নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
সচেতন থাক! জানুয়ারি থেকে মার্চ
“আমরা এক সাধারণ স্বাস্থ্যগত সমস্যা নিয়ে কথা বলার জন্য সকলের সঙ্গে সাক্ষাৎ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে প্রতি চার জনের মধ্যে এক জন, তাদের জীবনের কোনো-না-কোনো সময়ে মানসিক রোগ যেমন, অবসাদের দ্বারা আক্রান্ত হবে। আপনার কি মনে হয় যে, এই রোগের প্রকোপ আরও বাড়ছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আমি কি আপনাকে একটা শাস্ত্রপদ দেখাতে পারি, যা আমাদের এই আশা দেয় যে, আমরা ভবিষ্যতে এই পৃথিবীতে অসুস্থতা ও ব্যাথা ছাড়াই বেঁচে থাকতে পারব? [গৃহকর্তা যদি আগ্রহী হন, তাহলে প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।] এই পত্রিকা মানসিক রোগ সম্বন্ধে এমন কয়েকটা বিষয় তুলে ধরে, যেগুলো প্রত্যেকের জানা উচিত।”