“লোকদিগকে একত্র কর”
১. মিশর ত্যাগ করার কিছুদিন পরই, ইস্রায়েলীয়দের যে-স্মরণীয় সভা হয়েছিল, সেটার সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনগুলোর কোন মিল রয়েছে?
১ মিশর ত্যাগ করার কিছুদিন পরই, যিহোবা মোশিকে নির্দেশ দিয়েছিলেন, যেন তিনি সীনয় পর্বতে ‘লোকদিগকে একত্র করেন।’ কেন? কারণ লোকেরা যাতে যিহোবার কথা শুনে তাঁকে ভয় করতে এবং তাদের সন্তানদেরকে তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দিতে পারে। (দ্বিতীয়. ৪:১০-১৩) সেই ঘটনাটা নিশ্চয়ই অনেক স্মরণীয় ছিল এবং তাদের বিশ্বাসকে শক্তিশালী করেছিল। পরবর্তী কয়েক মাস ধরে, যিহোবার লোকেরা তাঁর কাছ থেকে নির্দেশনা পাওয়ার জন্য বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্মেলনে একত্রিত হবে। পূর্ণ উপকার লাভ করার জন্য আমাদের কী করতে হবে?
২. আমাদের সম্মেলনের উদ্দেশ্যে ‘প্রস্তুত হইবার’ জন্য আমাদের কী করতে হবে?
২ ‘প্রস্তুত হউন’: যিহোবা ইস্রায়েলীয়দের আদেশ দিয়েছিলেন, যেন তারা সীনয় পর্বতে সেই ঐতিহাসিক সম্মেলনের জন্য ‘প্রস্তুত হয়।’ (যাত্রা. ১৯:১০, ১১) একইভাবে, শুধু কার্যক্রমে অংশগ্রহণকারী ব্যক্তিদেরই নয় বরং সম্মেলনগুলোতে যোগ দেবে এমন সকলেরই ভালোভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন। উদাহরণ স্বরূপ, অনেককে তাদের চাকরি থেকে ছুটি নেওয়ার ব্যবস্থা করতে হবে। হতে পারে আপনার পরিস্থিতি নহিমিয়ের মতো। রাজা অর্তক্ষস্তের পানপাত্রবাহক হিসাবে কাজ করার সময় তিনি যিরূশালেমে যাওয়ার এবং সেখানকার প্রাচীর পুনর্নির্মাণে সাহায্য করার জন্য কাজ থেকে ছুটি নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জানতেন যে, রাজা হয়তো রাজি না-ও হতে পারেন। নহিমিয় প্রার্থনা করে সাহসের সঙ্গে তার সদয় অনুরোধ জানিয়েছিলেন। রাজা তাকে ছুটি দিয়েছিলেন আর এমনকী নির্মাণ কাজের জন্য সাহায্যও জুগিয়েছিলেন! (নহি. ২:১-৯) আপনার নিয়োগকর্তার কাছ থেকে ছুটি চাওয়া ছাড়াও, আপনি কি আপনার যাওয়া-আসার এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন? সহযোগিতার প্রয়োজন রয়েছে এমন যেকোনো ব্যক্তিকেই সাহায্য করতে পারলে প্রাচীনরা খুশি হবেন। প্রতিটা অধিবেশনের আগে এসে পৌঁছানোর পরিকল্পনা করুন এবং আপনি যা শোনেন, তাতে ‘অধিক আগ্রহের সহিত মনোযোগ করিবার’ জন্য প্রস্তুত থাকুন।—ইব্রীয় ২:১.
৩. কী আমাদেরকে কার্যক্রমের জন্য আমাদের হৃদয়কে সুস্থির করতে সাহায্য করবে?
৩ আমাদের প্রস্তুত থাকার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল আমাদের হৃদয়কে সুস্থির করা, যাতে আমরা মনোযোগ দিয়ে শুনতে এবং শিখতে পারি। (ইষ্রা ৭:১০) সম্মেলনের কার্যক্রমের তালিকা jw.org ওয়েবসাইটে আগেই দিয়ে দেওয়া হবে এবং সেখানে সমস্ত বক্তৃতার শিরোনাম ও শিরোনামের পাশে একটা অথবা দুটো মূল শাস্ত্রপদও দিয়ে দেওয়া হবে। এর ফলে আমাদের নির্ধারিত সম্মেলনের আগের সপ্তাহগুলোতে পারিবারিক উপাসনার সন্ধ্যায় আলোচনা করার জন্য চমৎকার বিষয়বস্তু পাওয়া যাবে। কিছু প্রকাশক সম্মেলনে সংক্ষিপ্ত নোট নেওয়ার জন্য সেই কার্যক্রম প্রিন্ট করে থাকে।
৪. কীভাবে বাবা-মায়েরা সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য সম্মেলনের সময়টাকে এবং এর বিষয়বস্তুকে কাজে লাগাতে পারে?
৪ ‘আপন সন্তানগণকে শিক্ষা দিন’: সীনয় পর্বতে সেই সম্মেলনের বিভিন্ন উদ্দেশ্যের মধ্যে একটা ছিল, ইস্রায়েলীয় বাবা-মায়েরা যেন ‘আপন আপন সন্তানগণকে শিক্ষা’ দেন। (দ্বিতীয়. ৪:১০) বর্তমানে, সম্মেলনগুলোতেও বাবা-মায়েদের একই বিষয় করার চমৎকার সুযোগ রয়েছে। অধিবেশনের সময় বাবা-মায়েদের সন্তানদেরকে তাদের পাশে বসিয়ে মনোযোগ দিয়ে শোনার জন্য সাহায্য করা উচিত। প্রতিদিন দিনের শেষে এবং পরবর্তী সময়ে পারিবারিক উপাসনার সন্ধ্যায় পরিবারগুলো সেই কার্যক্রম নিয়ে একত্রে আলোচনা করতে পারে।
৫. আসন্ন সম্মেলনে যোগ দেওয়ার মাধ্যমে আমরা কীভাবে উপকার লাভ করব?
৫ সীনয় পর্বতে অতি গুরুত্বপূর্ণ সেই সম্মেলন ইস্রায়েলীয়দের উপলব্ধি করতে সাহায্য করেছিল যে, ঈশ্বরের লোক হয়ে তারা অদ্বিতীয় সুযোগ লাভ করেছে। (দ্বিতীয়. ৪:৭, ৮) একইভাবে আমাদের উপকারের জন্য আমাদের আসন্ন সম্মেলনের ব্যবস্থা করা হয়েছে। তিন দিনের জন্য আমরা শয়তানের জগতের মরুপ্রান্তর ত্যাগ করে আমাদের আধ্যাত্মিক পরমদেশে আধ্যাত্মিক সতেজতা এবং গঠনমূলক মেলামেশা উপভোগ করতে পারব। (যিশা. ৩৫:৭-৯) যেহেতু যিহোবার দিন এগিয়ে আসছে, তাই আমরা যেন পরস্পরকে উৎসাহ দেওয়ার জন্য একত্রিত হওয়ার এই সুযোগ না হারাই!—ইব্রীয় ১০:২৪, ২৫.