ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ৬০-৬৮
প্রার্থনা শ্রবণকারী যিহোবার প্রশংসা করুন
যিহোবার কাছে করা প্রতিজ্ঞাগুলো নিয়ে প্রার্থনা করুন
আমাদের প্রতিজ্ঞাগুলো নিয়ে প্রার্থনা করলে সেগুলো রক্ষা করার বিষয়ে আমাদের সংকল্প আরও দৃঢ় হবে
ঈশ্বরের কাছে আমাদের উৎসর্গীকরণ হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা
হান্না
প্রার্থনায় মনের কথা খুলে বলার মাধ্যমে যিহোবার উপর নির্ভরতা প্রকাশ করুন
কার্যকরী প্রার্থনার সঙ্গে আমাদের হৃদয়ের গভীরতম অনুভূতিও যুক্ত রয়েছে
আমরা যখন সুনির্দিষ্টভাবে প্রার্থনা করি, তখন আমরা যিহোবার উত্তর আরও ভালোভাবে বুঝতে পারি
যিশু
যিহোবা সঠিক মনোভাবাপন্ন ব্যক্তিদের প্রার্থনা শোনেন
যিহোবা ‘মর্ত্ত্যমাত্রের [‘সব মানুষের,’ বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন]’ প্রার্থনা শোনেন, যারা আন্তরিকভাবে তাঁকে জানতে চায় ও তাঁর ইচ্ছা পালন করতে চায়
আমরা যেকোনো সময়ে যিহোবার কাছে প্রার্থনা করতে পারি
কর্ণীলিয়
প্রার্থনার সময় আপনি যে-বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে চান, সেগুলো লিখুন।