এই মাসের মূলভাব: ‘বাক্য প্রচার কর, কার্য্যে অনুরক্ত [“তৎপর,” Nw] হও।’—২ তীম. ৪:২.
রাজ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আপনার সুযোগের সদ্ব্যবহার করুন!
১. দায়ূদের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি?
১ রাজা দায়ূদ এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি তার পরিস্থিতিকে তার সামনে বাধা হয়ে দাঁড়াতে দেননি। উদাহরণ স্বরূপ, দায়ূদ যিহোবার জন্য একটা গৃহ নির্মাণ করতে চেয়েছিলেন। তাকে যখন তা করতে অনুমতি দেওয়া হয়নি, তখন দায়ূদ তার লক্ষ্য পরিবর্তন করেছিলেন এবং শলোমনকে মন্দির নির্মাণ করতে সাহায্য করার জন্য বিভিন্ন সামগ্রী জুগিয়ে দিয়েছিলেন। (১ রাজা. ৮:১৭-১৯; ১ বংশা. ২৯:৩-৯) দায়ূদ যা করতে পারতেন না, সেটা নিয়ে চিন্তা করার পরিবর্তে, তিনি যা করতে পারতেন, সেটার ওপর মনোযোগ দিয়েছিলেন। রাজ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন উপায় খোঁজার সময় আমরা কীভাবে দায়ূদের উদাহরণ অনুকরণ করতে পারি?
২. আমরা কোন আত্মপরীক্ষা করতে পারি?
২ আপনি যা করতে পারেন, তা করুন: অনেকে সহায়ক অথবা নিয়মিত অগ্রগামী হিসেবে কাজ করার জন্য তাদের জীবনকে সরল বা সাদাসিধে করেছে। (মথি ৬:২২) আপনিও কি তাদের সঙ্গে যোগ দিতে পারেন? প্রার্থনাপূর্বক আপনার পরিস্থিতি পরীক্ষা করার সময় আপনি হয়তো দেখতে পাবেন যে, আপনার সামনে ‘বৃহৎ ও কার্য্যসাধক এক দ্বার’ খোলা রয়েছে। যদি তা-ই হয়, তাহলে সেটার সদ্ব্যবহার করুন!—১ করি. ১৬:৮, ৯.
৩. আমাদের পরিস্থিতি যদি অগ্রগামীর কাজ করার সুযোগ না দেয়, তবুও আমরা সাক্ষ্যদান করার কোন সুযোগগুলোর সদ্ব্যবহার করতে পারি?
৩ কিন্তু, আপনার পরিস্থিতি যদি আপনাকে অগ্রগামীর কাজ করতে বাধা দেয়, তাহলে? আপনার সামনে অন্যান্য যে-সুযোগ রয়েছে, সেগুলো উপেক্ষা করবেন না। উদাহরণ স্বরূপ, আপনার চাকরির জায়গায় আপনার হয়তো অবিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলার সুযোগ হয়। তাহলে তাদের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য এই সুযোগের সদ্ব্যবহার করুন না কেন? কিংবা আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে আপনি কি যারা চিকিৎসাসেবা প্রদান করছে, তাদের কাছে সাক্ষ্য দেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে পারেন? মনে রাখুন, এমন এক ব্যবস্থা রয়েছে, যেখানে বয়স কিংবা গুরুতর শারীরিক অবস্থার কারণে অক্ষম ব্যক্তিরা ১৫ মিনিট করে ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট দিতে পারে। মাসের ক্ষেত্রের পরিচর্যার রিপোর্ট পূরণ করার সময়, মনে করে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্যদান করার জন্য আপনি যে-সময় ব্যয় করেছেন, সেটা ও সেইসঙ্গে যে-সাহিত্য, ট্র্যাক্ট এবং স্মরণার্থের ও সম্মেলনের আমন্ত্রণপত্র অর্পণ করেছেন, সেগুলোও অন্তর্ভুক্ত করুন। আপনি হয়তো এটা দেখে আশ্চর্য হয়ে যাবেন, আপাতদৃষ্টিতে এই ছোটো ছোটো সুযোগ থেকে পাওয়া সময়, মাসিক রিপোর্টের বৃদ্ধিতে কতটা অবদান রাখে!
৪. আপনার দৃঢ়সংকল্প কী?
৪ আমাদের ব্যক্তিগত পরিস্থিতি যা-ই হোক না কেন, আসুন আমরা সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করি। এভাবে আমরা এটা জেনে পরিতৃপ্তি লাভ করব যে, রাজ্যের জন্য আমরা আমাদের যথাসাধ্য করছি।—মার্ক ১৪:৮; লূক ২১:২-৪.