যিহোবাকে ভালবাসতে অন্যদেরকে শিক্ষা দিন
১ প্রথমবার যখন আপনি যিহোবার সম্বন্ধে শুনেছিলেন, সেই সময়ের কথা কি আপনি মনে করতে পারেন? কী আপনাকে তাঁর নিকটবর্তী করেছিল? অনেক সৎহৃদয়ের ব্যক্তিই আপনাকে বলবে যে, তারা আমাদের সৃষ্টিকর্তার অতুলনীয় গুণাবলি, বিশেষ করে তাঁর সমবেদনা এবং প্রেম সম্বন্ধে জ্ঞান লাভ করার দ্বারা তাঁর নিকটবর্তী হয়েছিল।—১ যোহন ৪:৮.
২ “ইনিই আমাদের ঈশ্বর”: বাইবেল শিক্ষা দেয় বইটি যিহোবার প্রেমের এবং তাঁর সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। ঈশ্বরের প্রেমে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অন্যদেরকে শিক্ষা দেওয়ার জন্য কীভাবে আমরা এই প্রকাশনাটিকে ব্যবহার করতে পারি? নতুন কোনো বিষয়ের ওপর মনোযোগ দেওয়ার সময়, আমরা চিন্তা-উদ্রেককারী এই ধরনের প্রশ্নগুলো করতে পারি যেমন: “এই সত্যটি যিহোবার সম্বন্ধে কী প্রকাশ করে?” অথবা “কোন উপায়ে এই বিষয়টা প্রমাণ দেয় যে, যিহোবা হলেন যে-কারো কাঙ্ক্ষিত সর্বোত্তম পিতা?” এই পদ্ধতিতে শিক্ষা দান করা ছাত্রকে যিহোবার সঙ্গে এক আজীবন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করতে পারে।
৩ আমরা যখন বাইবেল ছাত্রদেরকে একমাত্র সত্য ও জীবন্ত ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নেওয়ার বিশেষ সুযোগের প্রতি উপলব্ধি দেখাতে সাহায্য করি, তখন তারা যিশাইয়ের বলা এই কথাগুলোর মতোই স্বীকার করবে, “ইনিই আমাদের ঈশ্বর।” (যিশা. ২৫:৯) ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করার সময়, খ্রিস্ট যিশুর অধীনে যিহোবার রাজকীয় সরকারের মাধ্যমে তাঁর উদ্দেশ্যগুলোকে পরিপূর্ণ করার দ্বারা কীভাবে মানবজাতি আশীর্বাদপ্রাপ্ত হবে, সেই বিষয়ের ওপর আমাদের জোর দিতে হবে।—যিশা. ৯:৬, ৭.
৪ যিহোবার প্রতি প্রেমের প্রমাণ: আমরা জানি যে, একজনের মন, প্রাণ ও হৃদয় দিয়ে যিহোবাকে প্রেম করার সঙ্গে ঈশ্বরের প্রতি শুধুমাত্র প্রবল অনুভূতি থাকার চেয়েও আরও বেশি কিছু জড়িত। আমাদেরকে অবশ্যই তাঁর চিন্তাভাবনার সঙ্গে খাপ খাইয়ে নিতে ও সেই অনুযায়ী কাজ করতে হবে। (গীত. ৯৭:১০) এমনকি বিভিন্ন পরীক্ষা ও বিরোধিতার মুখোমুখি হয়েও পুঙ্খানুপুঙ্খভাবে তাঁর আজ্ঞাগুলো মেনে চলা ও ‘পবিত্র আচার ব্যবহার ও ভক্তি’ দেখানোর দ্বারা ঈশ্বরের প্রতি প্রেম প্রদর্শিত হয়।—২ পিতর ৩:১১; ২ যোহন ৬.
৫ যেহেতু আমরা তাঁকে ভালবাসি, তাই তাঁর ইচ্ছা পালন করা আনন্দদায়ক। (গীত. ৪০:৮) বাইবেল ছাত্রকে এই বিষয়টা অবশ্যই উপলব্ধি করতে হবে যে, ঈশ্বরের সমস্ত আজ্ঞা তাঁর দাসদের চিরস্থায়ী মঙ্গলের জন্য দেওয়া হয়েছে। (দ্বিতী. ১০:১২, ১৩) তাঁর নির্দেশনার সঙ্গে মিল রেখে জীবনযাপন করার দ্বারা একজন ব্যক্তি যিহোবার সমস্ত চমৎকার কাজের প্রতি গভীর উপলব্ধি দেখান। ছাত্রকে এই বিষয়টা বুঝতে সাহায্য করুন যে, যিহোবার ধার্মিক পথে চলা একজন ব্যক্তিকে অনেক কষ্ট ও যন্ত্রণা থেকে স্বস্তি দেবে।
৬ যারা ঈশ্বরকে ভালবাসে তাদের জন্য আশীর্বাদগুলো: যে-নম্র ব্যক্তিরা যিহোবাকে ভালবাসে, তিনি তাদের জন্য গভীরভাবে চিন্তা করেন আর তাদের কাছে তিনি ‘ঈশ্বরের গভীর বিষয় সকল’ প্রকাশ করেন। (১ করি. ২:৯, ১০) যিহোবার উদ্দেশ্য সম্বন্ধে এইরকম জ্ঞান থাকায়, ভবিষ্যৎ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা এবং এক নিশ্চিত আশা রয়েছে। (যির. ২৯:১১) যারা যিহোবাকে ভালবাসে তারা তাঁর বিশেষ দয়া পেয়ে থাকে। (যাত্রা. ২০:৬) তাদের প্রতি ঈশ্বরের মহান প্রেম থাকার কারণে তারা অনন্তজীবনের আশাকে খুবই মূল্যবান বলে গণ্য করে থাকে।—যোহন ৩:১৬.
৭ আমরা আমাদের স্বর্গীয় পিতার সম্বন্ধে যত বেশি জানব, ততই আমরা অন্যদেরকে তা জানাব। (মথি ১৩:৫২) অন্যদের ও বিশেষ করে আমাদের সন্তানদের যিহোবাকে ভালবাসতে শিক্ষা দেওয়া কতই না এক অমূল্য সুযোগ! (দ্বিতী. ৬:৫-৭) ‘সদাপ্রভুর মহৎ মঙ্গলভাব’ সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করার সময় আমরা যেন আমাদের বাইবেল ছাত্রদের সঙ্গে ক্রমাগতভাবে তাঁর প্রশংসাগান গেয়ে চলি।—গীত. ১৪৫:৭.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কী কিছু ব্যক্তিকে যিহোবার নিকটবর্তী করে?
২, ৩. কীভাবে আমরা বাইবেল ছাত্রদেরকে যিহোবার প্রেমে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করতে পারি?
৪, ৫. যিহোবাকে ভালবাসার অর্থ কী?
৬. যিহোবাকে ভালবাসার ফলে একজন ব্যক্তি কোন আশীর্বাদগুলো পেতে পারেন?
৭. যিহোবাকে ভালবাসতে অন্যদেরকে শিক্ষা দেওয়া সম্বন্ধে আপনি কেমন বোধ করেন?