ঈশ্বরের বাক্যের গুপ্তধন | গীতসংহিতা ১৪২-১৫০
“সদাপ্রভু মহান্ ও অতীব কীর্ত্তনীয়”
যিহোবার মহিমা যে অসীম, তা উপলব্ধি করতে পেরে দায়ূদ চিরকাল তাঁর প্রশংসা করার জন্য অনুপ্রাণিত হন
দায়ূদের মতো যিহোবার ‘সাধু [“অনুগত,” NW]’ দাসেরাও, প্রতিদিন যিহোবার পরাক্রমী কাজগুলো নিয়ে কথা বলার জন্য অনুপ্রাণিত হয়
দায়ূদ নিশ্চিত যে, তাঁর দাসদের যত্ন নেওয়ার আকাঙ্ক্ষা এবং ক্ষমতা যিহোবার রয়েছে