ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১০ পৃষ্ঠা ২
  • আমি কি যথেষ্ট করছি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমি কি যথেষ্ট করছি?
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি যিহোবার সাক্ষ্যকলাপ অতিশয় ভালবাসেন?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার অনুস্মারকগুলো নির্ভরযোগ্য
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার অনুস্মারকগুলি কি আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে জাগ্রত করছে?
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার অনুস্মারকগুলোকে আপনার চিত্তের হর্ষজনক করে তুলুন
    ২০১৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১০ পৃষ্ঠা ২

আমি কি যথেষ্ট করছি?

১. একজন বিশ্বস্ত খ্রিস্টান হয়তো কোন বিষয়ে চিন্তিত হতে পারেন?

১ আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন? বার্ধক্য, স্বাস্থ্যগত সমস্যা কিংবা পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে আপনি আগে যতটা করতেন এখন পরিচর্যায় ততটা অংশগ্রহণ করতে পারেন না আর এর ফলে আপনি হয়তো নিরুৎসাহিত বোধ করেন। একজন বোন যার তিনটে ছেলেমেয়ে ছিল, তিনি লিখেছিলেন যে, কখনো কখনো তিনি দোষী বোধ করেন কারণ তার পরিবারের যত্ন নেওয়ার জন্য যে-সময় ও শক্তির প্রয়োজন তা পরিচর্যায় তিনি যতটা করতে পারেন সেটাকে সীমিত করে দেয়। কী আমাদেরকে বিষয়গুলোকে এক ভারসাম্যপূর্ণ দৃষ্টিতে দেখতে সাহায্য করবে?

২. যিহোবা আমাদের কাছ থেকে কী আশা করেন?

২ যিহোবা আমাদের কাছ থেকে যা আশা করেন: নিঃসন্দেহে, আমরা সকলে পরিচর্যায় আরও বেশি কাজ করতে চাই। কিন্তু, আমরা যা করতে চাই এবং বাস্তবসম্মতভাবে আমরা যা করতে পারি সেটার মধ্যে প্রায়ই এক বিরাট পার্থক্য থাকে। আমরা আরও বেশি করতে চাই এই বিষয়টা দেখায় যে, আমরা আত্মতুষ্ট নই। আমাদের মনে রাখা উচিত যে, যিহোবা আমাদের সীমাবদ্ধতাগুলো সম্বন্ধে ভালোভাবে জানেন এবং আমরা যুক্তিযুক্তভাবে যতটা করতে পারি তার চেয়ে বেশি তিনি চান না। (গীত. ১০৩:১৩, ১৪) তিনি আমাদের কাছ থেকে কী আশা করেন? তিনি চান যেন আমরা তাঁকে আমাদের সর্বোত্তমটা দেওয়ার জন্য সমস্ত প্রাণ দিয়ে তাঁর সেবা করি।—কল. ৩:২৩.

৩. কীভাবে আমরা পরিচর্যার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকে মূল্যায়ন করতে পারি?

৩ আমাদের জন্য কোনটা বাস্তবসম্মত তা নির্ধারণ করতে কী আমাদেরকে সাহায্য করবে? আমাদের পরিস্থিতিকে বাস্তবসম্মতভাবে দেখার জন্য আমরা যিহোবার কাছে সাহায্য চাইতে পারি। (গীত. ২৬:২) একজন নির্ভরযোগ্য, পরিপক্ব খ্রিস্টান বন্ধু যিনি আমাদের সম্বন্ধে ভালোভাবে জানেন এবং কোথায় আমাদের উন্নতি করতে হবে তা বলতে যিনি ভীত নন, তিনিও হয়তো সাহায্যকারী হতে পারেন। (হিতো. ২৭:৯) এ ছাড়া এটাও মনে রাখুন যে, পরিস্থিতি যেহেতু পরিবর্তিত হয়, তাই নিয়মিতভাবে আমাদের পরিস্থিতিকে মূল্যায়ন করা উপকারজনক।—ইফি. ৫:১০.

৪. পরিচর্যা বিষয়ক বাইবেল ভিত্তিক অনুস্মারকগুলোকে আমাদের কীভাবে দেখা উচিত?

৪ অনুস্মারকগুলোকে যেভাবে দেখা উচিত: কোনো দৌড় প্রতিযোগিতায় দর্শকেরা প্রায়ই উৎসাহ দেওয়ার জন্য চিৎকার করে। এটার উদ্দেশ্য হল দৌড়বিদদেরকে তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা, তাদেরকে নিরুৎসাহিত করা নয়। একইভাবে, ‘বাক্য প্রচার করিবার কার্য্যে অনুরক্ত হইবার’ জন্য আমাদের সভাগুলোতে এবং আমাদের সাহিত্যাদিতে দেওয়া বাইবেল ভিত্তিক উৎসাহ এবং অনুস্মারকগুলো আমাদের উপকারের জন্য দেওয়া হয়ে থাকে কিন্তু এটা ইঙ্গিত করার জন্য নয় যে, আমাদের প্রচেষ্টাগুলো কোনো না কোনোভাবে অপর্যাপ্ত। (২ তীম. ৪:২) আমরা এই আস্থা রাথতে পারি যে, যতক্ষণ আমরা আমাদের সর্বোত্তমটা করার চেষ্টা করে চলব, ততক্ষণ যিহোবা আমাদের ‘প্রেম ও কার্য্য’ অনুগ্রহের সঙ্গে মনে রাখবেন।—ইব্রীয় ৬:১০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার