আমাদের অফিশিয়াল ওয়েবসাইট—আপনার পরিচর্যায় এটা ব্যবহার করুন
লোকেদের ওয়েবসাইট সম্বন্ধে জানান: আমাদের সঙ্গে কথা বলতে অথবা আমাদের সাহিত্যাদি নিতে দ্বিধা বোধ করে এমন কেউ কেউ তাদের ঘরে বসে একান্তে jw.org ওয়েবসাইট পরীক্ষা করে যিহোবার সাক্ষিদের সম্বন্ধে খোঁজখবর জানতে ইচ্ছুক থাকে। তাই, প্রতিটা উপযুক্ত সুযোগে লোকেদের ওয়েবসাইট সম্বন্ধে জানান।
প্রশ্নের উত্তর দিন: কখনো কখনো কোনো গৃহকর্তা, আগ্রহী ব্যক্তি অথবা পরিচিত ব্যক্তি যিহোবার সাক্ষিদের সম্বন্ধে অথবা আমাদের বিশ্বাস সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তখন একটা বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র অথবা কম্পিউটার ব্যবহার করে সঙ্গেসঙ্গে তাকে উত্তর দেখান। সাধারণত উল্লেখিত শাস্ত্রপদগুলো সরাসরি বাইবেল থেকে পড়াই সর্বোত্তম। যদি আপনার কাছে ইন্টারনেট ব্যবহার করা যায় এমন কোনো বহনযোগ্য ইলেকট্রনিক যন্ত্র না থাকে, তাহলে সেই ব্যক্তি নিজে নিজে উত্তর খুঁজে বের করার জন্য কীভাবে jw.org ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, তা ব্যাখ্যা করুন।—“বাইবেলের শিক্ষা/বাইবেলের প্রশ্নের উত্তর” অথবা “আমাদের সম্বন্ধে/প্রায়ই জিজ্ঞাস্য প্রশ্ন” দেখুন।
আপনার পরিচিত কারো কাছে কোনো প্রবন্ধ অথবা প্রকাশনা পাঠান: ডাউনলোডকৃত PDF অথবা EPUB ফাইল ই-মেইলের সঙ্গে সংযুক্ত করে দিন। অথবা কোনো প্রকাশনার অডিও সংস্করণ ডাউনলোড করে সিডি তৈরি করুন। প্রতি বার আপনি যখন কোনো অবাপ্তাইজিত ব্যক্তিকে সম্পূর্ণ ইলেকট্রনিক বই, ব্রোশার অথবা পত্রিকা দেন, তখন আপনি হয়তো সেটিকে একটা অর্পণ গণনা করতে পারেন। সেই বিষয়বস্তু অজ্ঞাত পরিচয়ে অথবা একসঙ্গে অনেক জনকে পাঠানো উচিত নয়। কিংবা সেই বিষয়বস্তু অন্য কোনো ইন্টারনেট ওয়েবসাইটে আপলোড করা উচিত নয়।—“প্রকাশনাদি” দেখুন।
যিহোবার সাক্ষিদের সম্বন্ধে চলতি খবরাখবর দেখান: এটা বাইবেল ছাত্রদের এবং আপনি অন্য যাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদেরকে বিশ্বব্যাপী আমাদের কাজের পরিধি ও আমাদের খ্রিস্টীয় একতা সম্বন্ধে উপলব্ধি গড়ে তুলতে সাহায্য করবে। (গীত. ১৩৩:১)—“খবরাখবর” দেখুন।
[৫ পৃষ্ঠার ডায়াগ্রাম]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
এটা করুন
১ আপনি যে-আইটেম ডাউনলোড করতে চান, তা “প্রকাশনাদি” শিরোনামের অধীনে খুঁজে বের করুন এবং পাঠ্যাংশ অথবা অডিও ফরমেট যেটা চান, সেই বাটনে ক্লিক করুন।
২ আলাদা আলাদা প্রবন্ধের তালিকা প্রদর্শন করার জন্য MP3 বাটনে ক্লিক করুন। কোনো প্রবন্ধ ডাউনলোড করার জন্য প্রবন্ধের শিরোনামের ওপর অথবা অনলাইনে সেই প্রবন্ধ শোনার জন্য বাটনে ▸ ক্লিক করুন।
৩ আপনি যদি কোনো অন্য কোনো ভাষার প্রকাশনা ডাউনলোড করতে চান, তাহলে এই তালিকা থেকে অন্য ভাষা বাছাই করুন।