ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৩৮-৪২
যিহোবা ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন
ঈগল পাখি ওড়ার সময়ে উষ্ণ বায়ুপ্রবাহের স্তরের সুবিধা গ্রহণ করে ঘণ্টার পর ঘণ্টা শূন্যে ভেসে থাকতে পারে। একবার উষ্ণ বায়ুপ্রবাহের কোনো স্তর খুঁজে পাওয়ার পর, ঈগল পাখি সেই স্তরে চক্রাকারে উড়তে থাকে, যা এই পাখিকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যায়। একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর, ঈগল পাখি পরবর্তী উষ্ণ বায়ুপ্রবাহের স্তরে ভেসে যায় এবং এই প্রক্রিয়া চলতে থাকে
আপাতদৃষ্টিতে প্রচেষ্টাহীন বলে মনে হওয়া ঈগলের ওড়ার এই প্রক্রিয়া চমৎকারভাবে তুলে ধরে যে, কীভাবে আমরা ঈশ্বরের জোগানো শক্তির সাহায্যে আমাদের উপাসনা চালিয়ে যেতে পারি