বাইবেল পড়া ও ধ্যান করার জন্য সময় করে নেওয়া
নমুনা হিসেবে দেওয়া উপস্থাপনা
ভিডিও
প্রশ্ন: আমরা সবাইকে আগ্রহজনক ধারাবাহিক ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওগুলো সন্তানদের দায়িত্ববান হতে শেখানোর জন্য তৈরি করা হয়েছে। আপনি কি দেখতে চান?
অর্পণ: যিহোবার বন্ধু হও শিরোনামের ধারাবাহিক ভিডিও থেকে যেকোনো একটা ভিডিও দেখান। এরপর গৃহকর্তাকে jw.org ওয়েবসাইট দেখান এবং তিনি কীভাবে এই ধারাবাহিকের অন্যান্য ভিডিও খুঁজে বের করতে পারেন, সেই বিষয়ে তাকে সাহায্য করুন।
সত্য সম্বন্ধে শিক্ষা দিন
প্রশ্ন: উপহার হিসেবে পাওয়া জীবনকে আমাদের কীভাবে দেখা উচিত?
শাস্ত্রপদ: প্রকা ৪:১১
সত্য: যেহেতু জীবন হল ঈশ্বরের কাছ থেকে পাওয়া এক উপহার, তাই জীবনের প্রতি আমরা সম্মান দেখাই। আমরা নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন আর আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে অন্য কোনো মানুষের জীবন কেড়ে নিই না। উপহার হিসেবে পাওয়া জীবনকে আমরা মূল্যবান বলে মনে করি।
এক সুখী পারিবারিক জীবনের চাবিকাঠি কী? (T-32) ট্র্যাক্ট
প্রশ্ন: এই ট্র্যাক্টের উপরে দেওয়া প্রশ্নটা ও সেইসঙ্গে সম্ভাব্য কিছু উত্তর লক্ষ করুন। এই বিষয়ে আপনি কী মনে করেন?
শাস্ত্রপদ: লূক ১১:২৮
অর্পণ: ঈশ্বর পারিবারিক জীবন সম্বন্ধে যা শিক্ষা দেন, তা কেন আমরা বিশ্বাস করতে পারি এবং আপনার পরিবারের জন্য এটা কী অর্থ রাখে, সেই বিষয়ে এই ট্র্যাক্টে তুলে ধরা হয়েছে।
নিজের ভাষায় উপস্থাপনা তৈরি করুন
আগের উদাহরণগুলোতে দেওয়া পদ্ধতি ব্যবহার করে নিজের ভাষায় ক্ষেত্রের পরিচর্যার উপস্থাপনা তৈরি করুন।