ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১১ পৃষ্ঠা ১
  • ‘তোমাদের দীপ্তি উজ্জ্বল হউক’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘তোমাদের দীপ্তি উজ্জ্বল হউক’
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “তোমাদের দীপ্তি . . . উজ্জ্বল হউক”
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্রমাগতভাবে আমাদের দীপ্তিকে প্রজ্বলিত করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • ঈশ্বরের দেওয়া আলো অন্ধকার দূর করে!
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১১ পৃষ্ঠা ১

‘তোমাদের দীপ্তি উজ্জ্বল হউক’

১. আমাদের কী জানানোর বিশেষ সুযোগ রয়েছে?

১ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, দৃশ্যমান আলোর সৌন্দর্য যিহোবা ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে। কিন্তু, যিশু তাঁর শিষ্যদেরকে আরেক ধরনের আলোর অধিকারী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আর তা হল, “জীবনের দীপ্তি” বা আলো। (যোহন ৮:১২) এই ধরনের আধ্যাত্মিক আলোর অধিকারী হওয়া এক বিশেষ সুযোগ, যেটার সঙ্গে গুরুতর দায়িত্বগুলো জড়িত। যিশু এই নির্দেশনা দিয়েছিলেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক” আর এভাবে অন্যেরা যাতে উপকৃত হয়। (মথি ৫:১৬) আজকের গভীর আধ্যাত্মিক অন্ধকারের মধ্যে, এই আলো সম্বন্ধে জানাতে হবে এবং আগের চেয়ে এর আরও বেশি প্রয়োজন! কীভাবে আমরা খ্রিস্টের মতো আমাদের আলোকে উজ্জ্বল হতে দিতে পারি?

২. কীভাবে যিশু আধ্যাত্মিক আলো সম্বন্ধে জানানোর গুরুত্ব প্রকাশ করেছিলেন?

২ প্রচার করার মাধ্যমে: যিশু লোকেদেরকে তাদের বাড়িতে, জনসাধারণ্যে এবং পাহাড়ের ওপরে—যেখানেই তাদের পাওয়া যেত—সত্যের আলো সম্বন্ধে জানানোর জন্য তাঁর সময়, শক্তি এবং সম্পদকে ব্যবহার করেছিলেন। তিনি প্রকৃত আধ্যাত্মিক আলো জোগানোর স্থায়ী মূল্যকে উপলব্ধি করেছিলেন। (যোহন ১২:৪৬) এমনকী আরও বেশি লোকেদের কাছে যাওয়ার জন্য যিশু তাঁর শিষ্যদেরকে “জগতের দীপ্তি” হতে প্রস্তুত করেছিলেন। (মথি ৫:১৪) প্রতিবেশীদের মঙ্গল করার এবং আধ্যাত্মিক সত্য সম্বন্ধে জানানোর মাধ্যমে তারা তাদের আলোকে উজ্জ্বল হতে দিয়েছিল।

৩. কীভাবে আমরা সত্যের আলোর প্রতি প্রকৃত উপলব্ধি দেখাতে পারি?

৩ ঈশ্বরের লোকেরা ‘দীপ্তির সন্তানদের ন্যায় চলিবার’ দায়িত্বকে গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে এবং যেখানেই লোকেদেরকে পায়, সেখানেই প্রচার করে। (ইফি. ৫:৮) কাজের অথবা স্কুলের বিরতির সময়ে লোকেদের সামনে শুধুমাত্র বাইবেল অথবা অন্যান্য খ্রিস্টীয় প্রকাশনা পাঠ করাই আধ্যাত্মিক আলোচনার পথ খুলে দিতে পারে। এভাবে একজন অল্পবয়সি বোন একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে এবং তার ১২ জন সহপাঠীর কাছে বই অর্পণ করতে পেরেছিল!

৪. কেন ‘আমাদের দীপ্তিকে উজ্জ্বল হইতে’ দেওয়ার সঙ্গে উদাহরণযোগ্য আচরণ জড়িত?

৪ উত্তম উত্তম কাজ করার মাধ্যমে: আমাদের আলোকে উজ্জ্বল হতে দেওয়ার সঙ্গে আমাদের রোজকার আচরণও জড়িত। (ইফি. ৫:৯) কর্মক্ষেত্রে, স্কুলে এবং জনসাধারণ্যের এলাকাগুলোতে খ্রিস্টীয় আচরণ পরিলক্ষিত হয় এবং তা বাইবেলের সত্য জানানোর সুযোগ করে দেয়। (১ পিতর ২:১২) উদাহরণস্বরূপ, পাঁচ বছর বয়সি একটা ছেলের উত্তম আচরণ তার শিক্ষককে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য পরিচালিত করেছিল। তিনি বলেছিলেন, “আমি কোনো ছোটো ছেলের মধ্যে নৈতিকতা সম্বন্ধে এতটা দৃঢ় মনোভাব কখনো দেখিনি!” হ্যাঁ, আমাদের পরিচর্যা ও উত্তম আচরণ লোকেদেরকে ‘জীবনের দীপ্তির’ প্রতি আকৃষ্ট করে এবং আমাদের ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার