ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিহিষ্কেল ১-৫
যিহিষ্কেল অত্যন্ত আনন্দের সঙ্গে ঈশ্বরের বার্তা ঘোষণা করেছিলেন
একটা দর্শনে, যিহোবা যিহিষ্কেলকে একটা গুটানো পুস্তক দিয়েছিলেন ও তাকে সেটা ভোজন করতে বলেছিলেন। সেটার তাৎপর্য কী ছিল?
২:৯–৩:২
যিহিষ্কেলকে ঈশ্বরের বার্তা গভীরভাবে অধ্যয়ন করতে হয়েছিল। গুটানো পুস্তকের কথাগুলো নিয়ে ধ্যান করা যিহিষ্কেলের গভীরতম অনুভূতিতে নাড়া দিয়েছিল ও তাকে কথা বলতে অনুপ্রাণিত করেছিল
৩:৩
যিহিষ্কেলের কাছে সেই গুটানো পুস্তক মিষ্টি লেগেছিল কারণ তিনি নিজের কার্যভারের প্রতি উত্তম মনোভাব বজায় রেখেছিলেন