“পুনর্সাক্ষাৎ করতে গিয়ে আমি তাকে আর ঘরে পাইনি!”
আগ্রহ দেখিয়েছেন এমন কোনো ব্যক্তি সম্বন্ধে আপনি কি কখনো এইরকম মন্তব্য করেছেন? বার বার তার সঙ্গে দেখা করার চেষ্টা করা সত্ত্বেও, আপনি সত্যের যে-বীজ বপন করেছিলেন, তাতে জল দিতে পারেননি। (১ করি. ৩:৬) কখনো কখনো, অভিজ্ঞ প্রকাশকরা ঘরে পায়নি এমন কারো কারো কাছে চিঠি লেখে অথবা সেই ব্যক্তির দরজায় একটা চিরকুট রেখে আসে। কোনো কোনো প্রকাশক, সেই ব্যক্তিকে আবার ঘরে পাওয়া কঠিন হতে পারে তা বুঝতে পেরে তার ফোন নম্বর নেওয়ার জন্য অনুরোধ করেন। তারা হয়তো এভাবে জিজ্ঞেস করেন, “আপনি কি মোবাইল ফোন ব্যবহার করেন?” আমরা যদি সেই ব্যক্তির সঙ্গে আবার দেখা করি অথবা কোনো চিঠি, ই-মেল, টেক্সট মেসেজ, দরজায় রেখে আসা চিরকুট কিংবা টেলিফোনের মাধ্যমে সাক্ষ্যদান করি, তাহলে সেই সময়ে হয়তো একটা পুনর্সাক্ষাৎ গণনা করা যাবে। যদিও তাকে কদাচিৎ ঘরে পাওয়া যায়, তবুও আমরা এভাবে তার আগ্রহ আরও বৃদ্ধি করতে পারি।