নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
কোথায় জীবনের বড়ো বড়ো প্রশ্নের উত্তর পেতে পারি?
গৃহকর্তার হাতে ট্র্যাক্টটা দিন, যাতে তিনি ট্র্যাক্টটের শিরোনামটা দেখতে পারেন আর এরপর বলুন: “নমস্কার। আমরা এই গুরুত্বপূর্ণ খবরটা জানানোর জন্য এক বিশ্বব্যাপী অভিযানে অংশগ্রহণ করছিলাম। এই কপিটা আপনার জন্য।”
যে-ঘরগুলোতে কাউকে পাওয়া যায়নি, সেখানে আপনি যদি কোনো ট্র্যাক্ট ছেড়ে আসেন, তাহলে সেটাকে এমন জায়গায় ছেড়ে আসুন, যাতে তা লোকেদের চোখে না পড়ে এবং ছেড়ে আসার সময় অযথা সেটা মুড়িয়ে রাখবেন না।
গৃহকর্তা যদি আগ্রহ দেখান এবং কথা বলতে চান, তাহলে আপনি হয়তো ট্র্যাক্টের প্রথম পৃষ্ঠায় দেওয়া বাছাই করার মতো প্রশ্নগুলো সম্বন্ধে তার মতামত চাইতে পারেন। আপনি কি জীবনের বিভিন্ন প্রশ্নের শাস্ত্রীয় উত্তর পেতে চান? ট্র্যাক্টটা খুলুন এবং গীতসংহিতা ১১৯:১৪৪, ১৬০ পদ যা বলে, তা দেখান। ব্যাখ্যা করুন যে, এই ট্র্যাক্টে একটা ওয়েবসাইট সম্বন্ধে তথ্য রয়েছে, যেটা তাকে বাইবেল থেকে সন্তোষজনক উত্তর পেতে সাহায্য করতে পারে। সম্ভবত, আপনি তাকে কেন বাইবেল অধ্যয়ন করবেন? নামক ভিডিওটা দেখাতে পারেন। চলে আসার আগে ট্র্যাক্টের পিছনে দেওয়া তিনটে প্রশ্নের দিকে মনোযোগ আকর্ষণ করান এবং জিজ্ঞেস করুন যে, কোন প্রশ্নটার উত্তর তিনি প্রথমে জানতে চান। পুনরায় সাক্ষাৎ করার ব্যবস্থা করুন, যাতে আপনি দেখাতে পারেন যে, jw.org ওয়েবসাইট ব্যবহার করে কীভাবে সেই প্রশ্নের উত্তর জানা যায়। পুনর্সাক্ষাৎ করার সময় BIBLE TEACHINGS > BIBLE QUESTIONS ANSWERED-এর অন্তর্ভুক্ত বিষয়বস্তু থেকে উত্তর দিন। আপনার ভাষায় যদি এই বিভাগটা না থাকে, তাহলে আপনার ভাষায় অনলাইন লাইব্রেরি থেকে অথবা উপযুক্ত কোনো ছাপানো প্রকাশনা থেকে উত্তর দিন।
আপনি যদি এটার সঙ্গে আঞ্চলিক সম্মেলনের আমন্ত্রণপত্রও বিতরণ করছেন, তাহলে সেই ট্র্যাক্টটা দেওয়ার সময়ই গৃহকর্তাকে আমন্ত্রণপত্রটা দিন এবং বলুন, “আপনাকে যে-ট্র্যাক্টটা দিয়েছি, সেটার সঙ্গে একটা আমন্ত্রণপত্রও রয়েছে। আমরা আপনাকে আগত জনসাধারণের জন্য উন্মুক্ত এক অনুষ্ঠানে আসার জন্য এই আমন্ত্রণপত্রটা দিচ্ছি।”
প্রহরীদুর্গ জুলাই থেকে সেপ্টেম্বর
সপ্তাহান্তগুলোতে যখন উপযুক্ত, তখন প্রহরীদুর্গ পত্রিকা তুলে ধরার জন্য এই কথাগুলো বলুন: “এ ছাড়া, আপনি যদি পড়তে চান, তাহলে আমরা আপনাকে আমাদের সম্প্রতি প্রকাশিত পত্রিকাগুলোও দিতে চাই। প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যার প্রচ্ছদ বিষয়টা হল, ধূমপান সম্বন্ধে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি।”
সচেতন থাক! জুলাই থেকে সেপ্টেম্বর
সপ্তাহান্তগুলোতে সুযোগ পেলে সচেতন থাক! পত্রিকা অর্পণ করার জন্য এই কথাগুলো বলুন: “আপনি যদি পড়তে চান, তাহলে আমরা আমাদের সম্প্রতি প্রকাশিত পত্রিকাগুলোও দিতে চাই। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা এই প্রশ্নের উত্তর দেয়, আপনি কেন বেঁচে থাকবেন? বেঁচে থাকার তিনটে কারণ।”