ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • mwb১৬ সেপ্টেম্বর পৃষ্ঠা ৩
  • ‘সদাপ্রভুর ব্যবস্থা-পথে চল’

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ‘সদাপ্রভুর ব্যবস্থা-পথে চল’
  • আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার বাক্যের ওপর নির্ভর করুন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের বাক্যকে আপনার পথের আলোক হতে দিন
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের বাক্যকে আপনি কতখানি ভালবাসেন?
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি!”
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
mwb১৬ সেপ্টেম্বর পৃষ্ঠা ৩

ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১১৯

‘সদাপ্রভুর ব্যবস্থা-পথে চল’

যিহোবার ব্যবস্থাপথে চলার অর্থ হল, স্বেচ্ছায় তাঁর নির্দেশনার প্রতি বশীভূত হওয়া। আমরা বাইবেলে এমন অনেকের উত্তম উদাহরণ পাই, যারা গীতরচকের মতো যিহোবার ব্যবস্থা মেনে চলেছিলেন এবং তাঁর উপর নির্ভর করেছিলেন।

গীতরচক লাঠি ব্যবহার করে হাঁটছন

আমরা যদি ঈশ্বরের ব্যবস্থাপথে চলি, তা হলে প্রকৃত সুখ লাভ করব

১১৯:১-৮

যিহোশূয় গোটানো পুতক পড়ছন

যিহোশূয় যিহোবার নির্দেশনার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছিলেন। তিনি জানতেন, ধন্য বা সুখী ও সফল হওয়ার জন্য তাকে সর্বান্তঃকরণে যিহোবার উপর নির্ভর করতে হবে

জীবনের পরীক্ষাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য ঈশ্বরের বাক্য আমাদের প্রয়োজনীয় সাহস প্রদান করে

১১৯:৩৩-৪০

যিরমিয় পার্থনা করছন

যিরমিয় কঠিন পরিস্থিতির মধ্যেও সাহস দেখিয়েছিলেন এবং যিহোবার উপর নির্ভরতা প্রকাশ করেছিলেন। তিনি তার জীবনকে সাদাসিধে রেখেছিলেন এবং তার কার্যভার পালন করার জন্য যথাসাধ্য করেছিলেন

ঈশ্বরের বাক্যের সঠিক জ্ঞান আমাদের আস্থা সহকারে প্রচার করতে সাহায্য করে

১১৯:৪১-৪৮

পৌল দেশাধ্যক্ষ ফীলিক্সর কাছ পচার করছন

পৌল অন্যদেরকে ঈশ্বরের বার্তা জানাতে কখনো ভয় পাননি। তিনি যখন দেশাধ্যক্ষ ফীলিক্সের কাছে সাহসের সঙ্গে প্রচার করেছিলেন, তখন তার পূর্ণ আস্থা ছিল যে, যিহোবা তাকে সাহায্য করবেন

গীতরচক লাঠি ব্যবহার করে হাঁটছন

কোন কোন ক্ষেত্রে অন্যদের কাছে প্রচার করার সময় আমি আরও বেশি আস্থা প্রকাশ করতে পারি?

  • স্কুল

  • কর্মক্ষেত্র

  • পরিবার

  • অন্যান্য ক্ষেত্র

গীতসংহিতার ১১৯ গীতটা বর্ণানুক্রমে লেখা হয়েছে। এটা হয়তো মনে রাখার জন্য সহজ ছিল। এই গীতে ২২টা স্তবক রয়েছে এবং প্রতিটা স্তবকে ৮টা করে পদ রয়েছে। একটা স্তবকের প্রতিটা পদ একই ইব্রীয় বর্ণ দিয়ে শুরু হয়। ইব্রীয় বর্ণমালায় যেহেতু ২২টা বর্ণ রয়েছে, তাই এই গীতে ১৭৬টা পদ রয়েছে আর এই কারণে এই গীত হচ্ছে বাইবেলের সবচেয়ে বড়ো গীত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার