আপনি কি সহায়ক অগ্রগামীর কাজ করবেন?
১. আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য কেন স্মরণার্থ মরসুম হল এক উত্তম সময়?
১ স্মরণার্থ মরসুম হল, আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করার এক উত্তম সময়। এটা হল সেই সময়, যখন আমরা মুক্তির মূল্য হিসেবে তাঁর পুত্রকে পাঠানোর মাধ্যমে যিহোবা যে-মহৎ প্রেম দেখিয়েছেন, সেই বিষয়ে গভীরভাবে চিন্তা করি। (যোহন ৩:১৬) আমাদের জন্য যিহোবা যা সম্ভবপর করেছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ আর এটা যিহোবা ও তিনি মানবজাতির জন্য যা করছেন, সেই সম্বন্ধে অন্যদেরকে বলার আমাদের আকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে। (যিশা. ১২:৪, ৫; লূক ৬:৪৫) এ ছাড়া, এটা হল সেই সময়, যখন আমরা পরিচিত ব্যক্তিদের ও আমাদের এলাকার লোকেদেরকে, আমাদের সঙ্গে স্মরণার্থ সভায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানানোর এক বিশেষ অভিযানের কাজ উপভোগ করি। পরে, যারা যোগদান করেছিল, তাদের আগ্রহকে বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করি। মার্চ, এপ্রিল অথবা মে মাসে সহায়ক অগ্রগামীর কাজ করার দ্বারা আপনি কি আপনার পরিচর্যাকে বৃদ্ধি করবেন?
২. কোন বিষয়টা সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য মার্চ মাসকে, বিশেষভাবে এক উত্তম মাস করে তোলে?
২ মার্চ মাসকে এক বিশেষ মাস করে তুলুন: সহায়ক অগ্রগামীর কাজ করার জন্য মার্চ মাস হবে, বিশেষভাবে এক উত্তম মাস। যারা আবেদন করবে, তারা হয় ৩০ ঘন্টা নতুবা ৫০ ঘন্টা পূরণ করা বেছে নিতে পারে। মার্চ মাসে যদি সীমা অধ্যক্ষের পরিদর্শন থাকে, তাহলে নিয়মিত অগ্রগামী এবং বিশেষ অগ্রগামীদের সঙ্গে তিনি যে-সভা করেন, সহায়ক অগ্রগামীরা হয়তো তাতে যোগ দিতে পারে। স্মরণার্থ সভায় আসার আমন্ত্রণ জানানোর অভিযান, যেটা ২০১৩ সালের ২৬ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে, তার সময়সীমা বিগত বছরগুলো থেকে বাড়ানো হয়েছে আর এটা ১ মার্চ থেকে শুরু হবে। এ ছাড়া, মার্চ মাসে পাঁচটা সপ্তাহান্ত আছে। তাই এটাকে বছরের সবচেয়ে বিশেষ মাস করে তোলার জন্য আপনি এতে যোগ দিতে পারেন কি না, তা গুরুত্বের সঙ্গে চিন্তা করুন না কেন?
৩. আমাদের পরিচর্যাকে বৃদ্ধি করার জন্য কীভাবে আমরা পরিকল্পনা করতে পারি?
৩ এখনই পরিকল্পনা করুন: অগ্রগামীর কাজ করার জন্য এখনই আপনার তালিকা পুনর্বিবেচনা করার এবং কোন রদবদলগুলো করার প্রয়োজন রয়েছে, তা দেখার সময়। পারিবারিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ, তাই পারিবারিক উপাসনার সন্ধ্যায় আপনার পরিবারের লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করার জন্য সময় করে নিন ও একটা তালিকা তৈরি করুন। (হিতো. ১৫:২২) আপনি যদি সহায়ক অগ্রগামীর কাজ করতে না পারেন, তাহলে নিরুৎসাহিত হবেন না। যে-দিনগুলোতে আপনি প্রচারে যান, সেই দিনগুলোতে একটু বেশি সময় থাকার জন্য আপনি কি আপনার তালিকায় রদবদল করতে পারেন? আপনি কি সপ্তাহের কোনো একটা দিন পরিচর্যায় যেতে পারেন?
৪. মার্চ, এপ্রিল এবং মে মাসে আমাদের কাজকে বৃদ্ধি করার ফলে আমরা কোন উপকারগুলো লাভ করব?
৪ মার্চ, এপ্রিল এবং মে মাসে আমাদের কাজ বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আনন্দ ও পরিতৃপ্তিকে বৃদ্ধি করব, যা আমরা যিহোবাকে সেবা করার এবং অন্যদের কাছে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার দ্বারা লাভ করি। (যোহন ৪:৩৪; প্রেরিত ২০:৩৫) আরও গুরুত্বপূর্ণ বিষয় হল যে, আমাদের আত্মত্যাগমূলক প্রচেষ্টা যিহোবাকে আনন্দিত করবে।—হিতো. ২৭:১১.