প্রশ্ন বাক্স
◼ একজন উন্নতিশীল বাইবেল ছাত্রের সঙ্গে আমাদের কতদিন ধরে অধ্যয়ন করা উচিত?
একজন উন্নতিশীল বাইবেল ছাত্র যতদিন পর্যন্ত না বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? এবং “ঈশ্বরের প্রেমে আপনাদিগকে রক্ষা কর” নামক প্রকাশনা দুটো শেষ করেন, ততদিন তার সঙ্গে অধ্যয়ন চালিয়ে যাওয়া সর্বোত্তম হবে। এমনকী ছাত্র যদি বই দুটো শেষ করার আগেই বাপ্তাইজিত হন, তখনও এটা প্রযোজ্য। তার বাপ্তিস্মের পরেও আমরা হয়তো সময়, পুনর্সাক্ষাৎগুলো ও অধ্যয়নের বিষয়ে রিপোর্ট করে যেতে পারি। কোনো প্রকাশক যদি আমাদের সঙ্গে যান এবং অধ্যয়নে অংশগ্রহণ করেন, তাহলে তিনিও হয়তো সময় গণনা করতে পারেন।
নতুন ব্যক্তিদের সঙ্গে অধ্যয়ন বন্ধ করার আগে, তাদের সত্যের ওপর এক উত্তম ভিত্তি থাকা গুরুত্বপূর্ণ। তাদের খ্রিস্টতে “বদ্ধমূল” এবং “বিশ্বাসে দৃঢ়ীভূত” হওয়া প্রয়োজন, যাতে তাদেরকে যে-পরীক্ষাগুলোর মুখোমুখি হতে হবে, সেগুলোর সামনে তারা দাঁড়াতে পারে। (কল. ২:৬, ৭; ২ তীম. ৩:১২; ১ পিতর ৫:৮, ৯) এ ছাড়া, অন্যদেরকে কার্যকারীভাবে শিক্ষা দেওয়ার জন্য তাদের অবশ্যই “সত্যের তত্ত্বজ্ঞান” বা সঠিক জ্ঞান থাকা দরকার। (১ তীম. ২:৪) আমাদের ছাত্রদের সঙ্গে দুটো বই শেষ করার দ্বারা আমরা তাদেরকে ‘জীবনে যাইবার পথে’ দৃঢ়ভাবে পা রাখতে সাহায্য করছি।—মথি ৭:১৪.
বাপ্তিস্মের জন্য কাউকে অনুমোদন করার আগে, প্রাচীনদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, তিনি বাইবেলের মৌলিক শিক্ষাগুলো স্পষ্টভাবে বোঝেন এবং সেগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করছেন। যে-ছাত্র প্রথম অধ্যয়ন বইটি এখনও শেষ করেননি, তার সম্বন্ধে বিবেচনা করার সময় প্রাচীনদের বিশেষ করে সতর্ক থাকা উচিত। কেউ যদি বাপ্তিস্মের জন্য প্রস্তুত না হন, তাহলে তিনি যাতে ভবিষ্যতে বাপ্তিস্মের জন্য যোগ্য হতে পারেন সেইজন্য প্রাচীনরা এই বিষয়টা নিশ্চিত করবে যে, তিনি যেন প্রয়োজনীয় ব্যক্তিগত সাহায্য লাভ করেন।—‘তোমরা গিয়া শিষ্য কর, তাহাদিগকে বাপ্তাইজ কর’ নামক পুস্তিকার ৫৭-৬০ পৃষ্ঠা দেখুন।
[২ পৃষ্ঠার ব্লার্ব]
নতুন ব্যক্তিদের সত্যের ওপর এক উত্তম ভিত্তি থাকা গুরুত্বপূর্ণ