প্রচার করার আগে আপনাকে হয়তো অনুসন্ধান করতে হবে
১. কেন বহুভাষিক এলাকার ক্ষেত্রে মণ্ডলীর এলাকাগুলো ভাষা অনুসারে ভাগ করা হয়ে থাকে?
১ তেত্রিশ খ্রিস্টাব্দের পঞ্চাশত্তমীর দিনে, পবিত্র আত্মা পাওয়ার পর, যিশুর শিষ্যরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকেদের কাছে “অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন।” (প্রেরিত ২:৪) ফল স্বরূপ, প্রায় ৩,০০০ জন বাপ্তিস্ম নিয়েছিল। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল, সেখানে উপস্থিত বেশিরভাগ লোকই খুব সম্ভবত ইব্রীয় অথবা গ্রিক ভাষায় কথা বলতে পারত। কিন্তু তা সত্ত্বেও যিহোবা চেয়েছিলেন যেন তাদের কাছে তাদের মাতৃভাষায় রাজ্যের বার্তা প্রচার করা হয়। নিঃসন্দেহে এর একটা কারণ হল যে, লোকেরা যখন নিজেদের মাতৃভাষায় সুসমাচার শোনে, তখন প্রায়ই তারা সেটার প্রতি আরও সহজে সাড়া দিয়ে থাকে। তাই আজকে, বহুভাষিক এলাকার ক্ষেত্রে মণ্ডলীর এলাকাগুলো ভাষা অনুসারে ভাগ করা হয়ে থাকে। (রাজ্যের পরিচর্যা, ২/০৭ পৃষ্ঠা ৯ অনু. ৬-পৃষ্ঠা ১০ অনু. ১) যদিও বিভিন্ন ভাষার দলগুলোকে একটা নির্ধারিত এলাকা দেওয়া হয় না কিন্তু তারা তাদের মণ্ডলীর ও আশেপাশে থাকা অন্যান্য মণ্ডলীর এলাকায়, যারা তাদের ভাষায় কথা বলে, তাদের কাছে প্রচার করে।
২. (ক) অনুসন্ধানের কাজ কী আর কোথায় তা করার দরকার হতে পারে? (খ) বহুভাষিক এলাকায় কাজ করার জন্য মণ্ডলীগুলো কীভাবে একে অপরকে সাহায্য করতে পারে? (গ) অন্য ভাষায় কথা বলে এমন কোনো আগ্রহী ব্যক্তিকে আমরা যদি খুঁজে পাই, তাহলে আমাদের কী করা উচিত?
২ আপনি যদি এমন এলাকায় বাস করেন যেখানে সকলেই একই ভাষায় কথা বলে, তাহলে আপনি সহজেই প্রতিটা ঘরে প্রচার করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারে, যদি আপনি এমন একটা শহরে বাস করেন, যেখানে লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলে থাকে। অন্য ভাষার মণ্ডলীগুলো হয়তো সেই একই এলাকায় প্রচার করতে পারে। সেই এলাকায় যদি অন্য ভাষাভাষী লোকেরা বেশি থাকে, তাহলে সেই ভাষার মণ্ডলীগুলো যাতে পালাক্রমে সেখানে কাজ করতে পারে, সেইজন্য পরিচর্যা অধ্যক্ষরা আলোচনার মাধ্যমে সেটার ব্যবস্থা করতে পারে। অপরদিকে অন্য মণ্ডলীর অথবা দলের ভাষায় কথা বলে এমন লোকের সংখ্যা যদি কম হয়, তাহলে অনুসন্ধানের কাজ করার প্রয়োজন হবে। যদিও অন্যান্য মণ্ডলী হয়তো আপনার ভাষায় কথা বলে এমন ব্যক্তিদের বিষয়ে তথ্যাদি জোগাতে পারে, তবে সেই সমস্ত লোকেদের খুঁজে বের করার প্রাথমিক দায়িত্ব হল আপনার মণ্ডলীর অথবা দলের। (“একে অপরকে সাহায্য করুন” শিরোনামক বাক্সটা দেখুন।) তাই, আপনাকে হয়তো অনুসন্ধানের কাজ করতে হবে এবং যারা একটা নির্দিষ্ট ভাষায় কথা বলে, তাদের খুঁজে বের করার জন্য খোঁজখবর নিতে হবে। কীভাবে এই অনুসন্ধানের কাজ করা যেতে পারে?
৩. কোন বিষয়টা নির্ধারণ করে যে, একটা মণ্ডলী বা দল কোথায় অনুসন্ধান করবে আর এই কাজে তাদের কতটা সময় ব্যয় করা উচিত?
৩ সুসংগঠিত উপায়ে অনুসন্ধান করা: বহুভাষিক এলাকাগুলোতে অনুসন্ধানের কাজে আপনার কতটা সময় ব্যয় করা উচিত, সেটা নির্ভর করে স্থানীয় পরিস্থিতির ওপর। উদাহরণ স্বরূপ, এলাকায় কত জন ব্যক্তি সেই ভাষায় কথা বলে? সেখানে কত জন প্রকাশক রয়েছে? মণ্ডলী অথবা দলের কাছে ইতিমধ্যে কতজনের ঠিকানা রয়েছে? প্রতিটা এলাকায় মণ্ডলীর সমানভাবে অনুসন্ধান করার দরকার নেই, তবে মণ্ডলী হয়তো তার এলাকার জনবহুল স্থানে এবং তুলনামূলকভাবে দূরবর্তী এলাকাগুলোতে মনোযোগ কেন্দ্রীভূত করা বেছে নিতে পারে। কিন্তু, অনুসন্ধান করার জন্য এক সুসংগঠিত ব্যবস্থা থাকা গুরুত্বপূর্ণ, যাতে যত জনকে সম্ভব যিহোবার নামে ডাকার সুযোগ দেওয়া যেতে পারে।—রোমীয় ১০:১৩, ১৪.
৪. (ক) কীভাবে সুসংগঠিত উপায়ে অনুসন্ধানের কাজ করা উচিত? (খ) আপনার ভাষায় কথা বলে এমন লোকেদের খুঁজে পাওয়ার কয়েকটা উপায় কী?
৪ অনুসন্ধান করা প্রয়োজন এমন এলাকাগুলোতে যাতে অহেতুক একাধিকবার অনুসন্ধান করা না হয়, সেজন্য প্রাচীনগোষ্ঠীর, বিশেষ করে পরিচর্যা অধ্যক্ষের অনুসন্ধানের কাজকে সুসংগঠিত ও দেখাশোনা করা উচিত। (১ করি. ৯:২৬) বিভিন্ন ভাষার দলগুলোতে নেতৃত্ব নেওয়ার জন্য, তাদের মণ্ডলীর প্রাচীনগোষ্ঠী একজন যোগ্য ভাইকে নিযুক্ত করতে পারেন আর এই ভাই যদি একজন প্রাচীন অথবা পরিচারক দাস হন, তাহলে ভালো হবে। প্রাথমিকভাবে অনুসন্ধান করার জন্য অনেক মণ্ডলীর ও দলের এক সুসংগঠিত ব্যবস্থা রয়েছে আর সেটা হল, সেই ভাষার প্রচলিত নামগুলো সংগ্রহ করার জন্য টেলিফোন ডিরেক্টরি অথবা ইন্টারনেট ব্যবহার করা। এরপর, কোন ঠিকানাগুলো তাদের এলাকার অন্তর্ভুক্ত করা উচিত, তা নির্ধারণ করার জন্য ফোন অথবা সাক্ষাৎ করার মাধ্যমে অনুসন্ধানের কাজ করা হয়। এটা করা যদি ব্যবহারিক হয়, তাহলে সেই দল যে-মণ্ডলীর অন্তর্ভুক্ত, সেই মণ্ডলীর প্রাচীনগোষ্ঠী হয়তো এমন ব্যবস্থা করতে পারে, যাতে অনুসন্ধানের কাজে পুরো মণ্ডলী মাঝে মাঝে অংশ নিতে পারে।—“আপনার ভাষায় কথা বলে এমন ব্যক্তিদের যেভাবে খুঁজে পাওয়া যায়” শিরোনামক বাক্সটা দেখুন।
৫. (ক) অনুসন্ধানের কাজ করছে এমন প্রকাশকদের জন্য কিছু পরামর্শ কী? (খ) অনুসন্ধানের সময়ে আমরা লোকেদের কী বলতে পারি?
৫ প্রতিবার যখনই আমরা ব্যক্তিগতভাবে অনুসন্ধানের কাজে অংশ নিই, তখন আমাদের এক স্পষ্ট লক্ষ্য থাকা উচিত। যেহেতু এই কাজ হল পরিচর্যার অংশ, তাই পরিচর্যায় আমরা সাধারণত যে-ধরনের পোশাক পরে থাকি, এখানেও সেই ধরনের পোশাক পরা উচিত। অনেকেই মনে করে যে, তাদের উপস্থাপনাগুলোর মহড়া দেওয়া এবং অনুসন্ধান করার সময় সেই ভাষায় কথা বলা তাদেরকে উদ্যোগ বজায় রাখতে সাহায্য করে ও সেইসঙ্গে তাদের ভাষাগত দক্ষতাকে বৃদ্ধি করে। অনুসন্ধানের কাজে আমরা যে-সময় ব্যয় করি, সেটা আমাদের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্টে অন্তর্ভুক্ত করতে পারি, তবে টেরিটরি ম্যাপ এবং তালিকা প্রস্তুত করার জন্য যে-সময় ব্যয় করি, সেটা নয়। আমরা যখন এমন কাউকে খুঁজে পাই, যিনি আমাদের ভাষায় কথা বলেন, তখন তাকে সুসমাচার জানানোর জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত আর এরপর দেরি না করে পরিচর্যা অধ্যক্ষকে অথবা তার দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তিকে তা জানানো উচিত, যাতে টেরিটরি রেকর্ডে সেটা অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেই ব্যক্তি আগ্রহ দেখান বা না-ই দেখান, আমাদের তা করা উচিত। যদিও এই অনুসন্ধানের কাজ গুরুত্বপূর্ণ, তবে আমাদের ভারসাম্য বজায় রাখা এবং সমস্ত ধরনের পরিচর্যায় অংশ নেওয়া উচিত।—“অনুসন্ধান করার সময় যা বলতে পারেন” শিরোনামক বাক্সটা দেখুন।
৬. বধির ব্যক্তিদের অনুসন্ধান করা কোন ভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসে?
৬ বধির ব্যক্তিদের অনুসন্ধান করা: বধির ব্যক্তিদের অনুসন্ধান করার সময় ভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় আর এর জন্য কঠোর প্রচেষ্টার ও অধ্যবসায়ের প্রয়োজন। একজন বধির ব্যক্তিকে তার নাম, তার শারীরিক গঠন অথবা তার পোশাক-আশাকের দ্বারা চেনা যায় না। এ ছাড়া, পরিবারের সদস্যরা এবং বন্ধুবান্ধবরা হয়তো তার বিষয়ে বলতে চায় না বলে যে-প্রকাশকরা তথ্যাদি জানতে চায়, তাদেরকে তা জানাতে ইতস্তত বোধ করতে পারে। বধির ব্যক্তিদের খোঁজার জন্য নীচে দেওয়া পরামর্শগুলো হয়তো, যারা অন্য একটা ভাষায় কথা বলে, তাদেরকে অনুসন্ধান করার সময়ও সাহায্যকারী হতে পারে।
৭. (ক) আবাসিক এলাকাগুলোতে বধির ব্যক্তিদের খোঁজার জন্য কীভাবে অনুসন্ধান করা যেতে পারে? (খ) কীভাবে আমরা হয়তো একজন গৃহকর্তার সন্দেহ দূর করতে পারি?
৭ আবাসিক এলাকাগুলোতে অনুসন্ধান করার ফলে সাংকেতিক ভাষার মণ্ডলী ও দলগুলো ভালো ফল পেয়েছে। আপনি হয়তো সেই এলাকার একজন গৃহকর্তাকে জিজ্ঞেস করতে পারেন যে, তিনি কোনো প্রতিবেশী, সহকর্মী অথবা সহপাঠীকে সাংকেতিক ভাষায় কথা বলতে দেখেছেন কি না। হতে পারে তার কোনো আত্মীয় বধির। মনে রাখবেন যে, আপনার সাক্ষাৎ করার উদ্দেশ্যকে হয়তো কেউ কেউ সন্দেহের চোখে দেখতে পারে। তবে, আপনার বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং সংক্ষিপ্ত, অকপট ও মর্যাদাপূর্ণভাবে গৃহকর্তাকে আপনার আসার উদ্দেশ্য জানানো, তাকে স্বচ্ছন্দ বোধ করার জন্য সাহায্য করতে পারে। গৃহকর্তা কোনো বধির ব্যক্তিকে জানেন কি না, সেই বিষয়ে জানতে চাওয়ার সময় কেউ কেউ সাংকেতিক ভাষায় বাইবেল অথবা অন্যান্য ডিভিডি দেখানোর দ্বারা ভালো ফল পেয়েছে। এরপর তারা শুধু বলে যে, তারা বধির ব্যক্তিদেরকে বাইবেলের আশা সম্বন্ধে জানাতে চায়। গৃহকর্তা তথ্যাদি জানাতে ইতস্তত বোধ করলেও, তিনি হয়তো তার কোনো বধির আত্মীয় অথবা বন্ধুকে দেওয়ার জন্য আপনার ঠিকানা অথবা মণ্ডলীর সভার আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন।
৮. কীভাবে কাছাকাছি অবস্থিত একটা মণ্ডলী, সাংকেতিক ভাষার কোনো মণ্ডলীকে সাহায্য করতে পারে?
৮ বছরে এক বা দুই দিন, সাংকেতিক ভাষার কোনো মণ্ডলী হয়তো তাদের বৃহৎ এলাকার মধ্যে কোনো একটা অংশে অনুসন্ধান কাজে সাহায্যের জন্য, কাছাকাছি অন্য ভাষার কোনো মণ্ডলীকে আমন্ত্রণ জানাতে পারে। সেই সময় সাংকেতিক ভাষার মণ্ডলীর দ্বারা পরিচালিত ক্ষেত্রের পরিচর্যা সভায়, এই কাজের জন্য কিছু নির্দেশনা ও একটা নমুনা অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রত্যেকটা দলের সঙ্গে সাংকেতিক ভাষার মণ্ডলীর অন্ততপক্ষে একজন প্রকাশককে নিযুক্ত করা যেতে পারে এবং তাকে এলাকার একটা ম্যাপ দেওয়া যেতে পারে, যেটাতে অনুসন্ধান করার নির্দিষ্ট এলাকার বিষয় উল্লেখ করা আছে।
৯. যেখানে বধির ব্যক্তিরা মেলামেশা ও বিনোদন করার অথবা সমাজ থেকে দেওয়া বিভিন্ন পরিষেবা লাভ করার জন্য একত্রিত হয়, সেখানে কীভাবে অনুসন্ধান করা যেতে পারে?
৯ এ ছাড়া, যেখানে বধির ব্যক্তিরা মেলামেশা ও বিনোদন করার অথবা সমাজ থেকে দেওয়া বিভিন্ন পরিষেবা লাভ করার জন্য একত্রিত হয়, সেখানেও অনুসন্ধান করা যেতে পারে। প্রকাশকদের এমন পোশাক পরা উচিত, যা পরিস্থিতির জন্য উপযুক্ত। সবচেয়ে ভালো হবে, একসঙ্গে অনেকের সামনে উপস্থাপনা তুলে না ধরে বরং বিচক্ষণতার সঙ্গে উপস্থিত লোকেদের মধ্যে দু-একজনের সঙ্গে কথা বলা। আলোচনা করে যদি ভালো ফল পাওয়া যায়, তাহলে হয়তো যোগাযোগ করার ব্যবস্থা করে আসা যেতে পারে।
১০. কীভাবে প্রকাশকরা স্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোতে অনুসন্ধানের কাজ করতে পারে?
১০ আরেকটা উপায় হল, স্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলো উল্লেখ করা হয়েছে, এমন কয়েকটা ম্যাপ তৈরি করা আর এরপর উপযুক্ত সময়ে সেখানে সাক্ষাৎ করা। একটা ম্যাপে হয়তো বেশ কয়েকটা পেট্রোল পাম্প অন্তর্ভুক্ত করা যেতে পারে। আরেকটা ম্যাপে হয়তো ড্রাই ক্লিনার, রেস্টুরেন্ট, হোটেল অথবা অন্য কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা যেতে পারে। একটা ম্যাপে যদি একই ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠান থাকে, তাহলে প্রকাশকরা একই উপস্থাপনা ব্যবহার করতে এবং অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে পারে। কিছু ব্যাবসায়িক প্রতিষ্ঠানে আমরা সরাসরি জিজ্ঞেস করতে পারি, সাংকেতিক ভাষা ব্যবহার করে এমন কোনো কর্মী অথবা ক্রেতা সেখানে আছেন কি না। এলাকায় যদি বধির ব্যক্তিদের জন্য কোনো স্কুল থাকে, তাহলে আমরা তাদের লাইব্রেরির জন্য আমাদের কয়েকটা সাংকেতিক ভাষার ডিভিডি দিতে পারি।
১১. কেন অনুসন্ধানের কাজ হল পরিচর্যার এক গুরুত্বপূর্ণ অংশ?
১১ এক গুরুত্বপূর্ণ কাজ: আপনার ভাষায় কথা বলে এমন গৃহকর্তাদের খুঁজে বের করার জন্য অনেক সময় ও প্রচেষ্টার প্রয়োজন হতে পারে। এ ছাড়া, লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় বলে কোনো কোনো এলাকায় যে-লোকেরা বাস করত তাদের অবস্থানের দ্রুত পরিবর্তন ঘটতে পারে, তাই সেই এলাকার টেরিটরি রেকর্ড আপ-টু-ডেট রাখা কঠিন হয়ে ওঠে। তা সত্ত্বেও, এই ধরনের এলাকার সংখ্যা দিন দিন বাড়তে থাকায়, অনুসন্ধানের কাজ পরিচর্যার এক গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। যিহোবা আমাদেরকে প্রচার করার কার্যভার দিয়েছেন আর তিনি পক্ষপাত করেন না। (প্রেরিত ১০:৩৪) তাঁর “ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীম. ২:৩, ৪) তাই, আমরা যেন সমস্ত ভাষার ‘সৎ ও উত্তম হৃদয়ের’ লোকেদের খুঁজে বের করার জন্য যিহোবার সঙ্গে ও একে অপরের সঙ্গে সহযোগিতা করি।—লূক ৮:১৫.