শুধুমাত্র সঙ্গী হিসেবে পাশে থাকবেন না
১. আমরা যখন পরিচর্যায় অন্যদের সঙ্গে কাজ করি, তখন আমরা কীভাবে প্রেরিত পৌলের মনোভাবকে অনুকরণ করতে পারি?
১ প্রেরিত পৌল সহবিশ্বাসীদের সঙ্গে যে-সময় কাটিয়েছিলেন, তা ‘উভয় পক্ষের আশ্বাস’ বা উৎসাহ লাভ করার এক সুযোগ হিসেবে দেখেছিলেন। (রোমীয় ১:১২) যখন আপনি অন্য এক প্রকাশকের সঙ্গে পরিচর্যার কাজ করেন, তখন আপনি কি তাকে উৎসাহ দেওয়ার ও সাহায্য করার জন্য সেই সময়কে ব্যবহার করেন? শুধুমাত্র তাকে সঙ্গ না দিয়ে, কীভাবে আপনি একজন দক্ষ প্রকাশক হয়ে উঠেছেন, তাকে তা বলুন না কেন?
২. আমাদের সঙ্গে যিনি প্রচার করছেন, তার আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আমরা কী করতে পারি আর কেন তা গুরুত্বপূর্ণ?
২ আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করুন: কিছু প্রকাশকের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, যা তাদের মুখের হাবভাব অথবা গলার স্বরে প্রকাশ পায়। আন্তরিকভাবে তাদের প্রশংসা করার দ্বারা আমরা তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি। আর কোন কোন উপায়ে আপনি তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারেন? একজন ভ্রমণ অধ্যক্ষ, তার সঙ্গে প্রচার কাজ করছিলেন এমন একজন প্রকাশককে খোলাখুলিভাবে বলেছিলেন যে, তিনিও ভয় পেতেন আর সেই ভয় কাটানোর জন্য প্রার্থনা কীভাবে তাকে সাহায্য করেছিল। আত্মবিশ্বাসী হয়ে উঠতে কোন বিষয়টা একজন ভাইকে সাহায্য করেছিল, সেই বিষয়ে তিনি বলেন: “আমি প্রথমে গৃহকর্তার দিকে তাকিয়ে হাসি। কখনো কখনো এই সামান্য বিষয়ের জন্যও আমার প্রার্থনায় সাহায্য চাওয়ার প্রয়োজন হয়ে পড়ে।” পরিচর্যায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে এইরকম কিছু কি আপনাকে সাহায্য করেছে? আপনার সঙ্গে যিনি প্রচার করছেন, তাকে তা বলুন।
৩. আমরা আমাদের সঙ্গীর সঙ্গে কোন বিষয়গুলো ভাগ করে নিতে পারি, যেগুলো হয়তো তাকে পরিচর্যায় আরও কার্যকারী হয়ে উঠতে সাহায্য করতে পারে?
৩ সাহায্যকারী বিষয়গুলো ভাগ করে নিন: কথাবার্তা আরম্ভ করার জন্য আপনি কি এমন কোনো শুরুর মন্তব্য কিংবা প্রশ্ন খুজে পেয়েছেন, যেটা স্থানীয় এলাকায় কার্যকারী বলে মনে হতে পারে? নমুনা হিসেবে দেওয়া কোনো উপস্থাপনাকে আপনি কি নিজের মতো করে ব্যবহার করে ভালো ফল পেয়েছেন? গৃহকর্তার পরিস্থিতির সঙ্গে আপনার উপস্থাপনা খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনি কী করেছেন? আপনার সঙ্গীকে তা বলুন। (হিতো. ২৭:১৭) কোনো পুনর্সাক্ষাতে যাওয়ার সময়, আপনি হয়তো বলতে পারেন, আপনি কেন সেখানে যাচ্ছেন আর সেখানে যাওয়ার জন্য আপনি কীভাবে তৈরি হয়েছেন। বাইবেল অধ্যয়নের পর, আপনি হয়তো তার কাছে ব্যাখ্যা করতে পারেন যে, কেন আপনি নির্দিষ্ট কিছু বিষয়, শাস্ত্রপদ অথবা ছাত্রের প্রয়োজন অনুযায়ী কোনো ধরনের শিক্ষা পদ্ধতি ব্যবহার করেছেন।
৪. আমাদের সঙ্গে যারা প্রচার করছে, তাদের সাহায্য করার ব্যাপারে কেন আমাদের আগ্রহী হওয়া উচিত?
৪ প্রথম শতাব্দীর সুসমাচার প্রচারকরা শুধুমাত্র অবিশ্বাসী ব্যক্তিদের সাহায্য করার ব্যাপারেই আগ্রহী ছিল না। তারা একে অপরকে উৎসাহিত ও শক্তিশালী করার মূল্যও বুঝতে পেরেছিল। (প্রেরিত ১১:২৩; ১৫:৩২) প্রেরিত পৌল অল্পবয়সি তীমথিয়কে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং পরে তাকে উৎসাহিত করেছিলেন, যেন তিনি যা শিখছিলেন, তা অন্যদের সঙ্গে ভাগ করে নেন। (২ তীম. ২:২) আমরা যখন পরিচর্যায় থাকার সময় সহখ্রিস্টানদের উপকার করতে ভুলি না, তখন আমরা যে শুধুমাত্র তাদের আনন্দ ও দক্ষতা বৃদ্ধি করি তা-ই নয়, কিন্তু সেইসঙ্গে আমাদের স্বর্গীয় পিতাকেও খুশি করি।—ইব্রীয় ১৩:১৫, ১৬.