আগস্ট মাস প্রচার কাজের এক ঐতিহাসিক মাস হবে!
পৃথিবীব্যাপী এক নতুন ট্র্যাক্ট বিতরণ করা হবে
১ ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠার ১০০তম বার্ষিকী এগিয়ে আসছে। তাই এক বিশেষ অভিযানের মাধ্যমে যিহোবাকে সম্মানিত করা কতই-না উপযুক্ত হবে! আগস্ট মাসে আমরা পৃথিবীব্যাপী একটা নতুন ট্র্যাক্ট বিতরণে অংশ নেব, যেটার শিরোনাম হল, কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি? এই ট্র্যাক্ট পাঠকদেরকে উত্তরের জন্য বাইবেলে দেখতে উৎসাহিত করে এবং ব্যাখ্যা করে যে, কীভাবে jw.org ওয়েবসাইট তাদের সাহায্য করতে পারে। বর্তমানে ইন্টারনেটের ব্যবহার খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। যদি গৃহকর্তা ইন্টারনেট সম্বন্ধে না জানেন, তাহলে মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? (T-35) ট্র্যাক্টটা অথবা অন্য কোনো উপযুক্ত ট্র্যাক্ট অর্পণ করুন।
২. আগস্ট মাসে ‘উচ্চৈঃস্বরে প্রশংসাসূচক জয়ধ্বনিতে’ অংশগ্রহণ করার জন্য আমরা কী করতে পারি?
২ উচ্চস্বরে প্রশংসাসূচক জয়ধ্বনি: প্রকাশকদেরকে তাদের পরিচর্যা বৃদ্ধি করতে সাহায্য করার জন্য এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা আগস্ট মাসে সহায়ক অগ্রগামীর কাজ করতে পারে। সেই মাসে বাপ্তাইজিত প্রকাশকদেরকে ৩০ ঘন্টার ভিত্তিতে সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে। যেহেতু আগস্ট মাসে পাঁচটা শুক্রবার, শনিবার ও রবিবার রয়েছে, তাই সপ্তাহের মাঝের দিনগুলোতে চাকরি করে কিংবা স্কুলে যায়, এমন অনেক প্রকাশকও সহায়ক অগ্রগামীর কাজ করতে পারবে। আপনার যদি কোনো উন্নতিশীল বাইবেল ছাত্র থাকে অথবা এমন কোনো সন্তান থাকে, যে প্রকাশক হতে চায়, তাহলে এখনই প্রাচীনগোষ্ঠীর কোঅর্ডিনেটরের সঙ্গে কথা বলুন। এই গুরুত্বপূর্ণ মাসে প্রকাশক হিসেবে আমাদের সঙ্গে যোগ দিতে পারা তাদের জন্য কতই-না উৎসাহজনক হবে! যদিও অনেক নিয়মিত অগ্রগামী তাদের বার্ষিক ঘন্টার চাহিদা পূরণ করার পর আগস্ট মাসে বিশ্রাম নিতে চায়, তবুও এই বিশেষ অভিযানে পূর্ণরূপে অংশগ্রহণ করার জন্য তাদের তালিকায় কিছুটা রদবদল করা হয়তো সম্ভব হতে পারে। পরিবারগতভাবে আগস্ট মাসে ‘উচ্চৈঃস্বরে প্রশংসাসূচক জয়ধ্বনিতে’ অংশগ্রহণ করার জন্য তারা কী করতে পারে, তা নিয়ে আলোচনা করার সময় এখনই।—ইষ্রা ৩:১১; হিতো. ১৫:২২.
৩. এই বিশেষ অভিযান সম্বন্ধে কী আশা করা যেতে পারে?
৩ যদিও আমরা আগে এই ধরনের অভিযানে অংশ নিয়েছি, তবে আমরা আশা করছি এবারেরটা হবে ঐতিহাসিক। আগস্ট মাসে আমরা কি ঘন্টার, প্রকাশকের এবং সহায়ক অগ্রগামীর দিক দিয়ে নতুন শীর্ষ সংখ্যায় পৌঁছাতে পারি? ২০১৪ পরিচর্যা বছর শেষ করার সময়, যিহোবা যেন আগস্ট মাসকে সর্বমহৎ সাক্ষ্যদানের মাস করে তোলার বিষয়ে পৃথিবীব্যাপী তাঁর লোকেদের প্রচেষ্টাকে আশীর্বাদ করেন!—মথি ২৪:১৪.
[অধ্যয়ন প্রশ্নাবলি]