এই মাসের মূলভাব: ‘বাক্য প্রচার কর, কার্য্যে অনুরক্ত [“তৎপর,” Nw] হও।’—২ তীম. ৪:২.
যেভাবে প্রচার করার বিষয়ে তৎপরতার মনোভাব গড়ে তোলা যায়
আমাদের অবশ্যই তৎপরতার এক মনোভাব গড়ে তুলতে হবে আর এই বিধিব্যবস্থার শেষ থেকে রক্ষা পাওয়ার জন্য তা খুবই প্রয়োজন। নীচে দেওয়া বিষয়গুলো মনে রাখার দ্বারা আমরা আমাদের তৎপরতার মনোভাব দৃঢ় করতে পারি।
নিয়মিতভাবে রাজ্যের জন্য প্রার্থনা করুন।—মথি ৬:১০.
প্রতিদিন বাইবেল পড়ার মাধ্যমে আপনার হৃদয়কে রক্ষা করুন।—ইব্রীয় ৩:১২.
আপনার সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন। —ইফি. ৫:১৫, ১৬; ফিলি. ১:১০, পাদটীকা।
এক “সরল” চোখ বজায় রাখুন। জাগতিক আকাঙ্ক্ষার দ্বারা বিক্ষিপ্ত হয়ে পড়বেন না। —মথি ৬:২২, ২৫; ২ তীম. ৪:১০.
বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলোর পরিপূর্ণতার বিষয়ে সতর্ক থাকার মাধ্যমে জেগে থাকুন।—মার্ক ১৩:৩৫-৩৭.
আমরা যদি তৎপরতার মনোভাব বজায় রাখি, তাহলে তা আমাদেরকে সেই কাজে পূর্ণরূপে অংশগ্রহণ করতে পরিচালিত করবে, যা এখনও শেষ হওয়া বাকি রয়েছে!—যোহন ৪:৩৪, ৩৫.