প্রতিদিন যিহোবার প্রশংসা করুন
১. ঈশ্বরের দাসেরা কী করতে অনুপ্রাণিত হয় এবং কেন?
১ রাজা দায়ূদ “প্রতিদিন,” এমনকী চিরকাল যিহোবার প্রশংসা করার জন্য তার দৃঢ়সংকল্প প্রকাশ করেছিলেন। (গীত. ১৪৫:২, ৭, ২১) আমাদেরও প্রতিদিন যিহোবার প্রশংসা করার উত্তম কারণ রয়েছে।—গীত. ৩৭:১০; ১৪৫:১৪, ১৮; ২ পিতর ৩:১৩.
২. কীভাবে পরিবারগুলো প্রতিদিন যিহোবার প্রশংসা করতে পারে?
২ আমাদের গৃহে: দৈনিক শাস্ত্রপদটি বিবেচনা করার, পারিবারিক উপাসনা উপভোগ করার এবং মণ্ডলীর সভাগুলোর জন্য প্রস্তুতি নেওয়ার সময়, অর্থপূর্ণ আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের কাছে গঠনমূলক ছাপানো বিষয়বস্তু রয়েছে। অনেক পরিবার দিনে অন্তত একবার একসঙ্গে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলে। এই অভ্যাস ধীরেসুস্থে এবং খোলাখুলিভাবে কথাবার্তা বলার ও সেইসঙ্গে যিহোবার প্রশংসা করার সুযোগ করে দেয়। বাবা-মাদের দ্বারা করা এই ধরনের ঘরোয়া আলোচনা তাদের সন্তানদেরকে “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে।—ইফি. ৬:৪; দ্বিতীয়. ৬:৫-৭.
৩. আমাদের ভাইবোনদের সঙ্গে থাকার সময় আমাদের কোন সুযোগগুলো রয়েছে?
৩ আমাদের ভাইবোনদের সঙ্গে: ক্ষেত্রের পরিচর্যায় অথবা মণ্ডলীর সভাগুলোতে থাকার সময়, সহবিশ্বাসীদের সঙ্গে যিহোবার প্রশংসা করার চমৎকার সুযোগ আমাদের রয়েছে। (হিতো. ১৫:৩০; ফিলি. ৪:৮; ইব্রীয় ১৩:১৫) যেহেতু আমরা সকলে যিহোবাকে ভালোবাসি, তাই পরস্পরের সঙ্গে কথা বলার সময় যিহোবার মঙ্গলভাবের জন্য উপলব্ধিপূর্ণ আন্তরিক অভিব্যক্তিগুলো অন্তর্ভুক্ত করা সহজ হওয়া উচিত।—গীত. ১০৬:১.
৪. কোন পরিস্থিতিগুলোতে আপনি যিহোবার প্রশংসা করতে পারেন?
৪ অবিশ্বাসীদের সঙ্গে কথা বলার সময়: যদিও বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা হয়তো প্রতিদিন জনসাধারণ্যের পরিচর্যায় অংশ নিতে পারি না, তবুও সহকর্মী, সহছাত্রছাত্রী এবং আমাদের চারপাশের অন্য লোকেদের সঙ্গে এমনকী সংক্ষেপে যিহোবা ও তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে কথা বলা, সৎহৃদয়ের লোকেদের মধ্যে আশা গেঁথে দিতে পারে। (গীত. ২৭:১৪; ১ পিতর ৩:১৫) ভ্রমণ করার সময়, এক বোন একজন সহযাত্রীর কাছে সাক্ষ্যদান করতে সমর্থ হয়েছিলেন, যিনি সেই বোনের কাছে যা শুনেছিলেন, তার দ্বারা এতটাই সান্ত্বনা ও উৎসাহ লাভ করেছিলেন যে, তিনি সেই বোনকে তার ঠিকানা ও ফোন নম্বর দিয়েছিলেন, যাতে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। জগৎ যতই বেড়ে চলা সমস্যা ও মন্দতর অবস্থা ভোগ করে, যিহোবার লোকেরা যারা শুনতে ইচ্ছুক তাদের কাছে ক্রমাগত “মঙ্গলের সুসমাচার” নিয়ে যায়। এটা অন্যদেরকে আশা প্রদান করে ও তাদেরকে যিহোবার প্রশংসা করার কারণ জোগায়।—যিশা. ৫২:৭; রোমীয় ১৫:১১.
৫. কেন আমরা যিহোবার প্রশংসা করতে চাই আর তা হয়তো কী সম্পাদন করতে পারে?
৫ তাঁর দাসেরা প্রতিদিন তাঁর প্রশংসা করছে, তা শোনা যিহোবাকে নিশ্চয়ই কত আনন্দিতই না করে! আমাদের চারপাশে বিদ্যমান যিহোবার দৃশ্যত সৃষ্টির মতো আমরাও প্রতিদিন আমাদের গৃহে, মণ্ডলীতে এবং যারা এখনও যিহোবার সহপ্রশংসাকারী হয়নি, তাদের সঙ্গে কথা বলার সময় তাঁর প্রশংসা করতে পারি।—গীত. ১৯:১-৪.