আপনাদের সন্তানরা কি প্রস্তুত?
১. স্কুলে যায় এমন সন্তানদের কেন আগে থেকে প্রস্তুত হওয়া প্রয়োজন?
১ স্কুলের আরেকটা বছর আরম্ভ হওয়ার সময় প্রায় এসে গেছে। নিঃসন্দেহে, আপনাদের সন্তানরা নতুন প্রতিদ্বন্দ্বিতা ও চাপগুলো ভোগ করবে। এ ছাড়া, “সত্যের পক্ষে সাক্ষ্য” দেওয়ার জন্য তারা নতুন সুযোগগুলোও পাবে। (যোহন ১৮:৩৭) এগুলোর জন্য তারা কি প্রস্তুত?
২. প্রস্তুত থাকার জন্য আপনাদের সন্তানদের কী জানা উচিত?
২ আপনাদের সন্তানরা কি স্পষ্টভাবে জানে যে, জাতীয় অনুষ্ঠানগুলোতে ও ধর্মীয় ছুটির দিনগুলোতে অংশ নেওয়ার অর্থ কী এবং কেন সেগুলোতে অংশ নেওয়া ভুল? উচ্চশিক্ষা অনুধাবন করার, ডেটিং করার এবং মদ্যপান করার ও ড্রাগ নেওয়ার বিষয়ে তারা যে-চাপগুলোর মুখোমুখি হবে সেগুলোর জন্য তারা কি প্রস্তুত? তারা কি শুধুমাত্র বলবে যে, আপত্তিকর কাজটা তাদের ধর্মের বিরুদ্ধে নাকি তারা জানে যে, কীভাবে তাদের বিশ্বাস সম্বন্ধে ব্যাখ্যা করতে হয়?—১ পিতর ৩:১৫.
৩. কীভাবে বাবা-মারা তাদের সন্তানদেরকে প্রস্তুত করার জন্য তাদের পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করতে পারে?
৩ পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করুন: এটা ঠিক যে, স্কুলে পড়ার বছরগুলোতে যখনই প্রয়োজন হবে আপনারা সম্ভবত তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। পুনরায় স্কুল শুরু হওয়ার আগেই স্কুল সংক্রান্ত বিষয়গুলো বিবেচনা করার জন্য আপনাদের বিশেষ প্রচেষ্টা আপনাদের সন্তানদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে। এটার জন্য এক বা একাধিক পারিবারিক উপাসনার সন্ধ্যাকে ব্যবহার করুন না কেন? আপনারা হয়তো আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করতে পারেন যে, তারা যখন স্কুলে যাওয়ার কথা চিন্তা করে, তখন কোন বিষয়টা তাদেরকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে। যে-বিষয়গুলো আপনারা বিগত বছরগুলোতে বিবেচনা করেছিলেন, সেগুলো এখন আবারও পুনরালোচনা করা যেতে পারে যখন সন্তানরা বড়ো হয়েছে এবং তাদের বোধগম্যতা বৃদ্ধি পেয়েছে। (গীত. ৭৮:৫) আপনারা মহড়া পর্বগুলো অন্তর্ভুক্ত করতে পারেন যেখানে আপনারা একজন শিক্ষক বা শিক্ষিকার, কাউন্সিলার অথবা সহছাত্র বা ছাত্রীর ভূমিকা পালন করতে পারেন। কীভাবে বাইবেল থেকে উত্তর দিতে হয় এবং কীভাবে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করতে হয়, তা আপনাদের সন্তানদের শিক্ষা দিন। একজন মা তার সন্তানদেরকে স্কুল শুরুর প্রত্যেক বছরের প্রথমেই তাদের নতুন শিক্ষক-শিক্ষিকাদেরকে এটা জানানোর জন্য প্রস্তুত করতে মহড়া পর্বগুলো ব্যবহার করতেন যে, তারা হল যিহোবার সাক্ষি।—২০১০ সালের ১৫ ডিসেম্বর প্রহরীদুর্গ পত্রিকার ৩-৫ পৃষ্ঠা দেখুন।
৪. বিজ্ঞ বাবা-মারা কী করবে?
৪ এই শেষকালে খ্রিস্টান অল্পবয়সিদেরকে অবশ্যই যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর সম্মুখীন হতে হবে সেগুলোর সঙ্গে “মোকাবিলা করা” ক্রমাগত “কঠিন” হয়ে উঠছে। (২ তীম. ৩:১, NW) বিজ্ঞ বাবা-মারা সেগুলোর বিষয়ে আগে থেকেই চিন্তা করার চেষ্টা করে। (হিতো. ২২:৩) স্কুল শুরু হওয়ার নতুন বছর আরম্ভ হওয়ার আগেই আপনাদের সন্তানদের প্রস্তুত করার জন্য যথাসাধ্য করুন।