শিক্ষা দেওয়ার সময় ভিডিওগুলো ব্যবহার করুন
যিহোবা যখন অব্রাহাম ও যিরমিয়ের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছিলেন, তখন সেই বিষয়ে তিনি কেবল তাদের সঙ্গে কথাই বলেননি কিন্তু সেইসঙ্গে তাদের কিছু দেখিয়েছিলেন। (আদি. ১৫:৫; যির. ১৮:১-৬) আমরা ছবি ও চলচ্চিত্রের মতো সহায়ক যেমন, আমাদের ভিডিওগুলোর সদ্ব্যবহার করে আমাদের ছাত্রদেরকে বাইবেলের সত্যগুলো বুঝতে এবং সেগুলোর প্রতি উপলব্ধিবোধ গড়ে তুলতে সাহায্য করতে পারি, বিশেষ করে বাইবেল ছাত্ররা যদি ইংরেজি অথবা আমাদের ভিডিওগুলো পাওয়া যায় এমন কোনো ভাষা বুঝতে পারে। কয়েকটা ভিডিও কীভাবে তুলে ধরা যায়, সেই বিষয়ে নীচে কিছু ধারণা দেওয়া হল। মনে রাখবেন, যেহেতু প্রত্যেক ছাত্রই আলাদা, তাই শুধু যে এই পরামর্শগুলোই মানতে হবে, এমন নয়।
বাইবেল শিক্ষা দেয় বই
◻ অধ্যায় ১: সতেরো অনুচ্ছেদ আলোচনা করার পর সৃষ্টির বিস্ময়গুলো ঈশ্বরের গৌরব সম্বন্ধে প্রকাশ করে (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ২: অধ্যায় শেষ করার পর বাইবেল—মানবজাতির সবচেয়ে পুরোনো কিন্তু আধুনিক বই (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ৯: চোদ্দো অনুচ্ছেদ আলোচনা করার পর যিহোবার সাক্ষিরা—সুসমাচার জানানোর ক্ষেত্রে সংগঠিত (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ১৪: অধ্যায় শেষ করার পর বাইবেল—আপনার জীবনে এর ক্ষমতা (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ১৫: দশ অনুচ্ছেদ আলোচনা করার পর আমাদের সমগ্র ভ্রাতৃসমাজ (ইংরেজি) ভিডিওটা দেখুন
‘ঈশ্বরের প্রেম’ বই
◻ অধ্যায় ৩: পনেরো অনুচ্ছেদ আলোচনা করার পর যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ৪: অধ্যায় শেষ করার পর যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ৭: বারো অনুচ্ছেদ আলোচনা করার পর রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ৯: ছয় অনুচ্ছেদ আলোচনা করার পর যে উদাহরণগুলো আজকে আমাদের সাবধান করে (ইংরেজি) ভিডিওটা দেখুন
◻ অধ্যায় ১৭: অধ্যায় শেষ করার পর ‘বিশ্বাস দ্বারা চলুন—বাহ্য দৃশ্য দ্বারা নয়’ (ইংরেজি) ভিডিওটা দেখুন
এমন আর কোন ভিডিওগুলো রয়েছে, যেগুলো দেখে আপনার একজন ছাত্র উপকৃত হতে পারে? উদাহরণস্বরূপ, বিরোধিতার সঙ্গে মোকাবিলা করছেন এমন একজন ব্যক্তি হয়তো পরীক্ষার মধ্যেও বিশ্বস্ত—সোভিয়েত ইউনিয়নে যিহোবার সাক্ষিরা (ইংরেজি) অথবা নাতসি আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষিরা দৃঢ় থাকে (ইংরেজি) ভিডিওটা দেখে উৎসাহিত হতে পারেন। অল্পবয়সিরা হয়তো ঈশ্বরকে সম্মানিত করে এমন লক্ষ্যগুলো অনুধাবন করো (ইংরেজি) এবং যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—আমি আমার জীবন নিয়ে কী করব? (ইংরেজি) ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আপনি কখন আপনার ছাত্রের সঙ্গে কোনো একটা ভিডিও দেখতে পারেন অথবা ছাত্রকে তা দেখার জন্য দিতে পারেন, সেই বিষয়ে আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য বাইবেল শিক্ষা দেয় বই এবং ‘ঈশ্বরের প্রেম’ বইয়ের ব্যক্তিগত কপিতে নোট করে রাখুন। যখন কোনো নতুন ভিডিও প্রকাশ করা হয়, তখন আপনার ছাত্রদের হৃদয়কে নাড়া দেওয়ার জন্য সেগুলো কীভাবে ব্যবহার করা যায়, সেই বিষয়ে চিন্তা করুন।—লূক ২৪:৩২.