ব্যক্তিগত ও পারিবারিক বাইবেল অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ!
১ প্রথম শতাব্দীর মতো এখনও পরিচালকগোষ্ঠী যিহোবার লোকেদের মঙ্গলের জন্য খুবই চিন্তিত। (প্রেরিত ১৫:৬, ২৮) মহাক্লেশের কালো মেঘ যতই ঘনিয়ে আসছে, ততই প্রত্যেক রাজ্য প্রকাশকের জন্য যিহোবার সঙ্গে এক দৃঢ় সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগে মণ্ডলীর বই অধ্যয়নের জন্য যে-সময় ব্যবহার করা হতো, সেই সময়টুকুকে আপনি কীভাবে কাজে লাগাবেন? এই সময়টাকে পারিবারিক উপাসনার জন্য ব্যবহার করতে সকলকে উৎসাহ দেওয়া হচ্ছে। এই সময়টাকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করা আমাদেরকে ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য আরও গভীরভাবে অধ্যয়ন করার এবং এর শিক্ষাগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবে।—গীত. ১:১-৩; রোমীয় ১১:৩৩, ৩৪.
২ পারিবারিক উপাসনার সন্ধ্যা: পরিবারের মস্তকদের উৎসাহিত করা হচ্ছে, তারা যেন এক অর্থপূর্ণ, নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়নের কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে যিহোবার কাছ থেকে প্রাপ্ত তাদের দায়িত্ব পালন করে। (দ্বিতী. ৬:৬, ৭) অবিবাহিত ভাইবোনেরা, যাদের পারিবারিক দায়দায়িত্ব নেই, তারা এই সময়টুকুকে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন ও গবেষণার জন্য ব্যবহার করতে পারবে। এই ‘মন্দ কাল’ সত্ত্বেও, যিহোবার সঙ্গে এক দৃঢ় সম্পর্ক বজায় রাখতে অধ্যয়ন ও ধ্যান করার জন্য আমাদের সকলের সময় বা ‘সুযোগ কিনিয়া লওয়া’ খুবই গুরুত্বপূর্ণ। (ইফি. ৫:১৫, ১৬)
৩ যা অধ্যয়ন করতে পারেন: ওয়াচ টাওয়ার পাবলিকেশনস ইনডেক্স অথবা সিডি-রম-এ ওয়াচটাওয়ার লাইব্রেরি আপনাকে সেই তথ্য খুঁজে পেতে সাহায্য করতে পারে, যা আপনার বাইবেল অধ্যয়নের সময়কালকে উপভোগ্যকর করে তুলবে। পরিবারগুলো হয়তো প্রহরীদুর্গ থেকে এই ধরনের নিয়মিত প্রবন্ধগুলো বিবেচনা করতে পারে, যেমন “পারিবারিক সুখের চাবিকাঠি,” “আপনার সন্তানদের শিক্ষা দিন” এবং “অল্পবয়সি ছেলেমেয়েদের জন্য।”
৪ তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বাইবেল পড়া পরিবারের সকলের মন ও হৃদয়ে ঈশ্বরীয় নীতি এবং শিক্ষাগুলোকে গেঁথে দিতে পারে। (ইব্রীয় ৪:১২) অন্যান্য সময়ে, আপনি হয়তো সংগঠনের দ্বারা প্রস্তুতকৃত ভিডিওগুলোর কোনো একটা দেখতে ও আলোচনা করতে পারেন। কী অধ্যয়ন করবেন ও কীভাবে তা করবেন, সেটা বেছে নেওয়ার ক্ষেত্রে আপনি সৃজনশীল হতে পারবেন। কোন বিষয়টা তারা উপভোগ করবে, সেই সম্বন্ধে আপনার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞেস করুন না কেন?
৫ যেকারণে এখনই গুরুত্বপূর্ণ: আমাদের আধ্যাত্মিকতাকে শক্তিশালী করা আমাদের ‘স্থির হইয়া দাঁড়াইতে, সদাপ্রভু যে নিস্তার করেন, তাহা দেখিতে’ প্রস্তুত করবে। (যাত্রা. ১৪:১৩) “এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে” সন্তানদেরকে মানুষ করে তোলার জন্য বাবা-মাদের ঐশিক নির্দেশনার প্রয়োজন। (ফিলি. ২:১৫) বর্তমানে স্কুলগুলোতে, ক্রমান্বয়ে অধঃপতিত নৈতিক পরিবেশের সঙ্গে মোকাবিলা করার জন্য সন্তানদের সাহায্যের প্রয়োজন। (হিতো. ২২:৩, ৬) দম্পতিদের যিহোবার সঙ্গে তাদের ‘ত্রিগুণ সূত্রকে’ শক্তিশালী করা উচিত। (উপ. ৪:১২) তাই, আসুন আমরা আমাদের ‘পরম পবিত্র বিশ্বাসে’ নিজেদেরকে গেঁথে তোলার জন্য বাকি সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করি!—যিহূদা ২০.
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. এই সময়ে আমাদের জন্য পরিচালকগোষ্ঠীর কোন বিশেষ চিন্তা রয়েছে এবং কেন?
২. কীভাবে আমাদের ব্যক্তিগত পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করার জন্য পরিকল্পনা করা যেতে পারে?
৩, ৪. আমরা যে-বিষয়বস্তু ব্যবহার করতে পারি, সেটার পরিপ্রেক্ষিতে কী কী পরামর্শ দেওয়া হয়েছে এবং কোন বিষয়টা মাথায় রেখে সেগুলো দেওয়া হয়েছে?
৫. কেন ব্যক্তিগত এবং পারিবারিক বাইবেল অধ্যয়ন আমাদের জীবনে এখন আরও বেশি গুরুত্বপূর্ণ?