রাজ্যের গানগুলো উপভোগ করার এক উত্তম উপায়
ঈশ্বরের দাসেরা সংগীতকে যিহোবার কাছ থেকে পাওয়া এক উত্তম উপহার হিসেবে বিবেচনা করে থাকে। (যাকোব ১:১৭) অনেক মণ্ডলী তাদের সভাগুলোর আগে ও পরে নিচু আওয়াজে রাজ্যের গানগুলো বাজানোকে উপভোগ করে। ঈশতান্ত্রিক সংগীত বাজানো হল আমাদেরকে সভাগুলোতে স্বাগত জানানোর এক মনোরম উপায়। এটা আমাদেরকে উপাসনার জন্য মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করে। এ ছাড়া, আমাদের গানবই থেকে নতুন সুর বাজানো আমাদেরকে সংগীতের সঙ্গে পরিচিত করে আর গানগুলোকে সঠিকভাবে গাইতে আমাদেরকে সাহায্য করে। সভার পরে বাজানো এই সংগীত এমন এক গঠনমূলক পরিবেশ বজায় রাখে যেখানে উৎসাহজনক সাহচর্য উপভোগ করা যায়। তাই, প্রাচীনগোষ্ঠীর উচিত সভার আগে ও পরে যিহোবার উদ্দেশে গান গাও—পিয়ানোর সাথে নামক রেকর্ডিং থেকে সংগীত বাজানোর জন্য উপযুক্ত ব্যবস্থা করা। সংগঠনের দ্বারা প্রস্তুতকৃত রেকর্ডিংগুলো ছাড়া অন্য রেকর্ডিং ব্যবহার করা উপযুক্ত হবে না। প্রাচীনদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত যে, সংগীতের আওয়াজ যেন যথার্থ হয় এবং তা যেন সকলের কথাবার্তা বলার ক্ষেত্রে বাধা না হয়।