গবেষণার জন্য এক নতুন হাতিয়ার
বিশ্বব্যাপী লক্ষ লক্ষ প্রকাশক, গবেষণা করার জন্য ওয়াচ টাওয়ার পাবলিকেশনস্ ইনডেক্স-এর সদ্ব্যবহার করেছে। তবে এটার মধ্যে যেহেতু প্রচুর বিষয়বস্তু রয়েছে, তাই এটা সীমিতসংখ্যক ভাষায় পাওয়া যায়। এই কারণে, যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা প্রায় ১৭০টা ভাষায় প্রস্তুত করা হয়েছে, যেগুলোর মধ্যে আমেরিকান সাংকেতিক ভাষা, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কান্নাড়া, মালায়ালাম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, তামিল ও তেলুগু ভাষা রয়েছে। গবেষণা নির্দেশিকা-য় ২০০০ সাল থেকে বিভিন্ন প্রকাশনার রেফারেন্স উল্লেখ করা আছে। যে-ভাষাগুলোতে ইতিমধ্যেই ইনডেক্স রয়েছে, সেই ভাষাগুলোতে গবেষণা নির্দেশিকা ছাপানো হয়নি। কিন্তু, ওয়াচটাওয়ার লাইব্রেরি এবং ওয়াচটাওয়ার—অনলাইন লাইব্রেরি-তে এটা ইলেকট্রনিক ফরমেটে রয়েছে। গবেষণা নির্দেশিকা আপনাকে বাইবেলের বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধান করার ক্ষেত্রে, ব্যক্তিগত চিন্তার বিষয়ে তথ্য খোঁজার ক্ষেত্রে এবং মণ্ডলীর সভা ও পারিবারিক উপাসনার জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে।