“ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হোন” পুস্তিকা ব্যবহার করুন—কথাবার্তা শুরু করার জন্য
১. পরিচর্যার জন্য আমরা কোন নতুন হাতিয়ার পেয়েছি?
১ দুই হাজার চোদ্দো সালের আঞ্চলিক সম্মেলনে ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হোন পুস্তিকা প্রকাশ করা হয়েছিল। পরিচর্যায় উপস্থাপনা প্রস্তুত করার সময় কীভাবে আমরা এই নতুন হাতিয়ার ব্যবহার করতে পারি? এটা ঠিক যুক্তি (ইংরেজি) বইয়ের মতোই, যেখানে বিভিন্ন বাইবেলভিত্তিক বিষয় অনুসারে শাস্ত্রপদগুলো সাজানো রয়েছে, আর তাই কথাবার্তা শুরু করার ক্ষেত্রে এটা খুবই সাহায্যকারী হতে পারে।
২. কীভাবে আমরা পরিচর্যায় ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হোন পুস্তিকা ব্যবহার করতে পারি?
২ আপনি হয়তো প্রশ্ন ৮ ব্যবহার করে বলতে পারেন: “আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করছি আর একটা বিষয়ে কথা বলছি, যা অনেক লোককে ভাবিয়ে তুলেছে, ‘মানুষের দুঃখকষ্টের জন্য কি ঈশ্বরকে দোষ দেওয়া ঠিক?’ [কোনো কোনো এলাকায় গৃহকর্তাকে প্রশ্নটা দেখানো আরও বেশি কার্যকরী।] এই বিষয়ে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল এই প্রশ্নের এক সন্তোষজনক উত্তর দেয়।” উদ্ধৃত এক বা একাধিক শাস্ত্রপদ সরাসরি বাইবেল থেকে পড়ুন ও আলোচনা করুন। গৃহকর্তা যদি আরও আগ্রহ দেখান, তাহলে তাকে পুস্তিকা থেকে ২০টা প্রশ্ন দেখান এবং তাকে পরের বারের জন্য কোনো একটা প্রশ্ন বেছে নিতে বলুন। কিংবা আপনি তাকে কোনো অধ্যয়ন প্রকাশনা দিতে পারেন, যেটার মধ্যে আপনি সবেমাত্র যে-বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয়ে আরও তথ্য রয়েছে।
৩. ন-খ্রিস্টীয় ধর্মাবলম্বী লোকেদের কাছে প্রচার করার সময় কীভাবে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচিত হোন পুস্তিকা ব্যবহার করতে পারি?
৩ ন-খ্রিস্টীয় ধর্মাবলম্বী লোকেদের কাছে প্রচার করার সময় প্রশ্ন ৪, ১৩ ও ১৭ বিশেষভাবে সাহায্যকারী হতে পারে। উদাহরণ স্বরূপ, আপনি হয়তো প্রশ্ন ১৭-এ দেওয়া তথ্য ব্যবহার করে বলতে পারেন: “আমরা পরিবারগুলোকে সাহায্য করার জন্য সকলের সঙ্গে সাক্ষাৎ করছি। আপনার কি মনে হয় না যে, আজকে পরিবারগুলো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেক দম্পতি এই নীতিকে সাহায্যকারী বলে মনে করেছে: স্ত্রীর উচিত যেন সে স্বামীকে সম্মান করে। [এই বিষয়টা উল্লেখ করার প্রয়োজন নেই যে, এটা ইফিষীয় ৫:৩৩ পদ থেকে নেওয়া হয়েছে। আপনি যদি কোনো মহিলার সঙ্গে কথা বলেন, তাহলে আপনি ইফিষীয় ৫:২৮ পদের কথাগুলো মুখস্থ বলতে পারেন।] আপনার কি মনে হয় যে, এই পরামর্শ কাজে লাগানো একটা বৈবাহিক সম্পর্কের জন্য উপকারী হবে?”
৪. ন-খ্রিস্টীয় ধর্মাবলম্বী কোনো ব্যক্তির সঙ্গে আপনার কথাবার্তার শেষে আপনি হয়তো কী করতে পারেন?
৪ আপনাদের কথাবার্তা শেষ হওয়ার পর, পরবর্তীকালে অন্য কোনো সময়ে যাতে আবারও আলোচনা চালিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থা করে আসুন। আপনি হয়তো প্রথম সাক্ষাতে যে-প্রশ্ন ব্যবহার করেছিলেন, সেখান থেকে আরেকটা শাস্ত্রপদ ব্যবহার করে কথা বলার পরিকল্পনা করতে পারেন। উপযুক্ত সময়ে গৃহকর্তাকে জানান, আপনি তার সঙ্গে যে-বিজ্ঞ পরামর্শগুলো আলোচনা করছিলেন, সেগুলোর উৎস হল বাইবেল। সেই ব্যক্তির সঙ্গে আপনি আগে যা আলোচনা করেছেন এবং তিনি বাইবেলকে যে-দৃষ্টিতে দেখেন, সেটার উপর ভিত্তি করে তাকে এমন এক প্রকাশনা দিন, যেটা তার কাছে আগ্রহজনক হবে বলে আপনি মনে করেন।—২০১৩ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ইনসার্ট দেখুন।