খ্রিস্টীয় জীবনযাপন
আপনি কি নিজেকে ক্ষমা করেন?
যিহোবা ইতিমধ্যে ক্ষমা করে দিয়েছেন অতীতের এমন ভুলগুলোর কারণে নিজেদের ক্ষমা করা কঠিন বলে মনে হতে পারে। ২০১৬ সালের “যিহোবার প্রতি আনুগত্য বজায় রাখুন!” আঞ্চলিক সম্মেলনে, একটা বক্তৃতা ও ভিডিওর মাধ্যমে এই বিষয়টা তুলে ধরা হয়েছিল। JW লাইব্রেরি অ্যাপ ব্যবহার করে ভিডিওটা আবারও দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
সোনিয়া কত সময় ধরে সমাজচ্যুত ছিলেন?
সোনিয়ার সঙ্গে প্রাচীনরা কোন শাস্ত্রপদ নিয়ে আলোচনা করেছিলেন আর কীভাবে এটা তাকে সাহায্য করেছিল?
সোনিয়াকে যখন পুনর্বহাল করা হয়েছিল, তখন মণ্ডলী কীভাবে তার সঙ্গে আচরণ করেছিল?
সোনিয়া কোন অনুভূতির সঙ্গে লড়াই করেছিলেন আর তার বাবা তাকে কীভাবে সাহায্য করেছিলেন?