ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১৪ পৃষ্ঠা ২
  • সময়ানুবর্তী হওয়ার অভ্যাস গড়ে তুলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সময়ানুবর্তী হওয়ার অভ্যাস গড়ে তুলুন
  • ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেন সময়ানুবর্তী হবেন?
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের গৃহের প্রতি উপলব্ধি দেখান
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সুসমাচারের যোগ্যরূপে আচরণ করুন
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিশুর স্থাপিত উদাহরণ অনুসরণ করুন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১৪ পৃষ্ঠা ২

সময়ানুবর্তী হওয়ার অভ্যাস গড়ে তুলুন

১. সময়ানুবর্তী হওয়ার ব্যাপারে যিহোবা কোন উদাহরণ স্থাপন করেন?

১ যিহোবা সমস্ত কাজ সময়মতো করেন। উদাহরণ স্বরূপ, তিনি তাঁর দাসদের “সময়ের উপযোগী . . . অনুগ্রহ” দান করেন। (ইব্রীয় ৪:১৬) এ ছাড়া, তিনি “উপযুক্ত সময়ে” আধ্যাত্মিক “খাদ্য” জুগিয়ে দেন। (মথি ২৪:৪৫) তাই, আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি যে, তাঁর আসন্ন ক্রোধের দিন “যথাকালে বিলম্ব করিবে না।” (হবক্‌. ২:৩) যিহোবার সময়ানুবর্তিতা থেকে আমরা কতই-না উপকার লাভ করি! (গীত. ৭০:৫) কিন্তু ব্যস্ত ও অসিদ্ধ মানুষ হিসেবে সমস্ত কাজ সময়মতো করা আমাদের জন্য এক বিরাট প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কেন আমাদের সময়ানুবর্তী হওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত?

২. কেন সময়ানুবর্তিতা যিহোবার জন্য সম্মান নিয়ে আসে?

২ সময়ানুবর্তিতা এই শেষকালে আরও বিরল হয়ে উঠছে, কারণ অধিকাংশ লোক হল আত্মপ্রিয় এবং অজিতেন্দ্রিয় বা অসংযমী। (২ তীম. ৩:১-৩) তাই, খ্রিস্টানরা যখন কাজের, অ্যাপয়েন্টমেন্ট এবং সভাগুলোর ব্যাপারে সময়ানুবর্তী হয়, তখন অন্যেরা তা লক্ষ করে আর তা যিহোবার জন্য সম্মান নিয়ে আসে। (১ পিতর ২:১২) আমাদের ক্ষেত্রে কি এমনটা হয় যে, আমরা চাকরিতে সঠিক সময়ে কাজ শুরু করি কিন্তু ঈশতান্ত্রিক কাজকর্মগুলোর সময় প্রায়ই দেরি করি? খ্রিস্টীয় সভাগুলোতে, যেগুলোর অন্তর্ভুক্ত শুরুর গান ও প্রার্থনা, সেগুলোতে সময়মতো উপস্থিত হওয়া দেখায় যে, আমরা আমাদের সুসংগঠিত স্বর্গীয় পিতাকে অনুকরণ করতে চাই।—১ করি. ১৪:৩৩, ৪০.

৩. কেন সময়ানুবর্তী হওয়া দেখাবে যে, আমরা অন্যদের প্রতি বিবেচনা দেখাই?

৩ এ ছাড়া, সময়ানুবর্তী হওয়ার দ্বারা আমরা অন্যদের প্রতি “বিবেচনা দেখাই।” (ফিলি. ২:৩, ৪, NW) উদাহরণ স্বরূপ, আমরা যখন খ্রিস্টীয় সভাগুলোতে, যেগুলোর অন্তর্ভুক্ত ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো, সেগুলোতে সময়মতো পৌঁছাই, তখন আমরা সহউপাসকদের অযথা বিরক্ত করা এড়িয়ে চলি। অপরদিকে, দেরি করা যদি আমাদের অভ্যাসে পরিণত হয়, তাহলে এটা অন্যদের এই বার্তা দিতে পারে যে, আমরা তাদের চেয়ে আমাদের সময়কে বেশি মূল্যবান বলে গণ্য করি। সময়ানুবর্তী হওয়া দেখায় যে, আমরা নির্ভরযোগ্য, অধ্যবসায়ী এবং বিশ্বাসযোগ্য—যে গুণগুলোকে অন্যেরা উপলব্ধি করে।

৪. আমরা যদি প্রায়ই দেরি করি, তাহলে এই ব্যাপারে কীভাবে আমরা উন্নতি করতে পারি?

৪ আপনি যদি প্রায়ই দেরি করেন, তাহলে সেটার কারণগুলো সম্বন্ধে চিন্তা করুন। এক বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করার দ্বারা নিজেকে সংগঠিত করুন, যে-তালিকা আপনাকে নির্ধারিত সময়ে বিভিন্ন কাজ শেষ করতে সমর্থ করবে। (উপ. ৩:১; ফিলি. ১:১০, পাদটীকা) যিহোবার কাছে সাহায্য চান। (১ যোহন ৫:১৪) সময়ানুবর্তী হওয়া হল, ব্যবস্থার দুটো মহৎ আজ্ঞার প্রতি উপলব্ধি দেখানোর একটা উপায়, যেগুলো হল, ঈশ্বরকে প্রেম করা ও আমাদের প্রতিবেশীকে প্রেম করা।—মথি ২২:৩৭-৩৯.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার