নিজেকে সীমাবদ্ধ রাখবেন না —অযোগ্যতার অনুভূতিগুলোকে কাটিয়ে ওঠা
১. কেন কেউ কেউ একটা বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়া থেকে বিরত হয়?
১ একটা ফলপ্রসূ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার ক্ষমতার ব্যাপারে আপনার আস্থা নেই বলে, আপনি কি সেটার প্রস্তাব দেওয়া থেকে বিরত হন? কখনো কখনো অতীতের বিশ্বস্ত দাসেরা, যেমন মোশি এবং যিরমিয় তাদের কার্যভার সম্বন্ধে নিজেদেরকে অযোগ্য বলে মনে করেছিল।(যাত্রা. ৩:১০, ১১; ৪:১০; যির. ১:৪-৬) তাই, এই ধরনের অনুভূতিগুলো অস্বাভাবিক নয়। কীভাবে এই অনুভূতিগুলোকে কাটিয়ে ওঠা যায়?
২. অন্যদের জন্য বাইবেল অধ্যয়নের কাজ ছেড়ে দিয়ে কেন আমরা কেবল ঘরে ঘরে প্রচার কাজ করেই সন্তুষ্ট থাকব না?
২ আমাদের মনে রাখা উচিত যে, যিহোবা কখনোই আমাদেরকে এমন কিছু করতে বলবেন না, যেটা আমাদের ক্ষমতার বাইরে। (গীত. ১০৩:১৪) তাই আমাদেরকে ‘শিষ্য করিবার’ ও ‘শিক্ষা দেওয়ার’ যে-কাজ দেওয়া হয়েছে, তা আমরা পরিপূর্ণ করতে পারি। (মথি ২৮:১৯, ২০) এটা এমন কোনো বিশেষ সুযোগ নয় যে যিহোবা আমাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বা প্রতিভাবানদেরকেই প্রদান করেছেন। (১ করি. ১:২৬, ২৭) তাই, আমরা কেবল ঘরে ঘরে প্রচার কাজ করে ও অন্যদের জন্য বাইবেল অধ্যয়নের কাজ ছেড়ে দিয়ে সন্তুষ্ট থাকব না।
৩. যিহোবা কীভাবে আমাদেরকে বাইবেল অধ্যয়ন কাজের জন্য যোগ্য করে তুলেছেন?
৩ যিহোবা আমাদেরকে যোগ্য করে তোলেন: শিষ্য তৈরি করার জন্য আমাদের যোগ্যতাবলি যিহোবার কাছ থেকে আসে। (২ করি. ৩:৫) তিনি তাঁর সংগঠনের মাধ্যমে আমাদেরকে বাইবেলের সেই সত্যগুলো শিখিয়েছেন যেগুলো এমনকী এই জগতের সবচেয়ে শিক্ষিত লোকেরাও জানে না। (১ করি. ২:৭, ৮) আমরা যাতে অনুকরণ করতে পারি, তার জন্য তিনি মহান শিক্ষক যিশুর শিক্ষাদানের পদ্ধতিগুলোর বিবরণ লিপিবদ্ধ করে রেখেছেন এবং তিনি মণ্ডলীর মাধ্যমে আমাদেরকে ক্রমাগত প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ ছাড়া, বাইবেল থেকে শিক্ষা দেওয়ার জন্য যিহোবা আমাদেরকে প্রয়োজনীয় অধ্যয়ন বিষয়বস্তুও জুগিয়েছেন। তিনি বিভিন্ন হাতিয়ার জুগিয়েছেন, যেমন বাইবেল শিক্ষা দেয় বই, যেটি যুক্তিযুক্তভাবে ও সহজে বোঝা যায় এমনভাবে সত্যকে তুলে ধরে। বাইবেল অধ্যয়ন পরিচালনা করা হয়তো আমরা যতটা কঠিন বলে মনে করি, ততটা নয়।
৪. কেন আমরা আস্থা রাখতে পারি যে, যিহোবা আমাদেরকে সাহায্য করবেন?
৪ মোশি ও যিরমিয় যিহোবার সাহায্যে তাদের কার্যভার সম্পন্ন করতে পেরেছিল। (যাত্রা. ৪:১১, ১২; যির. ১:৭, ৮) আমরা যিহোবার কাছে প্রার্থনা করতে পারি, যাতে তিনি আমাদেরকেও সাহায্য করতে পারেন। সর্বোপরি, আমরা যখন একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করি, তখন আমরা কাউকে যিহোবা সম্বন্ধে সত্য শিক্ষা দিয়ে থাকি, যেটা ঈশ্বরের দৃষ্টিতে প্রীতিজনক। (১ যোহন ৩:২২) তাই, বাইবেল অধ্যয়নের কাজে অংশ নেওয়াকে আপনার লক্ষ্য করে তুলুন, যেটা পরিচর্যার সবচেয়ে আনন্দদায়ক ও পুরস্কারজনক এক দিক।