ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • wp20 নং ২ পৃষ্ঠা ৪-৫
  • কেন আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন রয়েছে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • কেন আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন রয়েছে?
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২০
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মানবশাসন শুরু হয়
  • পদক্ষেপ নেওয়ার সময়!
  • ঈশ্বরের রাজ্য—পৃথিবীর নতুন শাসনব্যবস্থা
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বর যে দুঃখকষ্ট থাকতে অনুমতি দিয়েছেন তা শেষ হওয়ার সময় খুব কাছে
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার শাসন পদ্ধতির ন্যায্যতা প্রতিপাদিত হয়!
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন পৃথিবীতে এত দুষ্টতা ও দুঃখকষ্ট রয়েছে?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (জনসাধারণের সংস্করণ)—২০২০
wp20 নং ২ পৃষ্ঠা ৪-৫
আদম ও হবা এদন উদ্যানে রয়েছেন এবং তারা এক জলপ্রপাত দেখছেন।

ঈশ্বরের শাসনের অধীনে তাঁর সমস্ত সৃষ্টি একতায় ও শান্তিতে ছিল

কেন আমাদের ঈশ্বরের রাজ্যের প্রয়োজন রয়েছে?

প্রথম মানব-মানবীকে যখন সৃষ্টি করা হয়েছিল, তখন থেকেই আমাদের সৃষ্টিকর্তা ছিলেন একমাত্র শাসক আর তাঁর নাম হল যিহোবা। তিনি প্রেমের সঙ্গে শাসন করতেন। তিনি তাদের জন্য সুন্দর এক জায়গা অর্থাৎ এদন উদ্যান তৈরি করেছিলেন এবং তাদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য জুগিয়েছিলেন আর তাদের অর্থপূর্ণ কাজও দিয়েছিলেন। (আদিপুস্তক ১:২৮, ২৯; ২:৮, ১৫) যদি তারা ঈশ্বরের প্রেমময় শাসনের অধীনে থাকতেন, তা হলে তারা শান্তি উপভোগ করতে পারতেন।

আদম নিষিদ্ধ ফল ধরে রয়েছেন, যেটা হবা তাকে দিয়েছিলেন।

প্রথম মানব-মানবী ঈশ্বরকে তাদের শাসক হিসেবে প্রত্যাখ্যান করেন

বাইবেল জানায়, একজন বিদ্রোহী স্বর্গদূত পরে যাকে শয়তান দিয়াবল বলা হয়, সে ঈশ্বরের শাসন করার অধিকার নিয়ে প্রশ্ন তোলে। সে এইরকম ইঙ্গিত দিয়েছিল যে, ঈশ্বরের নির্দেশনা ও শাসন ছাড়াই মানুষ আরও খুশি থাকতে পারবে। দুঃখের বিষয় হল, আমাদের আদি পিতা-মাতা, আদম ও হবা শয়তানের পথ অনুসরণ করার মাধ্যমে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।—আদিপুস্তক ৩:১-৬; প্রকাশিত বাক্য ১২:৯.

যেহেতু আদম ও হবা ঈশ্বরকে তাদের শাসক হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন, তাই তারা তাদের সেই সুন্দর উদ্যান এবং চিরকাল উত্তম স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার আশাও হারিয়ে ফেলেন। (আদিপুস্তক ৩:১৭-১৯) এ ছাড়া, তাদের সিদ্ধান্তের পরিণতি পরে তাদের সন্তানদেরও ভোগ করতে হয়েছিল। বাইবেল জানায়, আদমের কারণেই “পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল; আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল।” (রোমীয় ৫:১২) আর সেই পাপ আরেকটা দুঃখজনক পরিণতি ডেকে নিয়ে আসে: “এক জন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্ত্তৃত্ব করে।” (উপদেশক ৮:৯) অন্যভাবে বললে, মানুষ যখন মানুষের উপর শাসন করে, তখন সেটার পরিণতি সবসময়ই খারাপ হয়।

মানবশাসন শুরু হয়

নিম্রোদ গর্বিতভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং তার পিছন দিকে লোকেরা দুর্গ নির্মাণ করছে।

নিম্রোদ যিহোবার বিরুদ্ধে বিদ্রোহ করেন

বাইবেলে জানায়, নিম্রোদ ছিলেন প্রথম মানবশাসক। আর তিনি যিহোবার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। নিম্রোদের সময় থেকে কর্তৃত্বে থাকা ব্যক্তিরা সবসময় নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে। প্রায় ৩,০০০ বছর আগে বিজ্ঞ রাজা শলোমন লিখেছিলেন: “আর দেখ, উপদ্রুত লোকদের অশ্রুপাত হইতেছে, কিন্তু তাহাদের সান্ত্বনাকারী কেহ নাই; উপদ্রবী লোকদের হস্তে বল আছে, কিন্তু উপদ্রুত লোকদের সান্ত্বনাকারী কেহ নাই।”—উপদেশক ৪:১.

বর্তমানে জগতের অবস্থা ঠিক একইরকম রয়েছে। ২০০৯ সালে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ (ইউনাইটেড নেশনস্‌) এর একটা প্রকাশনা জানায়: “দিন দিন এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠছে যে, মানবজাতির সমস্ত সমস্যার মূলে রয়েছে ব্যর্থ শাসন পদ্ধতি।”

পদক্ষেপ নেওয়ার সময়!

এই জগতে উত্তম শাসক ও সরকারের প্রয়োজন রয়েছে। আর এটাই আমাদের সৃষ্টিকর্তা প্রতিজ্ঞা করেছেন!

ছবি: মানবশাসনের পরিণতি। ১. এশিয়ার একজন মহিলা তার সন্তানকে কোলে নিয়ে একটা নোংরা রাস্তায় বসে রয়েছেন আর তার সন্তান কাঁদছে। ২. একজন অসুস্থ বয়স্ক ব্যক্তি হাসপাতালে শুয়ে রয়েছেন। ৩. সৈনিকরা যুদ্ধক্ষেত্রে তাদের অস্ত্র নিয়ে লড়াই করছে। ৪. ক্রুদ্ধ প্রতিবাদকারীরা চিৎকার করছে এবং ব্যানার হাতে ধরে রয়েছে। ৫. একজন মহিলা ও তার মেয়ে ঘরের বাইরে রয়েছে আর দেখছে যে, তাদের দরজার কাঁচ ভেঙে গিয়েছে। ৬. এক দূষিত শহরের মধ্যে চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং বৈদ্যুতিক তার এলোমেলো হয়ে রয়েছে।

সবচেয়ে উত্তম মানবসরকারও মানবজাতির গুরুতর সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে

ঈশ্বর এক রাজ্য বা সরকার স্থাপন করেছেন এবং তিনি সেই সরকারের মাধ্যমে সমস্ত মানবশাসনকে সরিয়ে দেবেন আর সেই রাজ্য “আপনি চিরস্থায়ী হইবে।” (দানিয়েল ২:৪৪) এই রাজ্যের জন্যই লক্ষ লক্ষ লোক প্রার্থনা করে আসছে। (মথি ৬:৯, ১০) কিন্তু, ঈশ্বর নিজে এই সরকারকে পরিচালনা দেবেন না। এর পরিবর্তে, তিনি এমন একজন ব্যক্তিকে শাসক হওয়ার জন্য নিযুক্ত করেছেন, যিনি একসময় মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে ছিলেন। ঈশ্বর তাঁর রাজ্যের রাজা হিসেবে কাকে বাছাই করেছেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার