ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/১২ পৃষ্ঠা ১
  • আপনার পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন
  • ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা সেই ব্যক্তিদের ভালোবাসেন, যারা “ধৈর্য্য সহকারে ফল উৎপন্ন করে”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • “প্রচুর ফলে ফলবান্‌ হও”
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “বৃদ্ধিদাতা ঈশ্বরই সার”!
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • হাল ছেড়ে দেবেন না!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২১
আরও দেখুন
২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/১২ পৃষ্ঠা ১

আপনার পরিশ্রমের মধ্যে সুখভোগ করুন

১. কোন বিষয়টা পরিচর্যার প্রতি আমাদের উদ্যোগকে দমিয়ে দিতে পারে?

১ মানুষকে ‘নিজ পরিশ্রমের মধ্যে সুখভোগ করার’ জন্য সৃষ্টি করার হয়েছিল। (উপ. ২:২৪) কিন্তু, আমরা যখন দেখি যে, আমাদের পরিচর্যা থেকে কোনো ভালো ফল আসছে না, তখন নিরুৎসাহিত হওয়া আমাদের আনন্দকে কেড়ে নিতে ও আমাদের উদ্যোগকে দমিয়ে দিতে পারে। কী আমাদেরকে ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করতে পারে?

২. কেন আমাদের পরিচর্যার প্রতি লোকেদের প্রতিক্রিয়া সম্বন্ধে আমাদের বাস্তবধর্মী প্রত্যাশাগুলো রাখা দরকার?

২ বাস্তবধর্মী প্রত্যাশাগুলো রাখুন: মনে রাখুন যে, যদিও অল্প সংখ্যক লোকই যিশুর শিক্ষাগুলোর প্রতি সাড়া দিয়েছিল কিন্তু তবুও নিঃসন্দেহে তাঁর পরিচর্যা সফল হয়েছিল। (যোহন ১৭:৪) যিশু তাঁর বীজবপকের দৃষ্টান্তে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন যে, বেশিরভাগ লোকের হৃদয় পরিশেষে বীজতুল্য রাজ্যের বার্তার প্রতি সাড়া দেবে না। (মথি ১৩:৩-৮, ১৮-২২) তারপরও, আমাদের কঠোর প্রচেষ্টা অনেক কিছু সম্পাদন করে।

৩. এমনকী আমরা যদি আমাদের প্রচার কাজে লোকেদেরকে সামান্যই সাড়া দিতে দেখি, তবুও কীভাবে আমরা ‘ফলবান্‌ হইতে’ পারি?

৩ যেভাবে আমরা অনেক ফল উৎপন্ন করতে পারি: যিশুর দৃষ্টান্ত অনুসারে, যারা বার্তা গ্রহণ করবে, তারা ‘ফলবান্‌ হবে।’ (মথি ১৩:২৩) গমের শীষ বড়ো হওয়ার ও পেকে ওঠার পর, যখন এটা ফল উৎপন্ন করে, তখন সেটা আর গমের সেই ছোট্ট শীষ থাকে না বরং নতুন বীজে পরিণত হয়। তাই সফল খ্রিস্টানরা যে-ফল উৎপন্ন করে, তার মানে শুধু নতুন শিষ্য তৈরি করাকে নয় বরং রাজ্য সম্বন্ধে আমাদের প্রচার কাজের দ্বারা বার বার আরও বেশি বীজ বপন করাকে অর্থাৎ রাজ্যের বিষয়ে আমরা যা বলি, সেটাকে বোঝায়। লোকেরা সাড়া দিক বা না-ই দিক, এই কাজের ফলে অনেক “উপকার” বা ভালো ফল পাওয়া যায়, যেটা থেকে আমরা পরিতৃপ্তি লাভ করতে পারি। আমরা যিহোবার নামকে পবিত্র করার কাজে অবদান রাখছি। (যিশা. ৪৩:১০-১২; মথি ৬:৯) আমরা ঈশ্বরের সহকার্যকারী হওয়ার বিশেষ সুযোগ উপভোগ করছি। (১ করি. ৩:৯) আর এই ধরনের “ওষ্ঠাধরের ফল” যিহোবাকে আনন্দিত করে।—ইব্রীয় ১৩:১৫, ১৬.

৪. পরিচর্যার কোন ফলাফল হয়তো আমাদের অজানা থেকে যায়?

৪ এ ছাড়া, আমাদের কঠোর পরিশ্রম হয়তো এমন ফল নিয়ে আসতে পারে, যা আমরা দেখতে পাই না। এমনটা হতে পারে যে, যিশুর প্রচার শুনেছিল এমন কেউ কেউ তাঁর পার্থিব পরিচর্যা শেষ না হওয়া পর্যন্ত তাঁর শিষ্য হয়নি। একইভাবে, আমরা রাজ্যের যে-বীজ বপন করি, সেটার মূল হয়তো ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির হৃদয়ে পৌঁছায় না ও বৃদ্ধি পায় না, যতক্ষণ না তিনি হয়তো সত্যে আসেন, যা আমাদের অজান্তে হয়ে থাকে। বাস্তবিকই, আমাদের পরিচর্যা অনেক ভালো কিছু সম্পাদন করে। তাই, আমরা যেন ‘প্রচুর ফলে ফলবান্‌ হই’ এবং নিজেদেরকে যিশুর শিষ্য হিসেবে প্রমাণ করি।—যোহন ১৫:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার