খ্রিস্টীয় জীবনযাপন
ঈশ্বরকে খুশি করে এমন গুণাবলি গড়ে তুলুন—নম্রতা
কেন গুরুত্বপূর্ণ:
নম্রতা যিহোবার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে—গীত ১৩৮:৬
নম্রতা অন্যদের সঙ্গে উত্তম সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে—ফিলি ২:৩, ৪
গর্ব ধ্বংসাত্মক—হিতো ১৬:১৮; যিহি ২৮:১৭
যেভাবে এটা গড়ে তোলা যায়:
পরামর্শ চান এবং তা প্রয়োগ করুন।—গীত ১৪১:৫; হিতো ১৯:২০
ইচ্ছুক মনোভাব নিয়ে অন্যদের জন্য ছোটখাটো কাজগুলো করুন।—মথি ২০:২৫-২৭
আপনার দক্ষতা কিংবা বিশেষ সুযোগের কারণে গর্বিত হয়ে পড়বেন না।—রোমীয় ১২:৩
কোন কোন উপায়ে আমি আরও বেশি নম্রতা দেখাতে পারি?
আনুগত্যকে ভেঙে ফেলে এমন বিষয়গুলো এড়িয়ে চলুন—গর্ব শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
পরামর্শের প্রতি আমরা যেভাবে সাড়া দিই, তা আমাদের মনোভাব সম্বন্ধে কী প্রকাশ করে?
কীভাবে প্রার্থনা আমাদের নম্রতা গড়ে তুলতে সাহায্য করে?
কোন কোন উপায়ে নম্রতা দেখানো যায়?