ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিহিষ্কেল ১৮-২০
যিহোবা যখন ক্ষমা করেন, তখন তিনি কি তা ভুলে যান?
১৮:২১, ২২
যিহোবা যখন আমাদের পাপ ক্ষমা করেন, তখন তিনি ভবিষ্যতে কখনো আমাদের বিরুদ্ধে এই পাপগুলোকে ধরে রাখবেন না।
এখানে উল্লেখিত বাইবেলের উদাহরণ যিহোবার ক্ষমার বিষয়ে আমাদের আস্থা রাখতে সাহায্য করে।
রাজা দায়ূদ
তিনি কোন ভুল কাজ করেছিলেন?
কীসের ভিত্তিতে তাকে ক্ষমা করা যেত?
কীভাবে যিহোবা ক্ষমার প্রমাণ দিয়েছিলেন?
রাজা মনঃশি
তিনি কোন ভুল কাজ করেছিলেন?
কীসের ভিত্তিতে তাকে ক্ষমা করা যেত?
কীভাবে যিহোবা ক্ষমার প্রমাণ দিয়েছিলেন?
প্রেরিত পিতর
তিনি কোন ভুল কাজ করেছিলেন?
কীসের ভিত্তিতে তাকে ক্ষমা করা যেত?
কীভাবে যিহোবা ক্ষমার প্রমাণ দিয়েছিলেন?