আপনার ছাত্রদের জন্য ‘আপনার প্রাণ দিন’
১. একজন বাইবেল ছাত্রকে সাহায্য করার জন্য কী প্রয়োজন?
১ একজন বাইবেল ছাত্রকে উৎসর্গীকরণের পর্যায় পর্যন্ত সাহায্য করার জন্য, তার সঙ্গে নিয়মিতভাবে শুধুমাত্র বাইবেল অধ্যয়ন পরিচালনা করা ছাড়া আরও বেশি কিছু প্রয়োজন। প্রেরিত পৌল যাদের শিক্ষা দিয়েছিলেন, তাদের সঙ্গে তার সম্পর্ককে একজন স্তন্যদাত্রীর সঙ্গে তুলনা করেছিলেন, যিনি তার সন্তানদের লালনপালন করেন। আমরাও আমাদের ছাত্রদের আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য “আপন আপন প্রাণও” দিতে সন্তুষ্ট থাকি।—১ থিষল. ২:৭-৯.
২. কেন আমাদের ব্যক্তিগত আগ্রহ দেখানো উচিত আর তা কীভাবে দেখানো যেতে পারে?
২ ব্যক্তিগত আগ্রহ দেখান: একজন বাইবেল ছাত্র যখন তার শেখা বিষয়গুলো কাজে লাগান, তখন তার বিবেক তাকে সেই ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশা বন্ধ করতে পরিচালিত করবে, যারা বাইবেলের নীতিগুলো অনুসারে জীবনযাপন করে না। (১ পিতর ৪:৪) তার পরিবার হয়তো তাকে পরিত্যাগ করতে পারে। (মথি ১০:৩৪-৩৬) আন্তরিক ব্যক্তিগত আগ্রহ দেখানোর দ্বারা আমরা আবেগগত শূন্যতা পূর্ণ করতে সাহায্য করতে পারি। একজন অভিজ্ঞ মিশনারি সুপারিশ করেন: “অধ্যয়ন শেষ হওয়ার পর তাদের কাছ থেকে তাড়াতাড়ি চলে আসবেন না। যদি সঠিক মনে হয়, তাহলে তাদের সাথে কিছু সময় কথা বলুন।” আপনার ছাত্রকে ব্যবহারিক সাহায্য প্রদান করার বিষয়ে সতর্ক থাকুন। উদাহরণস্বরূপ, তিনি যখন অসুস্থ থাকেন, তখন আপনি কি তাকে ফোন করতে অথবা তার সঙ্গে দেখা করতে পারেন? আপনি কি সভাগুলোতে আপনার ছাত্রের সঙ্গে বসতে পারেন আর উপযুক্ত হলে, তার সন্তানদের দেখাশোনা করতে পারেন?
৩. কীভাবে আমরা আমাদের ছাত্রদেরকে মণ্ডলীর কাছ থেকে উৎসাহ লাভ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি?
৩ মণ্ডলীর কাছ থেকে সাহায্য: আপনি যদি আপনার ছাত্রের বাড়ির কাছাকাছি পরিচর্যায় রত থাকেন, তাহলে আপনার পরিচর্যার সঙ্গীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অল্প সময়ের জন্য তার সঙ্গে দেখা করুন না কেন? উপযুক্ত হলে, মাঝে মাঝে প্রাচীনদেরসহ অন্যান্য প্রকাশককে আপনার সঙ্গে অধ্যয়নে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ ছাড়া, একটা অধ্যয়ন প্রতিষ্ঠিত হওয়ার পর অবিলম্বে আপনার ছাত্রকে কিংডম হলের সভাগুলোতে যোগদান করতে উৎসাহিত করুন। এটা তাকে মণ্ডলীর সদস্যদের সঙ্গে গঠনমূলক মেলামেশা উপভোগ করতে সমর্থ করবে, যারা হয়তো তার আধ্যাত্মিক পরিবার হয়ে ওঠে।—মার্ক ১০:২৯, ৩০; ইব্রীয় ১০:২৪, ২৫.
৪. কীভাবে আমাদের অধ্যবসায় পুরস্কৃত হতে পারে?
৪ অক্লান্তভাবে তার সন্তানদের আধ্যাত্মিকভাবে সাহায্য করেন এমন একজন বাবা অথবা মা তখনই অত্যন্ত আনন্দিত হন, যখন সেই সন্তানরা যিহোবার পক্ষ নেয় ও সত্যে চলে। (৩ যোহন ৪) আমরাও একইরকম আনন্দ লাভ করতে পারি, যখন আমরা আমাদের ছাত্রদের সাহায্য করার জন্য আমাদের প্রাণ দিই।