ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১০/১০ পৃষ্ঠা ১
  • “ভীত হইও না”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “ভীত হইও না”
  • ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ‘সাহসপূর্ব্বক ঈশ্বরের বাক্য বলুন’
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার ভালোবাসা আমাদের ভয় কাটিয়ে উঠতে সাহায্য করে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • যিহোবা আপনাকে শক্তি দেবেন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
  • যিশুকে অনুকরণ করুন—সাহসের সঙ্গে প্রচার করুন
    ২০০৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১০/১০ পৃষ্ঠা ১

“ভীত হইও না”

১. যিরমিয়ের মতো, আমরা হয়তো ব্যক্তিগতভাবে কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হতে পারি?

১ যিরমিয়কে যখন একজন ভাববাদী হিসেবে কার্যভার দেওয়া হয়েছিল, তখন তিনি নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন। কিন্তু যিহোবা তাকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে, “ভীত হইও না” আর তার কার্যভার সম্পন্ন করার জন্য তিনি তাকে সদয়ভাবে শক্তিশালী করেছিলেন। (যির. ১:৬-১০) আমাদের দিনে, লাজুক স্বভাব অথবা আত্মবিশ্বাসের অভাব হয়তো পরিচর্যায় আমাদের অংশগ্রহণকে প্রভাবিত করতে পারে। লোকেরা হয়তো কীভাবে সাড়া দেবে অথবা আমাদেরকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখবে, সেই ভয় কখনো কখনো আমাদেরকে সাক্ষ্যদান করা থেকে বিরত করতে পারে। কীভাবে আমরা এই ধরনের ভয়কে কাটিয়ে উঠতে পারি আর এর ফলে ব্যক্তিগতভাবে কোন আশীর্বাদগুলো লাভ করা যাবে?

২. কীভাবে পরিচর্যার বিষয়ে আমাদের ভয়কে হ্রাস করার জন্য প্রস্তুতি আমাদেরকে সাহায্য করবে?

২ আগে থেকে প্রস্তুতি নিন: যথেষ্ট প্রস্তুতি ভয়কে হ্রাস করতে আমাদের সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, যারা কথাবার্তা থামিয়ে দেয়, আমরা যদি তাদের বিষয়ে আগে থেকে পুনরালোচনা করি, তাহলে আমরা সাধারণ আপত্তিগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। (হিতো. ১৫:২৮) স্কুলে এবং পরিচর্যায় বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হতে পারিবারিক উপাসনার সময়ে অনুশীলন পর্বগুলোকে ব্যবহার করুন না কেন?—১ পিতর ৩:১৫.

৩. কীভাবে যিহোবার ওপর নির্ভরতা আমাদেরকে ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করে?

৩ যিহোবার ওপর নির্ভর করুন: ঈশ্বরের ওপর নির্ভর করা আমাদেরকে আমাদের ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করবে। যিহোবা এই নিশ্চয়তা দিয়েছেন যে, তিনি আমাদের সাহায্য করবেন। (যিশা. ৪১:১০-১৩) এর চেয়ে বড়ো আর কোন সুরক্ষাই বা আমাদের থাকতে পারে? অধিকন্তু, যিশু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে, এমনকী যখন অপ্রত্যাশিত পরিস্থিতিগুলো দেখা দেয়, তখনও ঈশ্বরের পবিত্র আত্মা আমাদেরকে এক উত্তম উপায়ে সাক্ষ্যদান করতে সমর্থ করবে। (মার্ক ১৩:১১) তাই, তাঁর পবিত্র আত্মার জন্য যিহোবার কাছে নিয়মিতভাবে বিনতি করুন।—লূক ১১:১৩.

৪. প্রতিদ্বন্দ্বিতাগুলো সত্ত্বেও, পরিচর্যায় নিবিষ্ট থাকার ফলে কোন আশীর্বাদগুলো লাভ করা যায়?

৪ আশীর্বাদগুলো: প্রতিদ্বন্দ্বিতাগুলো সত্ত্বেও, আমরা যখন পরিচর্যায় নিবিষ্ট থাকি, তখন ভাবী পরীক্ষাগুলোকে সফলভাবে মোকাবিলা করার জন্য আমরা শক্তিশালী হই। আমরা নির্ভীকতা এবং সাহসিকতা গড়ে তুলি, যে-বৈশিষ্ট্যগুলো পবিত্র আত্মায় পূর্ণ। (প্রেরিত ৪:৩১) অধিকন্তু, আমরা যখন যিহোবার সাহায্যে ব্যক্তিগত ভয়গুলোকে কাটিয়ে উঠি, তখন আমরা তাঁর রক্ষাকারী বাহুর ওপর আমাদের বিশ্বাস ও আমাদের আস্থাকে শক্তিশালী করি। (যিশা. ৩৩:২) এ ছাড়া, আমরা সেই আনন্দ ও পরিতৃপ্তিও লাভ করি, যা এই বিষয়টা জানার দ্বারা আসে যে, আমরা আমাদের স্বর্গীয় পিতাকে খুশি করছি। (১ পিতর ৪:১৩, ১৪) তাই, আসুন আমরা যেন সাহসের সঙ্গে রাজ্যের বার্তা ঘোষণা করতে ভয় না পাই ও সবসময় যিহোবার সমর্থনের ওপর আস্থা রাখি!

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার