ভাববাদীদের অনুকরণ করুন—আমোষ
১. কেন আমোষের উদাহরণ আমাদের জন্য উৎসাহের এক উৎস হতে পারে?
১ আপনার শিক্ষাগত ও আর্থিক পটভূমির কারণে আপনি কি কখনো নিজেকে অযোগ্য বলে মনে করেছেন? যদি মনে করে থাকেন, তাহলে আপনি আমোষের উদাহরণ থেকে মনোবল লাভ করতে পারেন। যদিও তিনি একজন গোপালক এবং অস্থায়ী মজুর ছিলেন, কিন্তু যিহোবা তাকে এক গুরুত্বপূর্ণ বার্তা ঘোষণা করার জন্য শক্তি প্রদান করেছিলেন। (আমোষ ১:১; ৭:১৪, ১৫) একইভাবে, আমাদের দিনে যিহোবা সাধারণ লোকেদের ব্যবহার করেন। (১ করি. ১:২৭-২৯) আমাদের পরিচর্যার জন্য ভাববাদী আমোষের কাছ থেকে আমরা আর কোন কোন শিক্ষা লাভ করতে পারি?
২. কেন আমরা পরিচর্যার সময় বিরোধিতার মুখেও দৃঢ় থাকতে পারি?
২ বিরোধিতার মুখে দৃঢ় থাকুন: অমৎসিয়, যিনি ইস্রায়েলের উত্তরের দশ বংশের রাজ্যের বাছুর উপাসকদের একজন যাজক ছিলেন, তিনি যখন আমোষকে ভাববাণী বলতে শুনেছিলেন, তখন তিনি রেগে গিয়ে যেন এই কথা বলতে চেয়েছিলেন: ‘তুমি তোমার ঘরে যাও! আমাদের ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না! আমাদের নিজেদের ধর্ম আছে!’ (আমোষ ৭:১২, ১৩) এ ছাড়া, আমোষের কাজ বন্ধ করার জন্য রাজা যারবিয়ামের কাছে অনুরোধ করার সময়, অমৎসিয় সেই ভাববাদীর কথাগুলোকে ভুলভাবে তুলে ধরেছিলেন। (আমোষ ৭:৭-১১) তবে আমোষ ভয় পেয়ে যাননি। বর্তমানে, কিছু পাদরি যিহোবার লোকেদেরকে তাড়না করার জন্য রাজনৈতিক সমর্থন লাভের চেষ্টা করে থাকে। কিন্তু, যিহোবা আমাদের নিশ্চয়তা দেন যে, আমাদের বিরুদ্ধে গঠিত কোনো অস্ত্রই সার্থক হবে না।—যিশা. ৫৪:১৭.
৩. বর্তমানে আমরা কোন দুটো বার্তা ঘোষণা করি?
৩ ঈশ্বরের বিচার এবং ভবিষ্যৎ আশীর্বাদ সম্বন্ধে ঘোষণা করুন: যদিও আমোষ ইস্রায়েলের দশ বংশের রাজ্যের বিরুদ্ধে বিচার ঘোষণা করেছিলেন, কিন্তু বাইবেলে তার নামের পুস্তকের উপসংহারে তিনি যিহোবার প্রতিজ্ঞার পুনঃস্থাপন এবং প্রচুর আশীর্বাদ সম্বন্ধে উল্লেখ করেছিলেন। (আমোষ ৯:১৩-১৫) আমরাও ঈশ্বরের আসন্ন ‘বিচার দিন’ সম্বন্ধে কথা বলে থাকি, কিন্তু এটা ‘রাজ্যের সুসমাচারের’ শুধু এমন একটা দিক, যা আমাদের ঘোষণা করতেই হবে। (২ পিতর ৩:৭; মথি ২৪:১৪) আরমাগিদোনে দুষ্টদের ওপর নিয়ে আসা যিহোবার ধ্বংস, পরমদেশ পৃথিবী নিয়ে আসার জন্য পথ প্রস্তুত করে দেবে।—গীত. ৩৭:৩৪.
৪. আমরা যে যিহোবার ইচ্ছা পালন করতে পারি, সেই ব্যাপারে আমাদের কোন নিশ্চয়তা রয়েছে?
৪ অনেক বিরোধী রয়েছে এমন এক জগতে রাজ্যের বার্তা প্রচার করার সময়, আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলার এবং যিহোবার ইচ্ছা পালন করার ব্যাপারে আমাদের দৃঢ়সংকল্প নিশ্চিতভাবেই পরীক্ষার মুখোমুখি হয়। (যোহন ১৫:১৯) তা সত্ত্বেও, আমরা এই ব্যাপারে নিশ্চিত যে, যিহোবা আমাদেরকে তাঁর ইচ্ছা পালন করার জন্য ক্রমাগতভাবে যোগ্য করে তুলবেন, ঠিক যেমনটা তিনি আমোষের ক্ষেত্রে করেছিলেন।—২ করি. ৩:৫.