রাস্তায় সাক্ষ্যদান—এক কার্যকারী উপায়
১. কোন একটা উপায়ে আমরা যিশুকে অনুকরণ করতে পারি?
১ পার্থিব পরিচর্যার সময়, যিশু সেই লোকেদের সঙ্গে কথা বলতে দ্বিধা বোধ করতেন না, যাদের সঙ্গে তাঁর রাস্তায় এবং অন্যান্য জনসাধারণ্যের এলাকায় দেখা হতো। (লূক ৯:৫৭-৬১; যোহন ৪:৭) তিনি যত লোকের কাছে সম্ভব, তাঁর গুরুত্বপূর্ণ বার্তা জানাতে চেয়েছিলেন। বর্তমানে, রাস্তায় সাক্ষ্যদান হল এক চমৎকার উপায়, যেটার মাধ্যমে লোকেদেরকে ঈশ্বরীয় প্রজ্ঞা লাভ করার ব্যাপারে সাহায্য করা যায়। (হিতো. ১:২০) আমরা আরও বেশি সফল হতে পারব, যদি আমরা লোকেদের কাছে নিজে থেকে এগিয়ে যাই এবং বিচক্ষণতা ব্যবহার করি।
২. রাস্তায় সাক্ষ্যদান করার সঙ্গে কীভাবে নিজে থেকে এগিয়ে যাওয়ার বিষয়টা জড়িত রয়েছে?
২ নিজে থেকে এগিয়ে যান: পথচারীরা আপনার কাছে এগিয়ে আসবে এমনটা ভেবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বা বসে অপেক্ষা করার চেয়ে বরং ব্যক্তি বিশেষের কাছে এগিয়ে যাওয়া সাধারণত আরও বেশি উত্তম। একটু হাসুন, চোখের দিকে তাকান এবং শান্ত ও বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আপনি যদি অন্য প্রকাশকদের সঙ্গে কাজ করতে থাকেন, তাহলে সাধারণত আলাদা আলাদাভাবে লোকেদের কাছে এগিয়ে যাওয়া সর্বোত্তম। এ ছাড়া, আপনাকে এই প্রচেষ্টাও করতে হবে, যেন আপনি আগ্রহী ব্যক্তিদের সঙ্গে পুনরায় সাক্ষাৎ করতে পারেন। যদি উপযুক্ত হয়, তাহলে আলোচনার শেষে সদয়ভাবে জিজ্ঞেস করুন যে, কীভাবে আপনি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিছু প্রকাশক নিয়মিতভাবে রাস্তার একই জায়গায় সাক্ষ্যদান করে আর এর ফলে তারা বার বার একই ব্যক্তিদের সঙ্গে কথা বলতে এবং তাদের আগ্রহকে আরও জাগিয়ে তুলতে পারে।
৩. রাস্তায় সাক্ষ্যদান করার সময় আমরা হয়তো কীভাবে বিচক্ষণতা কাজে লাগাতে পারি?
৩ বিচক্ষণতা কাজে লাগান: রাস্তার কোন জায়গায় দাঁড়াবেন এবং কাদের কাছে এগিয়ে যাবেন, তা নির্ধারণ করার সময় উত্তম বিচারবুদ্ধি কাজে লাগান। প্রত্যেক পথচারীর কাছে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই। পর্যবেক্ষণ করুন। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি তাড়াহুড়োর মধ্যে থাকেন, তাহলে তার সঙ্গে কথা না বলাই উত্তম। ব্যাবসায়িক স্থানের সামনে সাক্ষ্যদান করার সময় বিচক্ষণ হোন, যাতে অযথা ম্যানেজারের উদ্বিগ্নতার কারণ না হন। বেশিরভাগ ক্ষেত্রেই, লোকেরা সেই স্থানে প্রবেশ করার সময় নয় বরং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের কাছে সাক্ষ্যদান করা আরও উত্তম। লোকেদের কাছে এমনভাবে এগিয়ে যান, যেন তারা ভয় না পায় অথবা চমকে না ওঠে। এ ছাড়া, সাহিত্য প্রদান করার সময় বিচক্ষণ হোন। ব্যক্তিরা যদি সামান্য আগ্রহ প্রকাশ করে, তাহলে আপনি হয়তো পত্রিকার পরিবর্তে একটা ট্র্যাক্ট দিতে পারেন।
৪. কেন রাস্তায় সাক্ষ্যদান করা সাক্ষ্যদানের এক উপকারী ও উপভোগ্য দিক?
৪ রাস্তায় সাক্ষ্যদান করা আমাদেরকে অল্পসময়ের মধ্যে সত্যের অনেক বীজ ছড়িয়ে দিতে সাহায্য করে। (উপ. ১১:৬) যে-লোকেদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও থাকতে পারে, যাদেরকে আমরা ঘরে ঘরে প্রচার করার সময় বাড়িতে পাই না। রাস্তায় সাক্ষ্যদান হল, ক্ষেত্রের পরিচর্যার এক উপভোগ্য এবং কার্যকারী দিক। তাহলে, তা করার ব্যবস্থা করুন না কেন?