ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১১ পৃষ্ঠা ১
  • “কোমল সমবেদনাপূর্ণ” হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “কোমল সমবেদনাপূর্ণ” হোন
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “কোমল সমবেদনাপূর্ণ” হোন
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • স্নেহপূর্বক করুণাময় হোন
    ১৯৯৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবার সমবেদনা অনুকরণ করুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • যিহোবা করুণার সাথে শাসন করেন
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১১ পৃষ্ঠা ১

“কোমল সমবেদনাপূর্ণ” হোন

১. আজকে লোকেদের কী খুবই প্রয়োজন?

১ ইতিহাসে এর আগে কখনো এত লোকের সমবেদনাপূর্ণ সাহায্যের এতটা প্রয়োজন হয়নি। জগতের অধঃপতিত অবস্থার ফলে দুঃখ, হতাশা ও নৈরাশ্য বোধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ লোকের সাহায্যের প্রয়োজন আর আমরা খ্রিস্টান হিসেবে আমাদের প্রতিবেশীদের জন্য সত্যিকারের চিন্তা দেখানোর অবস্থায় রয়েছি। (মথি ২২:৩৯; গালা. ৬:১০) কীভাবে এই ধরনের চিন্তা দেখানো যেতে পারে?

২. সমবেদনা দেখানোর ক্ষেত্রে আমাদের জন্য সর্বোত্তম উপায় কী?

২ সমবেদনা দেখানোর এক কাজ: একমাত্র ঈশ্বরই হলেন প্রকৃত, স্থায়ী সান্ত্বনার উৎস। (২ করি. ১:৩, ৪) যিহোবা আমাদেরকে “স্নেহবান্‌ [“কোমল সমবেদনাপূর্ণ,” NW]” হওয়ার দ্বারা তাঁকে অনুকরণ করার পরামর্শ দেন আর তিনি আমাদেরকে রাজ্যের সুসমাচার নিয়ে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করার দায়িত্ব দিয়েছেন। (১ পিতর ৩:৮) এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা আমাদের জন্য ‘ভগ্নান্তঃকরণ লোকদেরকে’ সান্ত্বনা প্রদান করার সর্বোত্তম উপায় কারণ ঈশ্বরের রাজ্যই হল কষ্টভোগরত মানবজাতির জন্য একমাত্র প্রকৃত আশা। (যিশা. ৬১:১) তাঁর লোকেদের জন্য সমবেদনা রয়েছে বলে যিহোবা শীঘ্র দুষ্টতাকে দূর করার এবং এক ধার্মিক নতুন জগৎ প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ নেবেন।—২ পিতর ৩:১৩.

৩. কীভাবে আমরা লোকেদেরকে যিশুর মতো করে দেখতে পারি?

৩ যিশুর মতো করে লোকেদেরকে দেখুন: এমনকী বিরাট জনতার কাছে প্রচার করার সময়, যিশু এই লোকেদের বিষয়ে শুধুমাত্র এক দল হিসেবেই চিন্তা করেননি। তিনি তাদেরকে এমন ব্যক্তিবিশেষ হিসেবে দেখেছিলেন যাদের আধ্যাত্মিক চাহিদা ছিল। তারা এমন মেষের মতো ছিল যাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য কোনো পালক ছিল না। যিশু যা দেখেছিলেন তা তাঁর হৃদয় স্পর্শ করেছিল আর তিনি ধৈর্য সহকারে তাদেরকে শিক্ষা দিতে অনুপ্রাণিত হয়েছিলেন। (মার্ক ৬:৩৪) যিশুর মতো করে লোকেদেরকে দেখা আমাদেরকে ব্যক্তিবিশেষ হিসেবে তাদের প্রতি অকৃত্রিম সমবেদনা দেখাতে পরিচালিত করবে। এটা আমাদের কথাবার্তায় ও মুখের হাবভাবে প্রকাশ পাবে। প্রচার করা হবে আমাদের অগ্রাধিকারের বিষয় আর আমরা লোকেদের নিজ নিজ উদ্‌বেগ অনুসারে আমাদের কথাগুলোকে খাপ খাইয়ে নেব।—১ করি ৯:১৯-২৩.

৪. কেন আমাদের সমবেদনা দেখানো উচিত?

৪ বিভিন্ন জাতি থেকে আসা লোকেদের এক বিস্তর জনতা রাজ্যের বার্তার ও তাদের প্রতি দেখানো সতেজতাদায়ক আগ্রহের প্রতি অনুকূলভাবে সাড়া দিচ্ছে। করুণা বা সমবেদনা দেখিয়ে চলার সময় আমরা নিজেরা আমাদের সমবেদনাপূর্ণ ঈশ্বর যিহোবাকে সম্মান ও খুশি করব।—কল. ৩:১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার