অতিথিপরায়ণ হওয়ার মাধ্যমে “ভাল দ্রব্য” ভাগ করে নিন (মথি ১২:৩৫ক)
নিঃসন্দেহে আমরা সকলে ‘অতিথি-সেবা’ করার মাধ্যমে অন্যদের সঙ্গে “ভাল দ্রব্য” ভাগ করে নিতে চাই। (রোমীয় ১২:১৩) এই ক্ষেত্রে প্রাচীনরা এগিয়ে গিয়ে অতিথি বক্তাদের প্রতি আতিথেয়তা দেখান ও তাদের যাতায়াত খরচের ব্যবস্থা করেন। কিন্তু, ব্যক্তিগতভাবে আমরা হয়তো সীমিত আয়ের কারণে আতিথেয়তা দেখানোর ব্যাপারে ইতস্তত বোধ করতে পারি অথবা অন্যদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানোর ব্যাপারে অতিরিক্ত চিন্তা করতে পারি। যিশু মার্থাকে যে-পরামর্শ দিয়েছিলেন, তা মেনে চলা আমাদেরকে এই ধরনের অনুভূতি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। (লূক ১০:৩৯-৪২) তিনি এই বিষয়টার ওপর জোর দিয়েছিলেন যে, অতিথিসেবার “উত্তম অংশটী” খাবারের প্রাচুর্য অথবা ঘরের সুন্দর সাজসজ্জা নয় বরং এটা হল পারস্পরিক সাহচর্য ও উৎসাহের আদান-প্রদান। এই পরামর্শ কাজে লাগানোর দ্বারা আমরা সকলে ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল রেখে আমাদের ভাই-বোনদের সঙ্গে “ভাল দ্রব্য” ভাগ করে নিতে পারি।—৩ যোহন ৫-৮.