর জোর দেয়, যেগুলো আমরা সৃষ্টির মধ্যে স্পষ্টভাবে দেখতে পাই আর এটি আলোচনা করে যে, কীভাবে এই গুণগুলো জানা আমাদের প্রভাবিত করতে পারে। আপনি যদি আগ্রহী হন, তাহলে আমি এই পত্রিকার একটি কপি আপনাকে দিয়ে যেতে পারি।”