আমাদের পরিচর্যা—ঈশ্বরের প্রতি আমাদের প্রেমের এক প্রতিফলন
১. ঈশ্বরের প্রতি প্রেম যিশুকে কী করতে অনুপ্রাণিত করেছিল?
১ প্রেম যিশুকে তাঁর পরিচর্যা সম্পন্ন করতে অনুপ্রাণিত করেছিল। যিশুর পরিচর্যার প্রতিটা দিক যিহোবার প্রতি তাঁর প্রেমের এক অকাট্য প্রমাণ। যিশু বলেছিলেন: “জগৎ যেন জানিতে পায় যে, আমি পিতাকে প্রেম করি, এবং পিতা আমাকে যেরূপ আজ্ঞা দিয়াছেন, আমি সেইরূপ করি।” (যোহন ১৪:৩১) যিশুর পদচিহ্নের অনুসারী হিসেবে, আমাদেরও আমাদের পরিচর্যায় ঈশ্বরের প্রতি গভীর প্রেম প্রতিফলিত করার বিশেষ সুযোগ রয়েছে।—মথি ২২:৩৭; ইফি. ৫:১, ২.
২. যিহোবার প্রতি প্রেম কীভাবে আমাদের পরিচর্যার ওপর প্রভাব ফেলে?
২ “তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক”: আমরা যখন যিহোবা ও তাঁর রাজ্যের ব্যবস্থা সম্বন্ধে অন্যদেরকে বলার জন্য উদ্যোগের সঙ্গে প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করি, তখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম দেখাই আর বস্তুতপক্ষে আমরা তাঁর নাম পবিত্রীকৃত করায় অবদান রাখি। (যাত্রা. ৩:১৫; যিহি. ৩৬:২৩; মথি ৬:৯) ঠিক যিশুর পরিচর্যার মতো, আমাদের পরিচর্যাও হচ্ছে যিহোবার নামকে পবিত্রীকৃত করার ও তাঁর ইচ্ছা পালন করার বিষয়ে আমাদের আন্তরিক আকাঙ্ক্ষার এক ক্রমাগত প্রতিফলন।—মথি ২৬:৩৯.
৩. কোন উপায়ে যিহোবার প্রতি আমাদের প্রেম আমাদেরকে প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে?
৩ প্রেম আমাদেরকে প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে: যিহোবার প্রতি প্রেম সমস্ত বাধাকে অতিক্রম করে। (১ করি. ১৩:৪, ৭) যিশু জীবনে বেশ কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যেগুলো তাঁকে তাঁর পরিচর্যা সম্পন্ন করা থেকে নিবৃত্ত করতে পারত। কিন্তু, তিনি যখন প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হয়েছিলেন, তখন তাঁর গভীর প্রেম ও যিহোবার ইচ্ছা পালন করার জন্য তাঁর আকাঙ্ক্ষা তাঁকে এক্ষেত্রে জয়ী হতে সমর্থ করেছিল। (মার্ক ৩:২১; ১ পিতর ২:১৮-২৩) আমরাও এমন অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হই, যেগুলো কাটিয়ে ওঠার জন্য ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আমাদেরকে সাহায্য করতে পারে। খ্রিস্টের স্থাপিত আদর্শকে যথাসম্ভব নিখুঁতভাবে অনুসরণ করার মাধ্যমে আমরা হয়তো আমাদের পরিচর্যা সম্পন্ন করার ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী ও নির্ভীক থাকতে পারি। যদিও পারিবারিক বিরোধিতা, খারাপ স্বাস্থ্য, বার্ধক্য, ক্ষেত্রের পরিচর্যায় বিরোধিতা কিংবা লোকেদের উদাসীনতা আমাদের প্রভাবিত করতে পারে, কিন্তু সেগুলো আমাদেরকে যথাসম্ভব কার্যকারীভাবে পরিচর্যা সম্পন্ন করার দ্বারা যিহোবার প্রতি আমাদের প্রেম দেখানো থেকে বিরত করে না।
৪. যিহোবার প্রতি আমাদের প্রেম আমাদেরকে কোন বিশেষ সুযোগ প্রদান করে?
৪ প্রেম হল শক্তিশালী আর আমাদেরকে পরিচর্যায় ঈশ্বরের প্রতি পূর্ণহৃদয়ের প্রেম প্রতিফলিত করার ক্ষমতা প্রদান করা হয়েছে। (১ করি. ১৩:১৩) যখন যিহোবার নাম চিরকালের জন্য পবিত্রীকৃত হবে, সেই সময়ের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার সময় আমাদের ‘প্রেম যেন উত্তর উত্তর উপচিয়া পড়ে।’—ফিলি. ১:৯; মথি ২২:৩৬-৩৮.