পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
“সঠিক কাজ করা এক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যখন লোকেরা তা না করে অন্য কিছু করার জন্য আমাদের চাপ দেয়। চাপের কাছে নতিস্বীকার করা এড়াতে কী সাহায্য করতে পারে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন। সবচেয়ে উত্তম যে-সাহায্য রয়েছে, সেটা আপনি দেখাতে পারেন কি না, তা জিজ্ঞেস করুন এবং গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে হিতোপদেশ ২৯:২৫ পদ পড়ুন।] এই সাহায্যকারী প্রবন্ধটি পাঁচটা কারণ উল্লেখ করে যে, লোকভয়ের কাছে নতিস্বীকার করার পরিবর্তে কেন আমাদের যা সঠিক তা করা উচিত।” ২৮ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ অক্টোবর থেকে ডিসেম্বর
“কিছু লোক বিশ্বাস করে যে, আমাদের ভবিষ্যৎ অদৃষ্টের দ্বারা পূর্বনির্ধারিত, আবার অন্যেরা মনে করে যে, আমরা আমাদের নিয়তিকে বেছে নিয়েছি। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনার কাছে বাইবেল থেকে আগ্রহজনক একটি উক্তি পড়তে পারি? [গৃহকর্তা যদি রাজি হন, তাহলে উপদেশক ৯:১১ পদ পড়ুন।] এই প্রবন্ধটি এই প্রশ্নের উত্তর আলোচনা করে যে, ‘আমাদের ভবিষ্যৎ কী পূর্বনির্ধারিত?’” ২৪ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।