ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/১৫ পৃষ্ঠা ২-৩
  • অন্ধ ব্যক্তিদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অন্ধ ব্যক্তিদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করুন
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পরিচর্যায় আমাদের দক্ষতা বাড়ানো—অন্ধ ব্যক্তিদের কাছে সাক্ষ্যদান করে
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২০
  • ফরীশীদের একগুঁয়ে অবিশ্বাস
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ফরীশীদের স্বেচ্ছাকৃত অবিশ্বাস
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/১৫ পৃষ্ঠা ২-৩

অন্ধ ব্যক্তিদের যিহোবা সম্বন্ধে জানতে সাহায্য করুন

১. যিশু কীভাবে অন্ধ ব্যক্তিদের প্রতি সমবেদনা দেখিয়েছিলেন?

১ এটা যিশুর মৃত্যুর কয়েক দিন আগের ঘটনা। তিনি যখন যিরীহো নগর থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন দু-জন অন্ধ ভিক্ষুক উচ্চস্বরে বলে ওঠেন: “প্রভু . . . আমাদের প্রতি দয়া করুন।” যদিও যিশু আগত কঠিন পরীক্ষাগুলো নিয়ে গভীরভাবে চিন্তিত ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি থামেন, সেই অন্ধ ভিক্ষুকদের কাছে ডাকেন এবং তাদেরকে সুস্থ করেন। (মথি ২০:২৯-৩৪) অন্ধদের প্রতি দেখানো যিশুর সমবেদনাকে আমরা কীভাবে অনুকরণ করতে পারি?

২. জনসাধারণ্যে কোনো অন্ধ ব্যক্তির সঙ্গে দেখা হলে, আমরা কীভাবে তাকে সাক্ষ্য দিতে পারি?

২ সাহায্যের হাত বাড়িয়ে দিন: কোনো অন্ধ ব্যক্তির সঙ্গে যদি আপনার দেখা হয়, হতে পারে জনসাধারণ্যে, তা হলে নিজের পরিচয় দিন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। যেহেতু লোকেরা প্রায়ই তাদের অন্ধত্বের সুযোগ নেয়, তাই সেই ব্যক্তি হয়তো প্রথমে সন্দেহ করতে পারেন। তবে, আপনার বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং আন্তরিক আগ্রহ, তাকে হয়তো স্বচ্ছন্দবোধ করার জন্য সাহায্য করতে পারে। এই বিষয়টা মনে রাখবেন, অন্ধত্বের মধ্যে প্রকারভেদ রয়েছে আর সেটার উপর নির্ভর করে, তার কতটা সাহায্যের প্রয়োজন। তাকে সাহায্য করার পর আপনি হয়তো বলতে পারেন, আপনি এক বাইবেল শিক্ষা কাজের সঙ্গে যুক্ত। সেই ব্যক্তিকে গীতসংহিতা ১৪৬:৮ অথবা যিশাইয় ৩৫:৫, ৬ পদ পড়ে শোনান। তিনি যদি ব্রেইল পড়তে পারেন, তাহলে তাকে জিজ্ঞেস করুন তিনি এমন কোনো ব্রেইল প্রকাশনা পড়তে চান কি না, যা তাকে বাইবেল সম্বন্ধে জানতে সাহায্য করবে। এ ছাড়া, আপনি তাকে  jw.org ওয়েবসাইট থেকে অডিও ফাইল ডাউনলোড করার জন্য সাহায্য করতে পারেন। তার কম্পিউটারে কি স্ক্রিন রিডার প্রোগ্রাম আছে, যে-প্রোগ্রাম স্ক্রিনে থাকা বিষয়বস্তু জোরে জোরে পড়ে? যদি থাকে, তা হলে তিনি হয়তো jw.org  ওয়েবসাইট থেকে ছাপানো প্রবন্ধগুলো আর সেইসঙ্গে আরটিএফ-এ (রিচ টেক্সট ফরম্যাট) ডাউনলোড করা প্রকাশনাদি শুনতে পারেন।—“একজন অন্ধ ব্যক্তিকে সাহায্য করার সময় . . .” শিরোনামের বাক্সটা দেখুন।

৩. আমরা কীভাবে আমাদের এলাকায় অন্ধ ব্যক্তিদের খুঁজতে পারি?

৩ অন্ধ ব্যক্তিদের খুঁজুন: ঘরে ঘরে প্রচার করার সময়, আমরা হয়তো খুব কমই অন্ধ ব্যক্তিদের দেখা পাই। এর কারণ হল, এদের মধ্যে বেশিরভাগই তাদের ঘরে আসা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে পছন্দ করে না। তাই, এই ধরনের ব্যক্তিদের সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে “অনুসন্ধান” করার বা খোঁজার জন্য যথেষ্ট প্রচেষ্টার প্রয়োজন। (মথি ১০:১১) আপনার কাজের জায়গায় অথবা স্কুলে কি এমন কোনো ব্যক্তি আছেন, যিনি অন্ধ? তার সঙ্গে কথা বলার জন্য নিজে থেকে এগিয়ে যান। আপনার এলাকায় যদি কোনো অন্ধদের স্কুল থাকে, তাহলে স্কুলের লাইব্রেরির জন্য আমাদের কিছু ব্রেইল প্রকাশনা দিন। আপনি কি এমন কোনো ব্যক্তিকে চেনেন, যার পরিবারে কোনো অন্ধ ব্যক্তি রয়েছে? আপনার এলাকায় কি এমন কোনো সংস্থা রয়েছে, যারা অন্ধদের সেবা প্রদান করে অথবা তাদের জন্য থাকার ব্যবস্থা করে? পরিবারের সদস্য, রিসেপশনিস্ট অথবা প্রতিষ্ঠানের পরিচালকের কাছে ব্যাখ্যা করুন যে, যিহোবার সাক্ষিরা অন্ধ ব্যক্তিদের সাহায্য করার জন্য খুবই আগ্রহী এবং তাদেরকে ব্রেইল সাহিত্যাদি অথবা অডিও রেকর্ডিং দেওয়ার প্রস্তাব দিন। তাকে বাইবেলে দেওয়া প্রতিজ্ঞাগুলো দেখান, যা দেখায় ঈশ্বর শীঘ্রই চিরকালের জন্য অন্ধত্ব দূর করে দেবেন। আপনি হয়তো তাকে  jw.org  ওয়েবসাইট থেকে এটি ছাড়া, আমি অসহায় হয়ে পড়তাম a (ইংরেজি) নামক ভিডিওটা দেখাতে পারেন। এই ভিডিও এমন একজন অন্ধ ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরে, যিনি ব্রেইলে বাইবেল পেয়ে উপকৃত হয়েছেন। আপনার আসার উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়তো অন্ধ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার রাস্তা খুলে দিতে পারে।

৪. জ্যানেটের অভিজ্ঞতা থেকে আমরা কী শিখতে পারি?

৪ জ্যানেট নামে একজন অন্ধ বোন একটা বিল্ডিং-এ গিয়েছিলেন, যেখানে অন্ধ ব্যক্তিরা থাকত। তিনি সেখানে একজন অল্পবয়সি মহিলার সঙ্গে কথা বলেন। বোন তাকে বলেন, “যিশু অন্ধ ব্যক্তিদের সুস্থ করার মাধ্যমে দেখিয়েছিলেন, ভবিষ্যতে তিনি সমস্ত অন্ধ ব্যক্তিদের প্রতি কী করবেন।” তারা একসঙ্গে প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়েন আর তারপর বোন তার কাছে ব্যাখ্যা করেন, কীভাবে ঈশ্বরের রাজ্যে এই প্রতিজ্ঞা পূর্ণ হবে। এটা শুনে সেই মহিলা কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর তিনি বলেন: “আমি কখনো কোনো অন্ধ ব্যক্তির কাছ থেকে এইরকম মন্তব্য শুনিনি। দেখতে পায়, এমন ব্যক্তিদের বেশিরভাগই বিশ্বাস করে, অন্ধ ব্যক্তিরা তাদের নিজেদের অথবা তাদের পূর্বপুরুষদের কর্মফল ভোগ করছে।” বোন ই-মেলে তাকে বাইবেল শিক্ষা দেয় বইয়ের লিংক পাঠিয়ে দেন এবং এখন বোন সেই মহিলাকে সপ্তাহে দু-দিন বাইবেল অধ্যয়ন করাচ্ছেন।

৫. যিশুর মতো অন্ধ ব্যক্তিদের সুস্থ করতে না পারলেও, তাদের প্রতি দেখানো আগ্রহ কোন কোন আশীর্বাদ নিয়ে আসবে?

৫ এটা ঠিক যে, যিশুর মতো আমরা অন্ধ ব্যক্তিদের সুস্থ করতে পারব না। তবে, আমরা ঈশ্বরের বাক্যে প্রাপ্ত সত্য বোঝার ক্ষেত্রে সেইসমস্ত ব্যক্তিদের সাহায্য করতে পারি, যাদের মন এই যুগের দেব অন্ধ করে রেখেছে আর এদের মধ্যে প্রকৃত অন্ধ ব্যক্তিরাও রয়েছে। (২ করি. ৪:৪) যিশু যিরীহো নগরের কাছে সেই দু-জন অন্ধ ব্যক্তিকে সুস্থ করেছিলেন, কারণ তিনি তাদের প্রতি “করুণাবিষ্ট” হয়েছিলেন। (মথি ২০:৩৪) আমরা যদি অন্ধ ব্যক্তিদের প্রতি একইরকম আগ্রহ দেখাই, তাহলে আমরাও সেই ব্যক্তিদেরকে যিহোবা সম্বন্ধে জানাতে পেরে আনন্দিত হব, যিনি চিরকালের জন্য অন্ধত্ব দূর করে দেবেন।

a ইংরেজিতে ভিডিওর নাম হল, Without It, I Would Feel Lost.

একজন অন্ধ ব্যক্তিকে সাহায্য করার সময় . . .

  • সরাসরি কথা বলুন, তবে তা যেন উঁচু স্বরে না হয়। অন্ধ ব্যক্তিরা দেখতে না পেলেও, তাদের শোনার ক্ষমতা সাধারণত বেশ ভালো।

  • আপনি যদি তাকে পথ চলতে সাহায্য করেন, তা হলে নিজের হাত ভাঁজ করুন এবং কনুইয়ের ঠিক উপরের অংশ তাকে ধরতে বলুন। আপনি তার একটু আগে আগে হাঁটলে তিনি আপনাকে অনুসরণ করতে পারবেন। আপনি যখন রাস্তার কিনারা, কোনো খুঁটি, সিঁড়ি অথবা সামনে কোনো বাধা দেখেন, তখন তাকে সতর্ক করে দিন।

  • ‘দেখুন’ এবং ‘লক্ষ করুন’ শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে দ্বিধা করবেন না। অন্ধ ব্যক্তিরাও এই শব্দগুলো ব্যবহার করে। তারা অন্যান্য ইন্দ্রিয় দিয়ে ‘দেখে,’ এমনকী যা বলা হচ্ছে, সেই মতো নিজেদের মনে একটা ছবি তৈরি করে।

  • এমন জায়গায় আলোচনা করুন, যেখানে বেশি আওয়াজ নেই। সাধারণত চারিদিকে জোরে জোরে আওয়াজ হলে তারা অস্বস্তিবোধ করে কারণ আশেপাশে কী ঘটছে, তাদের পক্ষে তা বোঝা কঠিন হয়ে পড়ে।

  • চলে আসার আগে তাকে বলুন, আপনি চলে যাচ্ছেন। না হলে, আপনি চলে যাওয়ার পরেও তিনি হয়তো নিজের কথা চালিয়ে যাবেন এবং অস্বস্তিকর অবস্থায় পড়বেন।

  • সেই অন্ধ ব্যক্তি যদি আগ্রহ দেখান অথচ আপনার এলাকায় বাস না করেন, তা হলে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন ফর্মটা (S-43) পূরণ করে মণ্ডলীর সচিবকে দিন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার